ক্রীড়া ডেস্ক
১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
আরসিডিই স্টেডিয়ামে গত রাতে লা লিগার এসপানিওল-রিয়াল মাদ্রিদ ম্যাচে ফাউলের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৬১ মিনিটে এমবাপ্পে যখন প্রতি আক্রমণে দৌড়াচ্ছেন, তখন তাঁকে ট্যাকল করে ফেলে দেন এসপানিওলের ডিফেন্ডার কার্লোস রোমেরো। বিপজ্জনক ফাউলের পরও হলুদ কার্ড পেয়েছেন রোমেরো। ১-০ গোলে হেরে যাওয়ার পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝারেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। ফাউল নিয়ে কথা বলতে গিয়ে রিয়াল কোচ বলেন, ‘রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা ব্যাখ্যাতীত।কী ঘটেছে, সবাই দেখেছেন। খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
যে রোমেরো হলুদ কার্ড দেখেছেন, তিনিই ৮৫ মিনিটে করেছেন গোল। শেষ পর্যন্ত তাঁর গোলই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। খালি চোখে ফাউল মনে হওয়ার পরও রেফারি কেন লাল কার্ড দেখাননি, সেটা বুঝতেই পারছেন না আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘স্পষ্ট একটা ফাউল হয়েছে। ভাগ্য ভালো যে খারাপ কিছু হয়নি। কিন্তু এটা দেখতে ভিএআর ছিল। এই ঘটনায় লাল কার্ড না দেখানোর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না আমরা।’
এমবাপ্পের ওপর করা ফাউলই শুধু নয়, রেফারির আরও এক সিদ্ধান্ত নিয়ে অসন্তুোষ প্রকাশ করেছেন আনচেলত্তি। ২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এমবাপ্পের ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়েছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। আমাদের নিয়ন্ত্রণ ছিল। দ্বিতীয়ার্ধে সুযোগও তৈরি করেছি আমরা। একটা গোল আবার বাতিল হয়েছে। বারেও লেগেছে বল। এসপানিওল রক্ষণ সামলেছে ভালোভাবে। আমাদের থেকে ম্যাচ কেড়ে নিয়েছে এবং গোলও করেছে।’
এসপানিওলের কাছে হারের পরও লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৩ হারে রিয়ালের পয়েন্ট ৪৯। দুই ও তিনে থাকা আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট ৪৮ ও ৪২। আতলেতিকো মাদ্রিদ ও বার্সা খেলেছে ২২ ও ২১ ম্যাচ। এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে বার্সা আজ সন্ধ্যায় আলাভেসের মুখোমুখি হবে।
১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
আরসিডিই স্টেডিয়ামে গত রাতে লা লিগার এসপানিওল-রিয়াল মাদ্রিদ ম্যাচে ফাউলের শিকার হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ৬১ মিনিটে এমবাপ্পে যখন প্রতি আক্রমণে দৌড়াচ্ছেন, তখন তাঁকে ট্যাকল করে ফেলে দেন এসপানিওলের ডিফেন্ডার কার্লোস রোমেরো। বিপজ্জনক ফাউলের পরও হলুদ কার্ড পেয়েছেন রোমেরো। ১-০ গোলে হেরে যাওয়ার পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ ঝারেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। ফাউল নিয়ে কথা বলতে গিয়ে রিয়াল কোচ বলেন, ‘রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) যে সিদ্ধান্ত দিয়েছেন, সেটা ব্যাখ্যাতীত।কী ঘটেছে, সবাই দেখেছেন। খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
যে রোমেরো হলুদ কার্ড দেখেছেন, তিনিই ৮৫ মিনিটে করেছেন গোল। শেষ পর্যন্ত তাঁর গোলই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে। খালি চোখে ফাউল মনে হওয়ার পরও রেফারি কেন লাল কার্ড দেখাননি, সেটা বুঝতেই পারছেন না আনচেলত্তি। রিয়াল কোচ বলেন, ‘স্পষ্ট একটা ফাউল হয়েছে। ভাগ্য ভালো যে খারাপ কিছু হয়নি। কিন্তু এটা দেখতে ভিএআর ছিল। এই ঘটনায় লাল কার্ড না দেখানোর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না আমরা।’
এমবাপ্পের ওপর করা ফাউলই শুধু নয়, রেফারির আরও এক সিদ্ধান্ত নিয়ে অসন্তুোষ প্রকাশ করেছেন আনচেলত্তি। ২২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে এমবাপ্পের ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়েছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। আমাদের নিয়ন্ত্রণ ছিল। দ্বিতীয়ার্ধে সুযোগও তৈরি করেছি আমরা। একটা গোল আবার বাতিল হয়েছে। বারেও লেগেছে বল। এসপানিওল রক্ষণ সামলেছে ভালোভাবে। আমাদের থেকে ম্যাচ কেড়ে নিয়েছে এবং গোলও করেছে।’
এসপানিওলের কাছে হারের পরও লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রিয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৩ হারে রিয়ালের পয়েন্ট ৪৯। দুই ও তিনে থাকা আতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনার পয়েন্ট ৪৮ ও ৪২। আতলেতিকো মাদ্রিদ ও বার্সা খেলেছে ২২ ও ২১ ম্যাচ। এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে বার্সা আজ সন্ধ্যায় আলাভেসের মুখোমুখি হবে।
ভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
৩ ঘণ্টা আগেতামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, আজিজুল হাকিম তামিম—তিন তামিমেরই উপস্থিতি ছিল আজ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। তামিম ইকবাল খেলোয়াড় হিসেবে না থাকলেও পৃষ্ঠপোষক হিসেবে থেকেছেন। তাঁর দলকে আজ হেসেখেলে হারিয়েছে অগ্রণী ব্যাংক।
৫ ঘণ্টা আগে