ক্রীড়া ডেস্ক
দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে কদিন আগে। বার্সার বড় ধরনের শাস্তির আশঙ্কা নিয়ে আলাপ-আলোচনা চলছেই। তবে কোচ জাভি হার্নান্দেজের এই নিয়ে যেন ‘থোড়াই কেয়ার।’ বিষয়টি নিয়ে বরং তারা মজা করছেন।
রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। বার্সার সাবেক সহসভাপতি জোসেফ বার্তামেউয়ের সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এসব ব্যাপার খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলছে কি না, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জাভি। লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘কাদিজ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি। এটা নিয়ে আমরা কখনো আলাপ-আলোচনাও করিনি।’
আজ ন্যু ক্যাম্পে কাদিজের বিপক্ষে লা-লিগায় খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।
দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনার বিরুদ্ধে রেফারিকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে কদিন আগে। বার্সার বড় ধরনের শাস্তির আশঙ্কা নিয়ে আলাপ-আলোচনা চলছেই। তবে কোচ জাভি হার্নান্দেজের এই নিয়ে যেন ‘থোড়াই কেয়ার।’ বিষয়টি নিয়ে বরং তারা মজা করছেন।
রেফারিকে ঘুষ দেওয়ার ব্যাপারে ‘বিস্ফোরক প্রতিবেদন’ গত সপ্তাহে প্রকাশ করে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সার। বার্সার সাবেক সহসভাপতি জোসেফ বার্তামেউয়ের সময় রেফারিদের টেকনিক্যাল কমিটির সভাপতি ছিলেন হোসে মারিয়া এনরিকুয়েজ নেগ্রেইরা। নেগ্রেইরাকে প্রায় ১৬ কোটি টাকা (১৪ মিলিয়ন ইউরো) ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। নেগ্রেইরা ১৯৯৪ থেকে ২০১৮ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বার্সেলোনা প্রসিকিউটর অফিসের অভিযোগ, নেগ্রেইরার মালিকানাধীন কোম্পানি ডিএএসএনআইএল ৯৫-কে ১৬ কোটি টাকা দিয়েছে। লা লিগার রেফারি থাকার সময় নেগ্রেইরাকে ডিএএসএনআইএল-৯৫-এর মাধ্যমে ২০১৬ সালে প্রায় ৬ কোটি টাকা, ২০১৭ সালে প্রায় ৬ কোটি ২ লাখ টাকা এবং সর্বশেষ ২০১৮ সালে ৩ কোটি ৬ লাখ টাকা গ্রহণ করেন।
অভিযোগ সত্যি প্রমাণিত হলে লা লিগা থেকে অবনমন, পয়েন্টও কাটা হতে পারে কাতালান জায়ান্টদের। এসব ব্যাপার খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলছে কি না, তা পুরোপুরি উড়িয়ে দিয়েছেন জাভি। লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘কাদিজ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। এটা (রেফারিকে অর্থ দেওয়ার অভিযোগ) নিয়ে আমরা কখনো কখনো হালকা মজাও করছি। এটা নিয়ে আমরা কখনো আলাপ-আলোচনাও করিনি।’
আজ ন্যু ক্যাম্পে কাদিজের বিপক্ষে লা-লিগায় খেলবে বার্সেলোনা। এই ম্যাচের আগে ২১ ম্যাচ শেষে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫১।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৫ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
৫ ঘণ্টা আগে