ভিয়ারিয়ালকে হারিয়েও চিন্তিত জাভি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ১৭
Thumbnail image

এই মৌসুমে বেশ দাপট দেখিয়ে খেলছে বার্সেলোনা। লা লিগা, সুপার কাপ, কোপা দেল রে—সব প্রতিযোগিতাতেই বার্সার জয়জয়কার। এল মাদ্রিগালে লা লিগায় গতকাল ভিয়ারিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচ জিতেও চিন্তিত বার্সা কোচ জাভি হার্নান্দেজ। 

গতকাল এল মাদ্রিগালে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ১৮ মিনিটে রবার্ট লেভানডফস্কির অ্যাসিস্টে গোল করেন পেদ্রি। এরপর বেশ কিছু সুযোগ তৈরি করেও কাতালানরা গোল করতে পারেনি। লেভানডফস্কি, রাফিনহা, গাভি গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। কখনো বারের ওপর দিয়ে উড়িয়ে মেরেছেন, কখনোবা ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারেননি বার্সা ফুটবলাররা। ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা আরও গোল করতে পারতাম। সুযোগ এসেছিল আমাদের। তবে আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারিনি। গোল করায় দলের দুর্বলতা রয়েছে।’ 

ভিয়ারিয়ালকে হারিয়ে লা-লিগায় শীর্ষস্থান আরও একটু পোক্ত করল বার্সেলোনা। ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট এখন বার্সার। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। ১১ পয়েন্টে এগিয়ে থেকেও আত্মতুষ্টিতে ভুগছেন না জাভি। বার্সা কোচ বলেন, ‘এই ব্যবধান এত বেশিও না। এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। লিগে ১৭ ম্যাচ বাকি আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত