ক্রীড়া ডেস্ক
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) স্কোয়াড ঘোষণার পর থেকেই শুরু আলোচনা! সবার একটাই প্রশ্ন, একাদশে থাকবেন তো মেসি? একাদশে না থাকলেও বদলি হিসেবে ঠিকই নেমেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। আর পিএসজির হয়ে মেসির অভিষেক রাঙিয়েছেন এমবাপ্পে। তাঁর জোড়া গোলেই রেঁসের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি।
এদিন শুরু থেকে আক্রমণাত্মক পিএসজি। একের পর এক সুযোগ তৈরি করে মাত্র ১৬ মিনিটেই লিড নেয় প্যারিস জায়ান্টরা। আনহেল দি মারিয়ার দুর্দান্ত এক ক্রসে মার্কারকে ছিটকে হেডে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। প্রথমার্ধে দাপট ধরে রাখলেও একটির বেশি গোলের দেখা পায়নি পিএসজি।
বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি। তবে স্রোতের বিপরীতে একবার সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল রেঁস। তবে তাদের গোল বাতিল হয় ভিএআরে। এরপর ম্যাচের ৫৮ মিনিটে হঠাৎ দর্শকদের হর্ষধ্বনি। সাইড লাইনের বাইরে তখন গা গরম করছিলেন মেসি।
এর মধ্যে পিএসজির হয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলও পেয়ে যান ক্লাব ছাড়ার অপেক্ষায় থাকা এমবাপ্পে। এই গোলের পরপরই ৬৬ মিনিটে দর্শকদের উল্লাসের মধ্যে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসি নামার পর আর কোনো গোল না হলেও একাধিকবার দেখা মিলেছে সাবেক এই বার্সেলোনা তারকার জাদু৷
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) স্কোয়াড ঘোষণার পর থেকেই শুরু আলোচনা! সবার একটাই প্রশ্ন, একাদশে থাকবেন তো মেসি? একাদশে না থাকলেও বদলি হিসেবে ঠিকই নেমেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। আর পিএসজির হয়ে মেসির অভিষেক রাঙিয়েছেন এমবাপ্পে। তাঁর জোড়া গোলেই রেঁসের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি।
এদিন শুরু থেকে আক্রমণাত্মক পিএসজি। একের পর এক সুযোগ তৈরি করে মাত্র ১৬ মিনিটেই লিড নেয় প্যারিস জায়ান্টরা। আনহেল দি মারিয়ার দুর্দান্ত এক ক্রসে মার্কারকে ছিটকে হেডে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। প্রথমার্ধে দাপট ধরে রাখলেও একটির বেশি গোলের দেখা পায়নি পিএসজি।
বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি। তবে স্রোতের বিপরীতে একবার সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল রেঁস। তবে তাদের গোল বাতিল হয় ভিএআরে। এরপর ম্যাচের ৫৮ মিনিটে হঠাৎ দর্শকদের হর্ষধ্বনি। সাইড লাইনের বাইরে তখন গা গরম করছিলেন মেসি।
এর মধ্যে পিএসজির হয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলও পেয়ে যান ক্লাব ছাড়ার অপেক্ষায় থাকা এমবাপ্পে। এই গোলের পরপরই ৬৬ মিনিটে দর্শকদের উল্লাসের মধ্যে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসি নামার পর আর কোনো গোল না হলেও একাধিকবার দেখা মিলেছে সাবেক এই বার্সেলোনা তারকার জাদু৷
টেস্টে রেকর্ড গড়তে যেন প্রতিপক্ষ দলগুলো বাংলাদেশকেই বেছে নেয়। দেশের মাঠে হোক বা বাইরে-ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফুটে ওঠে বাংলাদেশের হতশ্রী চিত্র। অ্যান্টিগায় চলমান প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ভাঙল ১৫ বছরের পুরোনো রেকর্ড।
১ ঘণ্টা আগেপ্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১৩ ঘণ্টা আগে