বিশ্বকাপ শেষ সৌদি আরবের ইয়াসিরের!

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২২: ৫৯
Thumbnail image

আর্জেন্টিনা ম্যাচে মারাত্মক চোট পান সৌদি আরবের ইয়াসির আল-শাহরানি। চোটের কারণে বিশ্বকাপ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ডিফেন্ডারের। দ্রুতই অস্ত্রোপচার করতে হবে তাঁর।

ম্যাচের শেষদিকে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে সামনে এগিয়ে আসেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। লাফিয়ে উঠে বল ঠেকানও তিনি; কিন্তু এ সময় ইয়াসিরের মুখে খুব জোরে আঘাত হানে আল-ওয়াইসের হাঁটু। আঘাত খেয়ে মাটিতে লুটে পড়েন ইয়াসির। মুখ ভেসে যায় রক্তে। তাৎক্ষণিক স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এক্স-রের পর জানা যায়, ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন।

সৌদি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ইয়াসিরকে রিয়াদের ন্যাশনাল গার্ড হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের পরিকল্পনা অনুযায়ী কয়েক ঘণ্টার মধ্যে তাঁর অস্ত্রোপচার করা হবে।’

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

কাতার বিশ্বকাপে গতকাল ঐতিহাসিক জয় পেয়েছে সৌদি আরব। আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত