Ajker Patrika

আর্জেন্টিনা ম্যাচে নেই নেইমার, চমক ১৭ বছরের তরুণ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১৬: ৫২
আর্জেন্টিনা ম্যাচে নেই নেইমার, চমক ১৭ বছরের তরুণ 

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে নিজের নাম নেইমার লিখিয়ে ফেলেছেন সেপ্টেম্বরে। বলিভিয়ার বিপক্ষে দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করেন নেইমার। তবে চোট যাঁর নিত্যসঙ্গী, তিনি তো অত সহজে চোটের থাবা থেকে রেহাই পাওয়ার নয়। উরুগুয়ের বিপক্ষে অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে লিগামেন্টের চোটে পড়েন ব্রাজিলের এই স্ট্রাইকার। নেইমারকে ছাড়াই আর্জেন্টিনার বিপক্ষে দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করল ব্রাজিল। 

নভেম্বরে দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৭ নভেম্বর বাংলাদেশ সময় ভোরে মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হবে বলিভিয়া-ব্রাজিল। এরপর মারাকানা স্টেডিয়ামে ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ২৪ সদস্যের দল গত রাতে ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। নেইমারের পাশাপাশি বাদ পড়েছেন দুই স্ট্রাইকার রিচার্লিসন ও ম্যাথিউস কুনহা। রিচার্লিসন ও কুনহা খেলেন টটেনহাম ও উলভারহাম্পটন ক্লাবের জার্সিতে। 

নভেম্বরে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে চমক হচ্ছেন ১৭ বছরের এনড্রিক। পালমিরাসের হয়ে ২০২২-২৩ মৌসুমে ৪৭ ম্যাচ খেলে করেছেন ১১ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন। ১৭ বছরের তরুণ ফুটবলার সম্পর্কে ব্রাজিলের কোচ ফার্নান্দো দিনিজ বলেন, ‘তার (এনড্রিক) ভেতর দারুণ প্রতিভা রয়েছে। জানি না তার প্রতিভা ভবিষ্যতে কতটুকু দেখা যাবে। এটা তার জন্য চাপের কিছু হবে না। তার জন্য এটা পুরস্কার। ভবিষ্যতে কেমন হতে পারে, তা বোঝা যাবে। ২০০৬ সালে জন্মগ্রহণ করা ফুটবলার আমার নজর কেড়েছে। বর্তমানে সে দারুণ মুহূর্ত উপভোগ করছে।’ 

ব্রাজিল দলে এনড্রিকের ডাক পাওয়ায় অবাক হয়েছেন তাঁর (এনড্রিক) বাবা ও এজেন্ট ডগলাস রামোস। রামোস বলেন, ‘সত্যি বলতে আমরা আশা করছিলাম সে অলিম্পিক দলে জায়গা পাবে। আমার ছেলের লক্ষ্যও সেটাই ছিল। আমরা তার প্রতিভা সম্পর্কে জানি। আশা করি, এটাই শেষ কিছু না। ভবিষ্যতে দারুণ কিছু আসছে।’ এনড্রিকের পাশাপাশি নতুন খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন আরও দুই খেলোয়াড়। তাঁরা হলেন এফসি পোর্তোর ফরোয়ার্ড পেপে ও ব্রাইটন এন্ড হাভ অ্যালবিয়নের ফরোয়ার্ড হোয়াও পেদ্রো। এর আগে গত ডিসেম্বরে জানা গিয়েছিল, ২০২৪ এর জুলাইয়ে এনড্রিক রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। 

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিল এরই মধ্যে খেলেছে ৪ ম্যাচ। ৪ ম্যাচে ২ জয়, ১ পরাজয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে সেলেসাওরা। এর আগে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। 

আর্জেন্টিনা ও বলিভিয়া ম্যাচের জন্য ব্রাজিল দল: 
গোলরক্ষক: এলিসন বেকার (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো) 
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল ম্যাগালহেইস (আর্সেনাল), ব্রেমার (জুভেন্টাস), মারকুইনোস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), এমারসন রয়্যাল (টটেনহাম হটস্পার), কার্লোস আগুস্তো (ইন্টার মিলান), রেনান লোদি (মার্শেই) 
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), জোয়েলিংটন (নিউক্যাসল ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) 
ফরোয়ার্ড: গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনহা (বার্সেলোনা), এনড্রিক (পালমেইরা), পেপে (পোর্তো), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), হোয়াও পেদ্রো (ব্রাইটন), পলিনহো (আতলেতিকো মিনেইরো), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত