Ajker Patrika

এবারও সময়টা কি ডাগআউটেই কাটবে মেসির 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৭: ০৬
এবারও সময়টা কি ডাগআউটেই কাটবে মেসির 

লিওনেল মেসির কাছে এ বছরের সময়টা কাটছে অম্লমধুর। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ‘বিষাক্ত’ পরিবেশ শেষে চলে গেলেন ইন্টার মায়ামিতে। নতুন ক্লাব মায়ামিতে প্রথমে সময়টা ভালো যাচ্ছিল ঠিকই। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। 

বিশেষ করে, মেসিকে ভোগাচ্ছে মাংশপেশির চোট। আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ ম্যাচ খেলেছেন বিশ্বকাপ বাছাইপর্বের ৮ সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে। এরপরই চোটে পড়ে ১২ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে পারেননি। এই ম্যাচটিও ছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। এরপর খেলতে পারেননি মায়ামির জার্সিতে টানা চার ম্যাচ। তবু চোটগ্রস্ত মেসিকে নিয়েই পুনরায় শুরু হওয়া বাছাইপর্বের ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করেছে ৬ অক্টোবর। এরপর ৮ অক্টোবর সিনসিনাটির বিপক্ষে মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে বদলি হিসেবে নেমে খেলেছেন ৩৫ মিনিট। দলের অনুশীলন সেশনেও ছিলেন। তবু তাঁকে নিয়ে অনিশ্চয়তা কাটছে না। যেখানে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। গতকাল সংবাদসম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘তার জন্য আরও একটা অনুশীলন সেশন গুরুত্বপূর্ণ। তার সঙ্গে কথা বলে আমি সিদ্ধান্ত নেব যে সে খেলতে পারবে কি পারবে না। সে ম্যাচে শুরু করতে পারবে কি না সেটা আমাকে নিশ্চিত করতে হবে।’ 

 আগামীকালের পর এক সপ্তাহের ব্যবধানেই মাঠে নেমে পড়তে হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে ১৮ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টায় লিমা স্টেডিয়ামে আকাশী-নীলদের প্রতিপক্ষ পেরু। প্যারাগুয়ে, পেরু-দুই ম্যাচেই মেসি খেলতে পারবেন কি না তা বলতে পারেননি স্কালোনি। আর্জেন্টিনা কোচ বলেন, ‘চার দিনের ব্যবধানে পেরুর বিপক্ষে আমাদের খেলতে হবে। সে খেলবে কি না এটা বলা সম্ভব নয়। সে প্যারাগুয়ের বিপক্ষে ৮০ মিনিট খেলতে পারবে। তাতে পেরুর বিপক্ষে খেলতে পারবে না। অথবা দুই ম্যাচেই সে খেলতে পারবে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সে ভালো বোধ করছে। যদি সে ফিট না হয়, তাহলে তার পরিবর্তে যে খেলবে, সেই ভালো করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত