যুক্তরাজ্য-আয়ারল্যান্ডেই হবে ২০২৮ ইউরো 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ১৮: ৪৭

২০২৪ ইউরো একক ভাবে আয়োজন করবে জার্মানি। যা শুরু হতে বাকি এখনো এক বছরের মতো। তার আগেই জানা গেছে পরবর্তী আয়োজকের নাম।

যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে হবে ২০২৮ ইউরো। উয়েফা এক বিবৃতিতে আজ তা নিশ্চিত করেছে। যেখানে গত সপ্তাহে তুরস্ক আয়োজক হওয়ার তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়াতেই যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড আয়োজক হওয়ার সুযোগ পেয়েছে। যেখানে তুরস্ক এর আগে আয়োজন হয়েছিল এ বছরের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। জুনে হওয়া ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি।

১০টি ভিন্ন মাঠে হবে ২০২৮ ইউরো। যার মধ্যে রয়েছে লন্ডনের ওয়েম্বলি, গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক, ডাবলিনের আভিভা স্টেডিয়াম, বেলফাস্টের কেসমেন্ট পার্ক, এভারটনের ব্র্যামলি মুর ডক স্টেডিয়াম। টুর্নামেন্টের প্রথম ম্যাচ হবে কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে ও ফাইনাল হবে লন্ডনের ওয়েম্বলিতে। যেখানে রিপাবলিক অব আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলসে কখনোই কোনো মেজর টুর্নামেন্ট আয়োজন করা হয়নি। ২০৩০ বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তারা আয়োজক হতে পারেনি।

২০২১ সালে হয়েছিল সর্বশেষ ইউরো। সেবার আয়োজিত হয়েছিল ১১ দেশের ১১ ভেন্যুতে। যেখানে ফাইনালের ভেন্যু ছিল লন্ডনের ওয়েম্বলি। ঘরের মাঠে সেবার রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড। ইংলিশদের হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউরো জিতেছে ইতালি। সর্বশেষ ১৯৬৮ সালে যুগোস্লাভিয়াকে হারিয়ে প্রথমবারের মতো ইউরো জিতেছিল ইতালি। সেবার এককভাবে আয়োজন করেছিল ইতালি। সেই ইতালি ২০১৮,২০২২ টানা দুই বিশ্বকাপ খেলতে পারেনি ইতালিয়ানরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত