Ajker Patrika

মর্মান্তিক দুর্ঘটনায় অকাল মৃত্যু ফুটবলারের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ৪১
মর্মান্তিক দুর্ঘটনায় অকাল মৃত্যু ফুটবলারের

বড় স্বপ্ন নিয়ে আইসল্যান্ডের ক্লাব আইনহারজিতে যোগ দিয়েছিলেন ভায়োলেটা মিতুল। দলকে লিগ চ্যাম্পিয়ন করার সঙ্গে নিজের পারফরম্যান্সকে আরও ওপরে নিয়ে যাওয়ার। কিন্তু কোনোটাই আর পূরণ করা সুযোগ পেলেন না এই ডিফেন্ডার। 

মাত্র ২৬ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন মিতুল। অকাল বয়সের মৃত্যুটাও হয়েছে মর্মান্তিক এক দুর্ঘটনায়। ক্লাব সতীর্থদের সঙ্গে পাহাড় ভ্রমণের সময় আকস্মিক দুর্ঘটনায় মারা যান মলদোভার ডিফেন্ডার। তাঁর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ক্রীড়াঙ্গনে।

এক বিবৃতি দিয়ে মিতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মলদোভা ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে লিখেছে, ‘নারী জাতীয় দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিল সে।’ তাঁর ক্লাব আইনহারজি লিখেছে, ‘সে দয়ালু, উদ্যমী এবং অনুকরণকারী একজন ফুটবলার ছিল।’ আর ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন লিখেছে, ‘পরপারের ভালো থেকো, ভায়োলেটা।’ 

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৪তম স্থানে আছে মলদোভা। এখন পর্যন্ত কখনো বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি ইউরোপের দেশটি। মলদোভার হয়ে ৪১ ম্যাচ খেলেছেন মিতুল। আর আইনহারজির হয়ে ২০২৩ সালে যোগ দিয়ে ১৮ ম্যাচে করেছেন ৪ গোল। এর আগে স্পেনের লা সোলানা ও ইতালির ক্লাব অ্যাপুলিয়া ট্র্যানির হয়ে খেলেছেন তিনি। স্বদেশি ক্লাব অ্যালগা টিরাসপোলের হয়ে মলদোভান কাপ এবং ভাসাস ফেমিনার হয়ে রোমানিয়ান কাপ জিতেছেন মিতুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত