ফ্রান্সের জয় উদ্‌যাপনে গিয়ে কিশোরের মৃত্যু

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ২১: ৪৯
Thumbnail image

মরক্কোর রূপকথার নায়কদের থামিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। তবে গত পরশু ফরাসিদের সুবাসের সঙ্গে কিছু বিষাদও যুক্ত হলো। 

ফ্রান্সের জয় উদ্‌যাপনে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে ১৪ বছরের এক কিশোর। ঘটনাটি ঘটেছে দেশটির শহর মঁপেলিয়েরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, গাড়িটি ঘিরে ভিড় করেছে জনতা। 

ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছে, আহত অবস্থায় তারা ওই কিশোরকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচাতে পারেনি। কিশোরকে ধাক্কা দেওয়া গাড়ির চালককে খুঁজছে মঁপেলিয়রের পুলিশ। 

গত পরশু কাতার বিশ্বকাপের সেমিফাইনালে আল বায়েত স্টেডিয়ামে মরক্কোকে ২-০ গোলে হারায় ফ্রান্স। এরপরই ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাঙ্গায় জড়ায় দুই দলের সমর্থকেরা। লিঁও’তে দাঙ্গাস্থল থেকে পুলিশ ৮ জনকে গ্রেপ্তার করে। 

এ ছাড়া বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ও নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামেও ফ্রান্স ও মরক্কোর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। যার জন্য দাঙ্গা পুলিশও ডাকা হয়। 

১৯১২ থেকে ১৯৫৬ পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল মরক্কো। মাঠেও তার ছায়া দেখা যায়। তবে মরোক্কানদের ইতিহাস গড়তে দেয়নি ফরাসিরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত