ক্রীড়া ডেস্ক
‘ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়’-স্পেনের সঙ্গে এই প্রবাদটি একেবারে ভালোভাবে মিলেছে। ২০১৮,২০২২-দুই বিশ্বকাপে টাইব্রেকারেই দ্বিতীয় রাউন্ডে আটকে গেছে স্পেনের যাত্রা। গত বিশ্বকাপে স্পেনকে কাঁদিয়েছিল রাশিয়া, এবার স্পেনকে কাঁদিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। পেনাল্টি শ্যুটআউটে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকান সিংহরা পৌঁছে গেছে কোয়ার্টারে।
পেনাল্টি শ্যুটআউটে প্রথম শট নেয় মরক্কো। আর প্রথম সুযোগেই লক্ষ্যভেদ করেন মরক্কোর এই বদলি খেলোয়াড়। স্পেনের প্রথম শট নেন পাবলো সারাবিয়া, তা আটকে যায় গোলপোস্টে। এরপর মরক্কোর দ্বিতীয় গোলটি করেন হাকিম জিয়েচ। স্পেনের দ্বিতীয় আক্রমণ করতে আসেন কার্লোস সোলার। এটা ঠেকিয়ে দিয়েছেন মরক্কোর মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। মরক্কোর পক্ষে তৃতীয় আক্রমণ নেন বদর বিনুন। তবে এটা ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। এবার স্পেনের পক্ষে তৃতীয় আক্রমণ নিতে আসেন সার্জিও বুসকেতস। বুসকেতসকেও হতাশ করেন বোনো। এরপর আশরাফ হাকিমি গোল করলে উল্লাসে মাতে পুরো মরক্কোর ডাগআউট।
আক্রমণাত্মক ফুটবলে স্পেনকে ক্ষণে ক্ষণে চমকে দেওয়া মরক্কো তাদের প্রথম সুযোগ পেয়েছিল ৩৩ মিনিটে। ২৫ গজ দূর থেকে নেওয়া নুসাইর মাজরাউয়ির শটে গতি থাকলেও সেই শট ঠেকাতে তেমন বেগ হতে হয়নি স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে। স্পেনের ওপর মরক্কো তাদের আধিপত্য দেখিয়েছে দ্বিতীয়ার্ধেও। প্রথমার্ধের মতো এই অর্ধেও আফ্রিকান অ্যাটলাস সিংহরা তটস্থ করে রাখল স্প্যানিশ রক্ষণকে। এল নেসরি, হাকিম জিয়েশরা ক্রমেই চাপ বাড়াচ্ছিলেন স্পেন রক্ষণে তবে উনাই সিমন ছিলেন সতর্ক। তবে গোল হওয়ার মতো আক্রমণ করতে পারেনি কোনো দলই। তিকি তাকায় অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখলেও মাঝমাঠ একটা সময় বেশ ভোগালো স্পেনকে। একটা সময় বাধ্য হয়ে ‘বিস্ময় বালক’ গাভিকে তুলে নিতে বাধ্য হলেন লুইস এনরিকে। উঠে যাওয়ার আগে একটা রেকর্ড নিজের করেছেন গাভি। ১৮ বছর ১২৩ দিন বয়সী গাভি বিশ্বের দ্বিতীয় কম বয়সী ফুটবলার যিনি বিশ্বকাপের নকআউটে ছিলেন শুরুর একাদশে। ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সে এই রেকর্ড গড়েছিলেন পেলে।
শেষ সময়ে এসে দুই দলই মরিয়া হয়ে খেলেছে গোলের জন্য। ৮৬ মিনিটে হাকিমির পাস থেকে বক্সে শট নিয়েছিলেন ওয়ালিদ শেদিরা। সেই শট ঠেকান উনাই সিমন। অতিরিক্ত সময়ে আবারও শট নিলেন তবে এবারও সেই সিমনই ঠেকালেন শট। একদম অন্তিম সময়ে ম্যাচ জেতার সুযোগটা যেন ফেলে দিল স্পেন। দানি ওলমোর নেওয়া শটে যদি রদ্রি কিংবা নিকোলাস উইলিয়ামস যদি পা গলাতে পারতেন তাইলেই ম্যাচটা জিতে যায় স্পেন। গোল না হওয়ায় শেষে তাই খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
১০৪ মিনিটে সেরা সুযোগটা হারিয়েছে মরক্কো। স্পেনের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে শটটা ভালোই নিয়েছিলেন শেদিরা। তবে এবারও স্পেনের সহায় সিমন। কোনো রকমে গোল ঠেকান স্প্যানিশ গোলরক্ষক। অতিরিক্ত সময় যত গড়িয়েছে, দুই দলই আক্রমণাত্মক হয়ে খেলেছে। তবে কেউ কারও গোলমুখ খুলতে না পারায় কাতার বিশ্বকাপ দেখল দ্বিতীয় পেনাল্টি শ্যুটআউট।
‘ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়’-স্পেনের সঙ্গে এই প্রবাদটি একেবারে ভালোভাবে মিলেছে। ২০১৮,২০২২-দুই বিশ্বকাপে টাইব্রেকারেই দ্বিতীয় রাউন্ডে আটকে গেছে স্পেনের যাত্রা। গত বিশ্বকাপে স্পেনকে কাঁদিয়েছিল রাশিয়া, এবার স্পেনকে কাঁদিয়ে ইতিহাস গড়েছে মরক্কো। পেনাল্টি শ্যুটআউটে স্পেনকে ৩-০ গোলে হারিয়ে আফ্রিকান সিংহরা পৌঁছে গেছে কোয়ার্টারে।
পেনাল্টি শ্যুটআউটে প্রথম শট নেয় মরক্কো। আর প্রথম সুযোগেই লক্ষ্যভেদ করেন মরক্কোর এই বদলি খেলোয়াড়। স্পেনের প্রথম শট নেন পাবলো সারাবিয়া, তা আটকে যায় গোলপোস্টে। এরপর মরক্কোর দ্বিতীয় গোলটি করেন হাকিম জিয়েচ। স্পেনের দ্বিতীয় আক্রমণ করতে আসেন কার্লোস সোলার। এটা ঠেকিয়ে দিয়েছেন মরক্কোর মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। মরক্কোর পক্ষে তৃতীয় আক্রমণ নেন বদর বিনুন। তবে এটা ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। এবার স্পেনের পক্ষে তৃতীয় আক্রমণ নিতে আসেন সার্জিও বুসকেতস। বুসকেতসকেও হতাশ করেন বোনো। এরপর আশরাফ হাকিমি গোল করলে উল্লাসে মাতে পুরো মরক্কোর ডাগআউট।
আক্রমণাত্মক ফুটবলে স্পেনকে ক্ষণে ক্ষণে চমকে দেওয়া মরক্কো তাদের প্রথম সুযোগ পেয়েছিল ৩৩ মিনিটে। ২৫ গজ দূর থেকে নেওয়া নুসাইর মাজরাউয়ির শটে গতি থাকলেও সেই শট ঠেকাতে তেমন বেগ হতে হয়নি স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমনকে। স্পেনের ওপর মরক্কো তাদের আধিপত্য দেখিয়েছে দ্বিতীয়ার্ধেও। প্রথমার্ধের মতো এই অর্ধেও আফ্রিকান অ্যাটলাস সিংহরা তটস্থ করে রাখল স্প্যানিশ রক্ষণকে। এল নেসরি, হাকিম জিয়েশরা ক্রমেই চাপ বাড়াচ্ছিলেন স্পেন রক্ষণে তবে উনাই সিমন ছিলেন সতর্ক। তবে গোল হওয়ার মতো আক্রমণ করতে পারেনি কোনো দলই। তিকি তাকায় অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখলেও মাঝমাঠ একটা সময় বেশ ভোগালো স্পেনকে। একটা সময় বাধ্য হয়ে ‘বিস্ময় বালক’ গাভিকে তুলে নিতে বাধ্য হলেন লুইস এনরিকে। উঠে যাওয়ার আগে একটা রেকর্ড নিজের করেছেন গাভি। ১৮ বছর ১২৩ দিন বয়সী গাভি বিশ্বের দ্বিতীয় কম বয়সী ফুটবলার যিনি বিশ্বকাপের নকআউটে ছিলেন শুরুর একাদশে। ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সে এই রেকর্ড গড়েছিলেন পেলে।
শেষ সময়ে এসে দুই দলই মরিয়া হয়ে খেলেছে গোলের জন্য। ৮৬ মিনিটে হাকিমির পাস থেকে বক্সে শট নিয়েছিলেন ওয়ালিদ শেদিরা। সেই শট ঠেকান উনাই সিমন। অতিরিক্ত সময়ে আবারও শট নিলেন তবে এবারও সেই সিমনই ঠেকালেন শট। একদম অন্তিম সময়ে ম্যাচ জেতার সুযোগটা যেন ফেলে দিল স্পেন। দানি ওলমোর নেওয়া শটে যদি রদ্রি কিংবা নিকোলাস উইলিয়ামস যদি পা গলাতে পারতেন তাইলেই ম্যাচটা জিতে যায় স্পেন। গোল না হওয়ায় শেষে তাই খেলা গড়িয়েছে অতিরিক্ত সময়ে।
১০৪ মিনিটে সেরা সুযোগটা হারিয়েছে মরক্কো। স্পেনের দুই খেলোয়াড়কে ফাঁকি দিয়ে শটটা ভালোই নিয়েছিলেন শেদিরা। তবে এবারও স্পেনের সহায় সিমন। কোনো রকমে গোল ঠেকান স্প্যানিশ গোলরক্ষক। অতিরিক্ত সময় যত গড়িয়েছে, দুই দলই আক্রমণাত্মক হয়ে খেলেছে। তবে কেউ কারও গোলমুখ খুলতে না পারায় কাতার বিশ্বকাপ দেখল দ্বিতীয় পেনাল্টি শ্যুটআউট।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৩০ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে