‘শিগগিরই দেখা হচ্ছে বন্ধু’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৬: ২৭
Thumbnail image

একই রাতে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স ও মরক্কো। আগামী বুধবার দোহার আল বায়েত স্টেডিয়ামে শেষ চারের লড়াইয়ে দেখা হচ্ছে এই দুই দলের।

এটা শুধু ফ্রান্স ও মরক্কোর ম্যাচ নয়, লড়াই হবে দুই বন্ধু আশরাফ হাকিমি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যেও। গতকাল আল-থুমামা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আটলাস লায়ানরা। 

শেষ চার নিশ্চিত করার পর এমবাপ্পেকে মেনশন করে আশরাফ হাকিমি টুইটে লিখেছেন, ‘খুব দ্রুতই তোমার সঙ্গে দেখা হচ্ছে বন্ধু।’

হাকিমি-এমবাপ্পের বন্ধুত্বের কথা সবারই জানা। ফারাসি ক্লাব পিএসজির হয়ে খেলছেন দুজনে। গত গ্রীষ্মকালীন দলবদলে এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন এবং পরে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলেন, তখন ক্লাবটির কোচের দায়িত্বে থাকা মাউরিচিও পচেত্তিনো বলেছিলেন, এমবাপ্পের সিদ্ধান্তের কথা তিনি জানেন না। চুক্তি করার একটু আগেও তিনি জানতেন না—এমবাপ্পে থাকছেন নাকি যাচ্ছেন। পচেত্তিনো বলেছিলেন, এমবাপ্পের সিদ্ধান্তের কথা একমাত্র হাকিমি ছাড়া কেউ জানতো না। 

হাকিমির টুইটের রিপ্লাই দিতেও অবশ্য দেরি করেননি বন্ধু এমবাপ্পে। তিনটি ‘লাভ রিয়েক্ট’ দিয়ে হাকিমিকে মেনশন করেছেন। এই বিশ্বকাপে ৪ ম্যাচে ৫ গোল করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। হাকিমির টুইটে মন্তব্য না করে, মাঠের লড়াইয়ের অপেক্ষায় তিনি। 

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। কিন্তু গতকাল ম্যাচটিতে এমবাপ্পেকে ত্রাস ছড়ানোর সুযোগ দেননি ইংলিশ রাইট-ব্যাক কাইল ওয়াকার। সেমিতে এই লেফট উইঙ্গার এমবাপ্পেকে বোতলবন্দী করার বড় দায়িত্ব থাকবে মরক্কোর রাইট-ব্যাক হাকিমির ওপর। হাকিমি ভালোভাবে দায়িত্ব পালন করলে, ফ্রান্সেরও কঠিন পরীক্ষা হতে পারে আফ্রিকার দলটির বিপক্ষে।

বেলজিয়াম, স্পেন ও পর্তুগালের মতো দলকে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় করেছে মরক্কো। ইতিহাস গড়া দলটির সামনে হাতছানি দিচ্ছে আরও ইতিহাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত