ক্রীড়া ডেস্ক
খ্যাতির বিড়ম্বনায় তারকা খেলোয়াড়দের পড়তে হয় বারবার। দারুণ খেললে যেমন প্রশংসা পান, তেমনি কোনো রকম ভুল হলে তাঁদের নিয়ে বিদ্রূপ করতে ছাড়েন না ভক্ত-সমর্থকেরা। চ্যাম্পিয়নস লিগে গত রাতে পেনাল্টি মিসের পর আর্লিং হালান্ড হয়েছেন ট্রলের শিকার।
হোসে আলভালাদে স্টেডিয়ামে গত রাতে স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। স্পোর্টিং সিপির ভিক্টর গিওকেরেস ও হালান্ডের ছবি জোড়া লাগিয়ে পারফরম্যান্সের তুলনা করেছে চ্যাম্পিয়নস লিগে। সেখানে লেখা ছিল, ২০২৪-২৫ মৌসুমে আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব মিলে হালান্ডের গোল ১৭। গিওকেরেসের গোল ২২। সেই ব্যবধান কমানোর সুযোগ এসেছিল হালান্ডের কাছে। তবে ৬৯ মিনিটে হালান্ড পেনাল্টি থেকে বাঁ পায়ের শট নিলে সেটা গোলবারে আটকে যায়। ম্যাচ শেষে সুইডেন ফুটবলের অফিশিয়াল এক্স হ্যান্ডল গিওকেরেসের সংখ্যা বাড়িয়ে ২৫ করেছে। হালান্ডেরটা সেই ১৭ লিখেছে। নিচে চ্যাম্পিয়নস লিগের সেই কার্ডটা পোস্ট করেছে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত রাতে ম্যান সিটিকে ৪-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপি। চার মিনিটে সিটির একমাত্র গোল করেন ফিল ফোডেন। আধা ঘণ্টারও বেশি সময় গোল হজম না করা সিটি এরপর লাগাতার গোল খেতে থাকে। হ্যাটট্রিক করেছেন গিওকেরেস। অপর গোলটি করেন ম্যাক্সিমিলানো আরাউহো। হারের পর হতাশা ধরে রাখতে পারেননি বার্নার্দো সিলভা। সিটির এই মিডফিল্ডার ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা হতাশাজনক। কারণ আমরা এখন অন্ধকারে আছি। সবকিছুতেই ভুল হচ্ছে। এমনকি আমরা ভালো খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারি না। দ্রুতই গোল হজম করি।’
স্পোর্টিং সিপি ৪ গোলের মধ্যে ২টিই করেছে পেনাল্টি থেকে। ৪৯ ও ৮০ মিনিটে গোল ২টি করেন দলটির ফরোয়ার্ড গিওকেরেস। বিশাল ব্যবধানে হারের হতাশা লুকোতে পারেননি ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা, ‘ফল তো এখানেই। স্পোর্টিংকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। তারপর আমরা সম্ভাবনা জাগিয়েও গোল করতে ব্যর্থ হয়েছি। এমনটা মাঝেমধ্যে হয়ে থাকে। তবে আমাদের তৃতীয় ও চতুর্থ গোল দুটি হজম করা উচিত হয়নি।’
খ্যাতির বিড়ম্বনায় তারকা খেলোয়াড়দের পড়তে হয় বারবার। দারুণ খেললে যেমন প্রশংসা পান, তেমনি কোনো রকম ভুল হলে তাঁদের নিয়ে বিদ্রূপ করতে ছাড়েন না ভক্ত-সমর্থকেরা। চ্যাম্পিয়নস লিগে গত রাতে পেনাল্টি মিসের পর আর্লিং হালান্ড হয়েছেন ট্রলের শিকার।
হোসে আলভালাদে স্টেডিয়ামে গত রাতে স্পোর্টিং সিপি-ম্যানচেস্টার সিটি ম্যাচের আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। স্পোর্টিং সিপির ভিক্টর গিওকেরেস ও হালান্ডের ছবি জোড়া লাগিয়ে পারফরম্যান্সের তুলনা করেছে চ্যাম্পিয়নস লিগে। সেখানে লেখা ছিল, ২০২৪-২৫ মৌসুমে আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব মিলে হালান্ডের গোল ১৭। গিওকেরেসের গোল ২২। সেই ব্যবধান কমানোর সুযোগ এসেছিল হালান্ডের কাছে। তবে ৬৯ মিনিটে হালান্ড পেনাল্টি থেকে বাঁ পায়ের শট নিলে সেটা গোলবারে আটকে যায়। ম্যাচ শেষে সুইডেন ফুটবলের অফিশিয়াল এক্স হ্যান্ডল গিওকেরেসের সংখ্যা বাড়িয়ে ২৫ করেছে। হালান্ডেরটা সেই ১৭ লিখেছে। নিচে চ্যাম্পিয়নস লিগের সেই কার্ডটা পোস্ট করেছে।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত রাতে ম্যান সিটিকে ৪-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপি। চার মিনিটে সিটির একমাত্র গোল করেন ফিল ফোডেন। আধা ঘণ্টারও বেশি সময় গোল হজম না করা সিটি এরপর লাগাতার গোল খেতে থাকে। হ্যাটট্রিক করেছেন গিওকেরেস। অপর গোলটি করেন ম্যাক্সিমিলানো আরাউহো। হারের পর হতাশা ধরে রাখতে পারেননি বার্নার্দো সিলভা। সিটির এই মিডফিল্ডার ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা হতাশাজনক। কারণ আমরা এখন অন্ধকারে আছি। সবকিছুতেই ভুল হচ্ছে। এমনকি আমরা ভালো খেললেও গোলের সুযোগ কাজে লাগাতে পারি না। দ্রুতই গোল হজম করি।’
স্পোর্টিং সিপি ৪ গোলের মধ্যে ২টিই করেছে পেনাল্টি থেকে। ৪৯ ও ৮০ মিনিটে গোল ২টি করেন দলটির ফরোয়ার্ড গিওকেরেস। বিশাল ব্যবধানে হারের হতাশা লুকোতে পারেননি ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা, ‘ফল তো এখানেই। স্পোর্টিংকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমার্ধে আমরা দুর্দান্ত খেলেছি। তারপর আমরা সম্ভাবনা জাগিয়েও গোল করতে ব্যর্থ হয়েছি। এমনটা মাঝেমধ্যে হয়ে থাকে। তবে আমাদের তৃতীয় ও চতুর্থ গোল দুটি হজম করা উচিত হয়নি।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪৪ মিনিট আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
১ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
২ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
২ ঘণ্টা আগে