ক্রীড়া ডেস্ক
তিনি নিজে একজন কিংবদন্তি। বার্সেলোনার সেরা সময়ের এক সেনানী। তাঁর সময়টায় ন্যু ক্যাম্প ঝলমল করত তারকার আলোয়। রোনালদিনহো থেকে শুরু করে স্যামুয়েল ইতো, লিওনেল মেসিদের সতীর্থ হিসেবে পেয়েছেন। সময়টা যদি পিছিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে এই কিংবদন্তিদের কোচ হতে চাইতেন জাভি হার্নান্দেজ।
ভালোবাসার বার্সার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ভেঙে ২০১৫ সালে কাতারের আল সাদে নাম লিখিয়েছিলেন জাভি। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার আজ আবারও প্রিয় ন্যু ক্যাম্পে ফিরলেন, এবার প্রধান কোচ হয়ে।
খেলোয়াড়ি জীবনের শুরুতে যেমন বার্সার দুঃসময় দেখেছেন, আবার দেখেছেন এক ঝাঁক কিংবদন্তির ছটায় কীভাবে খারাপ সময় কাটিয়ে বিশ্বের অন্যতম ক্লাবে পরিণত হয়েছিল কাতালান ক্লাবটি। আর্থিক দুরবস্থা, মাঠে-বাইরে নানা বিতর্কে এখন ধুঁকছে বার্সা। চলমান দুরবস্থা কাটিয়ে উঠতে তাই অতীতের পরীক্ষিত সেনার ওপরেই ভরসা রাখছেন বার্সা হুয়ান লাপোর্ত্তা।
বার্সার প্রধান কোচ হিসেবে আজ ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জাভিকে। যে মাঠ খেলে বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়েছেন সেই ন্যু ক্যাম্পে ফিরে স্মরণ করলেন সোনালি অতীতকে। কোচ হয়ে অতীতের মতো শক্তিশালী এক প্রজন্ম গড়ে তোলার আশ্বাস জাভির, ‘আমি এখানে এসেছি তরুণদের মধ্যে থেকে সেরাটা বের করতে। তাদের হাসিখুশি রাখতে। আমি সবাইকেই চাই। দলে অনেক তরুণ ফুটবলার আছে। নিকো, গাভির মতো ফুটবলাররা অল্প বয়সে যেভাবে পারফর্ম করছে তা বোঝা বেশ কঠিন। আমি চাই সবাই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিক। প্রতিটি ম্যাচ একেকটা ফাইনাল।’
মেসি তাকে শুভেচ্ছাও জানিয়েছেন বলে জানিয়েছেন জাভি, ‘অবশ্যই আমি মেসি, ইতো, রোনালদিনহোদের কোচ হতে চাইব। মেসি এরই মধ্যে আমাকে শুভ কামনা জানিয়েছে। তবে এই খেলোয়াড়দের নিয়ে আমাদের ভাবা উচিত নয়। এখন আমাদের পুরো প্রক্রিয়াটাকেই পাল্টে ফেলতে হবে। জিততে হলে আমাদের আগ্রাসী হতে হবে, প্রতিপক্ষের অর্ধে চাপ তৈরি করতে হবে।’
বার্সার কোচ হিসেবে ২১ নভেম্বর এস্পানিয়লের বিপক্ষে অভিষেক হবে জাভির। জয় দিয়েই নতুন পথচলা শুরু করতে চান চার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডার, ‘আমাদের প্রথম অভিযান কাতালান ডার্ভি। ম্যাচটা জিততে চাই। আমাদের সব ম্যাচই জিততে হবে। এটা সত্যি যে আমরা ইতিহাসের সেরা সময়ের বাইরে। সেরা সময়ে ফিরতে মাঝারি থেকে দীর্ঘ মেয়াদি প্রকল্প হাতে নিতে হবে।’
তিনি নিজে একজন কিংবদন্তি। বার্সেলোনার সেরা সময়ের এক সেনানী। তাঁর সময়টায় ন্যু ক্যাম্প ঝলমল করত তারকার আলোয়। রোনালদিনহো থেকে শুরু করে স্যামুয়েল ইতো, লিওনেল মেসিদের সতীর্থ হিসেবে পেয়েছেন। সময়টা যদি পিছিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে এই কিংবদন্তিদের কোচ হতে চাইতেন জাভি হার্নান্দেজ।
ভালোবাসার বার্সার সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ভেঙে ২০১৫ সালে কাতারের আল সাদে নাম লিখিয়েছিলেন জাভি। ক্লাবটির সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার আজ আবারও প্রিয় ন্যু ক্যাম্পে ফিরলেন, এবার প্রধান কোচ হয়ে।
খেলোয়াড়ি জীবনের শুরুতে যেমন বার্সার দুঃসময় দেখেছেন, আবার দেখেছেন এক ঝাঁক কিংবদন্তির ছটায় কীভাবে খারাপ সময় কাটিয়ে বিশ্বের অন্যতম ক্লাবে পরিণত হয়েছিল কাতালান ক্লাবটি। আর্থিক দুরবস্থা, মাঠে-বাইরে নানা বিতর্কে এখন ধুঁকছে বার্সা। চলমান দুরবস্থা কাটিয়ে উঠতে তাই অতীতের পরীক্ষিত সেনার ওপরেই ভরসা রাখছেন বার্সা হুয়ান লাপোর্ত্তা।
বার্সার প্রধান কোচ হিসেবে আজ ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে জাভিকে। যে মাঠ খেলে বিশ্ব ফুটবলের কিংবদন্তি হয়েছেন সেই ন্যু ক্যাম্পে ফিরে স্মরণ করলেন সোনালি অতীতকে। কোচ হয়ে অতীতের মতো শক্তিশালী এক প্রজন্ম গড়ে তোলার আশ্বাস জাভির, ‘আমি এখানে এসেছি তরুণদের মধ্যে থেকে সেরাটা বের করতে। তাদের হাসিখুশি রাখতে। আমি সবাইকেই চাই। দলে অনেক তরুণ ফুটবলার আছে। নিকো, গাভির মতো ফুটবলাররা অল্প বয়সে যেভাবে পারফর্ম করছে তা বোঝা বেশ কঠিন। আমি চাই সবাই প্রতি ম্যাচে নিজেদের সেরাটা দিক। প্রতিটি ম্যাচ একেকটা ফাইনাল।’
মেসি তাকে শুভেচ্ছাও জানিয়েছেন বলে জানিয়েছেন জাভি, ‘অবশ্যই আমি মেসি, ইতো, রোনালদিনহোদের কোচ হতে চাইব। মেসি এরই মধ্যে আমাকে শুভ কামনা জানিয়েছে। তবে এই খেলোয়াড়দের নিয়ে আমাদের ভাবা উচিত নয়। এখন আমাদের পুরো প্রক্রিয়াটাকেই পাল্টে ফেলতে হবে। জিততে হলে আমাদের আগ্রাসী হতে হবে, প্রতিপক্ষের অর্ধে চাপ তৈরি করতে হবে।’
বার্সার কোচ হিসেবে ২১ নভেম্বর এস্পানিয়লের বিপক্ষে অভিষেক হবে জাভির। জয় দিয়েই নতুন পথচলা শুরু করতে চান চার চ্যাম্পিয়নস লিগ জয়ী এই মিডফিল্ডার, ‘আমাদের প্রথম অভিযান কাতালান ডার্ভি। ম্যাচটা জিততে চাই। আমাদের সব ম্যাচই জিততে হবে। এটা সত্যি যে আমরা ইতিহাসের সেরা সময়ের বাইরে। সেরা সময়ে ফিরতে মাঝারি থেকে দীর্ঘ মেয়াদি প্রকল্প হাতে নিতে হবে।’
আচমকা এক ঘোষণায় গত রাতে ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। ক্রিকেটের এই সংস্করণে দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে কত ক্রিকেটারকেই তো সতীর্থ হিসেবে পেয়েছেন তিনি। ওয়ানডেকে মুশফিক বিদায় জানানোর পর সামাজিক...
৪ মিনিট আগেমুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৯ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
১০ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
১০ ঘণ্টা আগে