ক্রীড়া ডেস্ক
লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
গতকাল আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। তবে রেফারিং নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাদের। ৮ ফাউলের বিপরীতে ৫ বার হলুদ কার্ড দেখে তারা। তবে বিপরীতে ২০ বার ফাউল করেও একটির বেশি হলুদ কার্ড দেখেনি আলাভেস।
ম্যাচের ১১ মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাভি। সে সময় রেফারিকে একহাত নেন রাফিনিয়া। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। বার্সার এই ফুটবলার রেফারি হোসে লুইস মুনুয়েরোকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু আমাদের নয়, তাদেরকেও (আলাভেস) কিছু বলা উচিত। আপনারা (রেফারি) প্রত্যেকেই কাপুরুষ, কাপুরুষ।’ এ সময় রাফিনিয়াকে শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
এদিকে, সব ক্লাব ও রেফারিং কমিটির সঙ্গে আলোচনায় বসবে লা লিগা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস। তিনি বলেন, ‘দূভার্গবশত, গত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ৬ ফেব্রুয়ারি মিটিংয়ে বসব আমরা, দেখি কোনো সমাধান খুঁজে পাই কি না।’
লা লিগায় রেফারিং বিতর্ক নতুন কিছু নয়। কদিন আগেও রেফারিং নিয়ে সমালোচনা করেছিলেন বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা। এবার সমালোচনায় যোগ দিলেন রাফিনিয়াও। বার্সার এই ফরোয়ার্ড ম্যাচ চলাকালীনই রেফারিকে কাপুরুষ বলে ওঠেন।
গতকাল আলাভেসের বিপক্ষে লা লিগায় ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। তবে রেফারিং নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাদের। ৮ ফাউলের বিপরীতে ৫ বার হলুদ কার্ড দেখে তারা। তবে বিপরীতে ২০ বার ফাউল করেও একটির বেশি হলুদ কার্ড দেখেনি আলাভেস।
ম্যাচের ১১ মিনিটে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন গাভি। সে সময় রেফারিকে একহাত নেন রাফিনিয়া। যা ধরা পড়ে টিভি ক্যামেরায়। বার্সার এই ফুটবলার রেফারি হোসে লুইস মুনুয়েরোকে উদ্দেশ্য করে বলেন, ‘শুধু আমাদের নয়, তাদেরকেও (আলাভেস) কিছু বলা উচিত। আপনারা (রেফারি) প্রত্যেকেই কাপুরুষ, কাপুরুষ।’ এ সময় রাফিনিয়াকে শান্ত করার চেষ্টা করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
এদিকে, সব ক্লাব ও রেফারিং কমিটির সঙ্গে আলোচনায় বসবে লা লিগা কর্তৃপক্ষ। এমনটাই জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেভাস। তিনি বলেন, ‘দূভার্গবশত, গত কয়েক বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। ৬ ফেব্রুয়ারি মিটিংয়ে বসব আমরা, দেখি কোনো সমাধান খুঁজে পাই কি না।’
গুরুত্বপূর্ণ সময়ে হুলিয়ান আলভারেজের টাইব্রেকারে করা গোল বাতিল করেন রেফারি। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্জেন্টাইন তারকার পেনাল্টি শটটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ম্যাচ জিতলেও টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় আতলেতিকো।
২ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটে এক্সপ্রেস পেসারের নাম বললে দুজন আসবেন—তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাসকিন আহমেদ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এখনো খেলতে নামেননি। চ্যাম্পিয়নস ট্রফির পর লম্বা বিশ্রাম শেষে কাল অনুশীলন শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেটানা তিন ম্যাচে মাঠে নামেননি লিওনেল মেসি। চোট শঙ্কা—কিছুটা অস্বস্তি অনুভব করেই এ সিদ্ধান্ত আর্জেন্টাইন সুপার স্টারের। অবশেষে মাঠে ফিরলেন মেসি। ফিরেই যেন জ্যামাইকায় দেখালেন জাদু। মেসি ও লুইস সুয়ারেজের গোলে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ক্যাভালিয়েরের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ২
৩ ঘণ্টা আগেএকে একে নিভিছে দেউটি। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটকে অন্যভাবে পরিচিত করা পাঁচ তারকার কাছ থেকে কতটা নিতে পেরেছে তাঁদের পরের প্রজন্ম। তাঁদের পরের প্রজন্মের একজন উজ্জ্বল প্রতিনিধি সৌম্য জানালেন, তিনি কী শিখেছেন দেশের ক্রিকেটের পাঁচ বড় তারকার কাছ থেকে—
৪ ঘণ্টা আগে