Ajker Patrika

বার্সাতেই মেসির সুখ দেখছেন জাভি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ জুলাই ২০২১, ১৮: ২১
বার্সাতেই মেসির সুখ দেখছেন জাভি

লিওনেল মেসির সঙ্গে এখনো নতুন চুক্তি হয়নি বার্সেলোনার। যদিও স্প্যানিশ ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে শুরু থেকেই আশাবাদী। গতকালও জানিয়েছেন, মেসির সঙ্গে চুক্তি নিয়ে ভালো সমাধানের পথে আছেন তাঁরা। লাপোর্তার মতো জাভি হার্নান্দেজও মনে করেন মেসি বার্সাতেই থাকবেন।

চুক্তি নিয়ে দুই পক্ষ খুব তাড়াতাড়ি সমঝোতায় পৌঁছাবে বলে মনে করেন জাভি। সাবেক এই বার্সা তারকা মনে করেন, বার্সাতেই মেসি সুখে থাকবেন, ‘আমি মনে করি সে (মেসি) বার্সাতেই সুখে আছে। সবাই মেসির চুক্তি নবায়ন নিয়ে কথা বলছে। আমি বিশ্বাস করি এটা শিগ্‌গিরই সম্পূর্ণ হবে। বার্সার মেসিকে দরকার। সেও বার্সায় থাকতে পছন্দ করে। সে সুখী থাকতে চায়। আশা করি, বার্সাতেই সুখে থাকবে।’

জাভি কথা বলেছেন ইউরোতে স্পেন দলে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও না রাখা প্রসঙ্গে। এ নিয়ে অবশ্য কম কথা শুনতে হয়নি স্প্যানিশ কোচ লুইস এনরিকেকে। যদিও এরই মধ্যে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন, তবু আলোচনা থেমে নেই। জাভিও সেই সমালোচনায় যোগ দিয়ে বলে দিলেন, ‘ব্যাপারটা সমালোচনা হওয়ার মতোই।’

আজ রাত ১০টায় সেন্ট পিটার্সবার্গে শেষ আটের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। ভালো কিছু হলে তো ভালোই। না হলে স্পেন কোচ এনরিকের দিকে সমালোচনার তির নতুন করে ছুটে আসার সম্ভাবনা প্রবল। রিয়াল সমর্থকদের ধেয়ে আসা তোপ সহ্য করতে হবে স্পেন কোচকে। জাভিও জানালেন এই সমালোচনার ব্যাপারটা তাঁকে একেবারেই অবাক করছে না।

স্পেন দলে কাজ করা খুবই কঠিন মনে করেন জাভি। সাবেক বার্সা তারকা বলছেন, ‘স্পেনের হয়ে শিরোপা জেতা কঠিন। আমরা কঠিন কাজটা করে দেখিয়েছিলাম। আরও কঠিন হচ্ছে, স্পেনের কোচ হয়ে রিয়ালের কোনো খেলোয়াড়কে দলে না রাখা। সমালোচনা আসবে, আর সেটা কীভাবে গ্রহণ করবেন আপনাকে সেটা জানতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত