Ajker Patrika

বরখাস্ত কোচকে ১৭০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে চেলসি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৪: ০৯
বরখাস্ত কোচকে ১৭০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে চেলসি 

ব্যর্থতার বৃত্তে চেলসির ঘুরপাক খাওয়ায় সাত মাসও টেকেনি গ্রাহাম পটারের কোচের চাকরি। গত পরশু বরখাস্ত হয়েছেন পটার। দ্রুত বরখাস্ত হওয়া এই কোচকে ১৭০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে চেলসি। 

পটারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে ডেইলি মেইল। যুক্তরাজ্যভিত্তিক এই সংবাদমাধ্যম জানিয়েছে, বরখাস্ত এই কোচ চেলসির কাছ থেকে ১৩ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ পাবেন, বাংলাদেশি মুদ্রায় যা ১৬৯ কোটি ৮১ লাখ টাকা। যেখানে গত ৯ মাসে ব্যবস্থাপনা খাতে ৫০ মিলিয়ন পাউন্ড খরচ (বাংলাদেশি ৬৫৪ কোটি ১০ লাখ টাকা)। 

এর আগে ব্রাইটন থেকে পটার এবং তার স্টাফদের সঙ্গে চুক্তির সময় ২২ মিলিয়ন পাউন্ড রেকর্ড ফি দিয়েছিল, বাংলাদেশি মুদ্রায় যা ২৮৭ কোটি ৮০ লাখ টাকা। আর গত সাত মাসে ৭ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি ৯১ কোটি ৬০ লাখ টাকা) বেতন পেয়েছিলেন তিনি। এর আগে টমাস টুখেলকে বরখাস্ত করার পর ১০ মিলিয়ন পাউন্ড (১৩০ কোটি ৮৭ লাখ টাকা) দিতে বাধ্য হয়েছিল চেলসি।

গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় সাত মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত