ক্রীড়া ডেস্ক
চোটে পড়ে কাতার বিশ্বকাপকে ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন পাওলো দিবালা। এবার দিবালাকে নিয়ে আশার কথা শুনিয়েছেন হোসো মরিনিও। বিশ্বকাপে ফিরতে পারেন এই আর্জেন্টাইন তারকা।
গত ৯ অক্টোবর অলিম্পিকো স্টেডিয়ামে সিরি-‘আ’ তে মুখোমুখি হয় রোমা-লিস। সেই ম্যাচের ৪৮ মিনিটের সময় পেনাল্টি নেন দিবালা।পেনাল্টি নিতে গিয়েই হ্যামস্ট্রিং চোটে পড়ে মাঠ ছাড়েন রোমার স্ট্রাইকার। দিবালাকে ছাড়াই সিরি-‘আ’ এবং ইউরোপা লিগ মিলে সাত ম্যাচ খেলেছে রোমা। যার মধ্যে জিতেছে ৪ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ এবং এক ম্যাচ হয়েছে ড্র। গতকাল নিজেদের মাঠে লাজিওর বিপক্ষে ১-০ গোলে হারার পর মরিনিও বলেন,‘অবশ্যই সে বিশ্বকাপে খেলতে চায়। এক্ষেত্রে না বলা কঠিন। যদি তার চোট পরিস্থিতি উন্নতি হয়, তাহলে আগামী রোববারে তুরিনোর বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে।’
তুরিনোর বিপক্ষে রোমার ম্যাচের দিনই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করার কথা। কেননা ১৩ নভেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। আর কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। যেখানে আর্জেন্টিনার অভিযান শুরু হবে ২২ নভেম্বর। গ্রুপ-‘সি’ এর ম্যাচে আলবিসেলেস্তেদের প্রথম প্রতিপক্ষ সৌদি আরব। ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আকাশী-নীলরা।
চোটে পড়ে কাতার বিশ্বকাপকে ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন পাওলো দিবালা। এবার দিবালাকে নিয়ে আশার কথা শুনিয়েছেন হোসো মরিনিও। বিশ্বকাপে ফিরতে পারেন এই আর্জেন্টাইন তারকা।
গত ৯ অক্টোবর অলিম্পিকো স্টেডিয়ামে সিরি-‘আ’ তে মুখোমুখি হয় রোমা-লিস। সেই ম্যাচের ৪৮ মিনিটের সময় পেনাল্টি নেন দিবালা।পেনাল্টি নিতে গিয়েই হ্যামস্ট্রিং চোটে পড়ে মাঠ ছাড়েন রোমার স্ট্রাইকার। দিবালাকে ছাড়াই সিরি-‘আ’ এবং ইউরোপা লিগ মিলে সাত ম্যাচ খেলেছে রোমা। যার মধ্যে জিতেছে ৪ ম্যাচ, হেরেছে ২ ম্যাচ এবং এক ম্যাচ হয়েছে ড্র। গতকাল নিজেদের মাঠে লাজিওর বিপক্ষে ১-০ গোলে হারার পর মরিনিও বলেন,‘অবশ্যই সে বিশ্বকাপে খেলতে চায়। এক্ষেত্রে না বলা কঠিন। যদি তার চোট পরিস্থিতি উন্নতি হয়, তাহলে আগামী রোববারে তুরিনোর বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে।’
তুরিনোর বিপক্ষে রোমার ম্যাচের দিনই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করার কথা। কেননা ১৩ নভেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। আর কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। যেখানে আর্জেন্টিনার অভিযান শুরু হবে ২২ নভেম্বর। গ্রুপ-‘সি’ এর ম্যাচে আলবিসেলেস্তেদের প্রথম প্রতিপক্ষ সৌদি আরব। ২৬ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আর ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আকাশী-নীলরা।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে