ক্রীড়া ডেস্ক
পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে গতকাল বিদায় নেওয়ার হতাশাই এখনো কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এমন খারাপ সময়ই আবার বড় দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটি। আগামী বছর হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা হয়নি তাদের।
এতে লাভ হয়েছে আতলেতিকো মাদ্রিদের। যদিও গতকাল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে তারাও হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আগামী ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে টিকিট পেয়েছে কোচ ডিয়েগো সিমিওনের দল।
প্রথমবারের মতো আগামী বছর যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ইউরোপ থেকে সুযোগ পাবে ১২টি দল। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ৬ টি,৪টি করে দল সুযোগ পাবে আফ্রিকা, এশিয়া এবং উত্তর-মধ্য আমেরিকা মহাদেশ থেকে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের এবং অন্যটি স্বাগতিক দেশের।
টুর্নামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেদিক থেকেই চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এবং চেলসির টিকিট নিশ্চিত হয়েছে। এদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পাওয়া দলের তালিকা আজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা। সুযোগ পাওয়া বাকি দলগুলো হচ্ছে—বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, পোর্তো এবং ওশেনিয়া মহাদেশ থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি। আগামী ১ জুন এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লন্ডনে যে দল জিতবে তারাও সুযোগ পাবে ফিফা ক্লাব বিশ্বকাপে।
প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে গতকাল রাতে শেষ আটের দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা। নিজেদের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলতে নেমে পিএসজির কাছে ৪-১ ব্যবধানের হার দেখেছে কাতালান ক্লাব। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে পিএসজি। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়া আতলেতিকো মাদ্রিদও হার দেখেছে দ্বিতীয় লেগে। সিগন্যাল ইদুনা পার্কে গতকাল ডর্টমুন্ডের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে কোচ ডিয়েগো সিমিওনের দল। দুই লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদকে ৫-৪ গোলে হারিয়ে ১১ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাব।
পিএসজির কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে গতকাল বিদায় নেওয়ার হতাশাই এখনো কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এমন খারাপ সময়ই আবার বড় দুঃসংবাদ পেল কাতালান ক্লাবটি। আগামী বছর হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা হয়নি তাদের।
এতে লাভ হয়েছে আতলেতিকো মাদ্রিদের। যদিও গতকাল চ্যাম্পিয়নস লিগের শেষ আটের আরেক ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে তারাও হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় আগামী ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে টিকিট পেয়েছে কোচ ডিয়েগো সিমিওনের দল।
প্রথমবারের মতো আগামী বছর যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে আয়োজিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ইউরোপ থেকে সুযোগ পাবে ১২টি দল। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ৬ টি,৪টি করে দল সুযোগ পাবে আফ্রিকা, এশিয়া এবং উত্তর-মধ্য আমেরিকা মহাদেশ থেকে। বাকি দুটির একটি ওশেনিয়া মহাদেশের এবং অন্যটি স্বাগতিক দেশের।
টুর্নামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাব বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে যারা মহাদেশীয় চ্যাম্পিয়ন হয়েছে তারা। সেদিক থেকেই চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ এবং চেলসির টিকিট নিশ্চিত হয়েছে। এদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ তিন মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে জায়গা পাওয়া দলের তালিকা আজ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা। সুযোগ পাওয়া বাকি দলগুলো হচ্ছে—বায়ার্ন মিউনিখ, পিএসজি, ইন্টার মিলান, জুভেন্টাস, বরুসিয়া ডর্টমুন্ড, আতলেতিকো মাদ্রিদ, বেনফিকা, পোর্তো এবং ওশেনিয়া মহাদেশ থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি এফসি। আগামী ১ জুন এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লন্ডনে যে দল জিতবে তারাও সুযোগ পাবে ফিফা ক্লাব বিশ্বকাপে।
প্রথম লেগে ৩-২ গোলে এগিয়ে থাকার সুবিধা নিয়ে গতকাল রাতে শেষ আটের দ্বিতীয় লেগ খেলতে নেমেছিল বার্সেলোনা। নিজেদের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলতে নেমে পিএসজির কাছে ৪-১ ব্যবধানের হার দেখেছে কাতালান ক্লাব। দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে পিএসজি। অন্যদিকে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে জয় পাওয়া আতলেতিকো মাদ্রিদও হার দেখেছে দ্বিতীয় লেগে। সিগন্যাল ইদুনা পার্কে গতকাল ডর্টমুন্ডের কাছে ৪-২ ব্যবধানে হেরেছে কোচ ডিয়েগো সিমিওনের দল। দুই লেগ মিলিয়ে আতলেতিকো মাদ্রিদকে ৫-৪ গোলে হারিয়ে ১১ বছর পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাব।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে