Ajker Patrika

নিজেদের ঘরে ডাকাতির শিকার হয়েছিল বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১১: ৩৬
নিজেদের ঘরে ডাকাতির শিকার হয়েছিল বার্সেলোনা

ইউরোপা লিগে ফ্রাঙ্কফুর্টের কাছে দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে সেদিন গোটা ম্যাচ জুড়েই ফ্রাঙ্কফুর্টকে দারুণভাবে সমর্থন করেছে জার্মানি থেকে আসা দর্শকেরা।

তাদের গর্জনে মনেই হয়নি প্রতিপক্ষের মাঠে খেলছে জার্মান দলটি। বিষয়টিকে ঘরের মাঠে ডাকাতির শিকার হিসেবে দেখছেন। বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

আজ লা লিগায় কাদিজের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। এর আগে  গতকাল সংবাদ সম্মেলনে আবারও বিষয়টি সামনে এলে জাভি বলেন, ‘সেদিন (ফ্রাঙ্কফুর্ট ম্যাচ) ঘরের মাঠে ডাকাতির শিকার হয়েছে বার্সেলোনা। তাঁরা তাদের সর্বোচ্চটা আমাদের দিকে ছুঁড়ে মেরেছে। আমরা যে ঘরের মাঠে খেলেছি সেটা মনেই হয়নি। সবকিছু খারাপভাবে শুরু হয়েছিল। এরপরে আসে পেনাল্টি। এটি সব দিক থেকে একটি দুর্ভাগ্যজনক রাত ছিল। এর শুরু ও শেষ দুটোই খারাপ ভাবে হয়েছিল।'

বার্সেলোনা হারের পর থেকেই আলোচনায় ক্যাম্প ন্যুতে ফ্রাঙ্কফুর্টের এত দর্শক কই থেকে এল? যেখানে মাত্র ৫ হাজার দর্শক প্রবেশ করার কথা সেখানে বৃহস্পতিবার রাতে জার্মান ক্লাবটির ৩০ হাজার দর্শক প্রবেশ করেছিল। এর পেছনে অন্যতম প্রধান কারণ বার্সার সমর্থকেরাই ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের টিকিট পেতে সহায়তা করেছে। বার্সার ভাইস প্রেসিডেন্ট ইলিনা ফোর্ট জানিয়েছিলেন, ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের কাছে টিকিট বিক্রি করে তাদের প্রায় ৩ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ২৫ লাখ টাকা) আয় হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত