নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে ২০২২ সালে সাফ জিতে যাঁরা বীরের বেশে দেশে ফিরেছিলেন, সেই দলের আটজনই এবার নেই। তাঁদের অনুপস্থিতিতে এই দলে নতুন ৯ মুখ। বলা যায়, নতুন করে শুরুর পালা। সেই শুরুটা কাল পাকিস্তান ম্যাচ দিয়ে করবেন পিটার বাটলারের শিষ্যরা। তার আগে দলের রক্ষণভাগ ভাবনা বাড়াচ্ছে।
এই দুর্ভাবনার মূল কারণ সাফজয়ী তারকা ডিফেন্ডার আঁখি খাতুনের না থাকা। দেশ ছাড়ার আগে অধিনায়ক সাবিনার কণ্ঠেও আঁখির অভাব ফুটে উঠেছিল। বাংলাদেশ নারী দলের সাবেক সফল কোচ গোলাম রব্বানী ছোটনও বললেন, আঁখির শূন্যতা পূরণ হয়নি, ‘চায়নিজ তাইপে ও ভুটানের সঙ্গে খেলা ম্যাচ যদি বিশ্লেষণ করি, তাহলে তো স্পষ্টই বোঝা যায়, এখনো আঁখির অভাব পূরণ হয়নি। আঁখি শুধু বাংলাদেশ দলের রক্ষণভাগই সামলায় না, জয়ে এবং আক্রমণভাগেও অবদান রাখে সে। রক্ষণে এখন মাসুরার সঙ্গে যারা আছে, তারা ততটা পরিপক্ব নয়।’
সবশেষ সাফে পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৩ গোল দিয়েছিল বাংলাদেশ। বিপরীতে হজম করেছিল মাত্র ১ গোল। এমন দারুণ রক্ষণের মূল সেনানী ছিলেন আঁখিই। বর্তমানে যাঁর দলের রক্ষণে থাকবেন, তাঁরা কতটা কী করবেন, তার ওপর নির্ভর করছে দলের গোল খাওয়া না-খাওয়া। সেনাবাহিনীর মহিলা ফুটবল দলের কোচ ছোটন গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘যেহেতু আমাদের আফঈদা ও কোহাতি এই প্রতিযোগিতায় নতুন। তারা এখনো এই পর্যায়ের ফুটবলেও অংশ নেয়নি। তাদের নিয়ে তো চিন্তা থাকবেই। এখন তারা কেমন করে, সেটার ওপর নির্ভর করছে আমাদের রক্ষণভাগের ভালো খারাপ।’
আগামীকাল পাকিস্তান ম্যাচ দিয়ে এবারের সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৩ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে সাবিনাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তার আগে প্রথম ম্যাচ নিয়েই যত ভাবনা বাংলাদেশের। এর মধ্যে আবার রক্ষণভাগে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ বাটলার। গতকাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে শুধু ডিফেন্ডারদের নিয়ে আলাদা একটা সেশন করিয়েছেন সাবিনাদের ব্রিটিশ কোচ। যেখানে মাসুরা, শামসুন্নাহারদের কিছু কৌশল শেখাতেও দেখা যায়। এরপর রক্ষণ নিয়ে কথা বলেন শামসুন্নাহার সিনিয়র। সাফজয়ী এই ডিফেন্ডারও বলেছেন, যতটা কম গোল হজম করা যায়, ততই ভালো, ‘আমাদের চেষ্টা থাকবে, যাতে তারা গোল দিতে না পারে।’
সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে ২০২২ সালে সাফ জিতে যাঁরা বীরের বেশে দেশে ফিরেছিলেন, সেই দলের আটজনই এবার নেই। তাঁদের অনুপস্থিতিতে এই দলে নতুন ৯ মুখ। বলা যায়, নতুন করে শুরুর পালা। সেই শুরুটা কাল পাকিস্তান ম্যাচ দিয়ে করবেন পিটার বাটলারের শিষ্যরা। তার আগে দলের রক্ষণভাগ ভাবনা বাড়াচ্ছে।
এই দুর্ভাবনার মূল কারণ সাফজয়ী তারকা ডিফেন্ডার আঁখি খাতুনের না থাকা। দেশ ছাড়ার আগে অধিনায়ক সাবিনার কণ্ঠেও আঁখির অভাব ফুটে উঠেছিল। বাংলাদেশ নারী দলের সাবেক সফল কোচ গোলাম রব্বানী ছোটনও বললেন, আঁখির শূন্যতা পূরণ হয়নি, ‘চায়নিজ তাইপে ও ভুটানের সঙ্গে খেলা ম্যাচ যদি বিশ্লেষণ করি, তাহলে তো স্পষ্টই বোঝা যায়, এখনো আঁখির অভাব পূরণ হয়নি। আঁখি শুধু বাংলাদেশ দলের রক্ষণভাগই সামলায় না, জয়ে এবং আক্রমণভাগেও অবদান রাখে সে। রক্ষণে এখন মাসুরার সঙ্গে যারা আছে, তারা ততটা পরিপক্ব নয়।’
সবশেষ সাফে পাঁচ ম্যাচে প্রতিপক্ষের জালে ২৩ গোল দিয়েছিল বাংলাদেশ। বিপরীতে হজম করেছিল মাত্র ১ গোল। এমন দারুণ রক্ষণের মূল সেনানী ছিলেন আঁখিই। বর্তমানে যাঁর দলের রক্ষণে থাকবেন, তাঁরা কতটা কী করবেন, তার ওপর নির্ভর করছে দলের গোল খাওয়া না-খাওয়া। সেনাবাহিনীর মহিলা ফুটবল দলের কোচ ছোটন গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘যেহেতু আমাদের আফঈদা ও কোহাতি এই প্রতিযোগিতায় নতুন। তারা এখনো এই পর্যায়ের ফুটবলেও অংশ নেয়নি। তাদের নিয়ে তো চিন্তা থাকবেই। এখন তারা কেমন করে, সেটার ওপর নির্ভর করছে আমাদের রক্ষণভাগের ভালো খারাপ।’
আগামীকাল পাকিস্তান ম্যাচ দিয়ে এবারের সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২৩ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে সাবিনাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তার আগে প্রথম ম্যাচ নিয়েই যত ভাবনা বাংলাদেশের। এর মধ্যে আবার রক্ষণভাগে বাড়তি গুরুত্ব দিচ্ছেন কোচ বাটলার। গতকাল কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠে শুধু ডিফেন্ডারদের নিয়ে আলাদা একটা সেশন করিয়েছেন সাবিনাদের ব্রিটিশ কোচ। যেখানে মাসুরা, শামসুন্নাহারদের কিছু কৌশল শেখাতেও দেখা যায়। এরপর রক্ষণ নিয়ে কথা বলেন শামসুন্নাহার সিনিয়র। সাফজয়ী এই ডিফেন্ডারও বলেছেন, যতটা কম গোল হজম করা যায়, ততই ভালো, ‘আমাদের চেষ্টা থাকবে, যাতে তারা গোল দিতে না পারে।’
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩৬ মিনিট আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগে