ক্রীড়া ডেস্ক
নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। জুলাইয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে দুর্দান্ত রেকর্ড গড়েছে। দর্শকের আগ্রহের দিক থেকে এরই মধ্যে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।
আগামী দিনগুলোতে নিশ্চিতভাবেই এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখনই নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল নিজের সামাজিক মাধ্যমে এটি জানিয়েছেন তিনি।
আনন্দের সঙ্গে ইনফান্তিনো লিখেছেন, ‘বিশ্বের সঙ্গে শেয়ার করতে পেরে খুশি যে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হতে যাওয়া নারী ফুটবল বিশ্বকাপে ১ মিলিয়নের বেশি টিকিট বিক্রি করেছে ফিফা। যখন লিখছি ১০৩২৮৮৪ টিকিট বিক্রি হয়েছে। এখনো এক মাসের বেশি সময় বাকি থাকলেও ২০১৯ ফ্রান্স বিশ্বকাপের টিকিট বিক্রির সংখ্যাকে ছাড়িয়ে গেছি। এর অর্থ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ সবচেয়ে বেশি দর্শকের ইতিহাস গড়তে যাচ্ছে। ভবিষ্যৎ টুর্নামেন্টকে সর্বকালের শ্রেষ্ঠ ফিফা নারী বিশ্বকাপ করতে সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ।’
এর আগের সর্বোচ্চ কত তা নির্দিষ্ট করে জানা না গেলেও ২০১৮ বিশ্বকাপে ১০ লাখের কাছাকাছি ছিল বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে। এমনটা হওয়ার কারণ অবশ্য এবারের বিশ্বকাপে দল বৃদ্ধি পাওয়ায়। সর্বশেষ বিশ্বকাপে ২৪ দল হলেও এবার ৩২ দল অংশ নিবে। এতে করে ম্যাচ সংখ্যাও বেড়ে ৬৪ ম্যাচে দাঁড়িয়েছে।
১৯৯১ সালে শুরু হওয়া নারী বিশ্বকাপের এবারের উদ্বোধনী ম্যাচ ২০ জুলাই। প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ১৯৯৫ বিশ্বকাপের চ্যাম্পিয়ন নরওয়ে। ২০ আগস্ট ফাইনাল হবে।
নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। জুলাইয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে দুর্দান্ত রেকর্ড গড়েছে। দর্শকের আগ্রহের দিক থেকে এরই মধ্যে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।
আগামী দিনগুলোতে নিশ্চিতভাবেই এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে। কিন্তু এখনই নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গতকাল নিজের সামাজিক মাধ্যমে এটি জানিয়েছেন তিনি।
আনন্দের সঙ্গে ইনফান্তিনো লিখেছেন, ‘বিশ্বের সঙ্গে শেয়ার করতে পেরে খুশি যে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হতে যাওয়া নারী ফুটবল বিশ্বকাপে ১ মিলিয়নের বেশি টিকিট বিক্রি করেছে ফিফা। যখন লিখছি ১০৩২৮৮৪ টিকিট বিক্রি হয়েছে। এখনো এক মাসের বেশি সময় বাকি থাকলেও ২০১৯ ফ্রান্স বিশ্বকাপের টিকিট বিক্রির সংখ্যাকে ছাড়িয়ে গেছি। এর অর্থ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ সবচেয়ে বেশি দর্শকের ইতিহাস গড়তে যাচ্ছে। ভবিষ্যৎ টুর্নামেন্টকে সর্বকালের শ্রেষ্ঠ ফিফা নারী বিশ্বকাপ করতে সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ।’
এর আগের সর্বোচ্চ কত তা নির্দিষ্ট করে জানা না গেলেও ২০১৮ বিশ্বকাপে ১০ লাখের কাছাকাছি ছিল বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে। এমনটা হওয়ার কারণ অবশ্য এবারের বিশ্বকাপে দল বৃদ্ধি পাওয়ায়। সর্বশেষ বিশ্বকাপে ২৪ দল হলেও এবার ৩২ দল অংশ নিবে। এতে করে ম্যাচ সংখ্যাও বেড়ে ৬৪ ম্যাচে দাঁড়িয়েছে।
১৯৯১ সালে শুরু হওয়া নারী বিশ্বকাপের এবারের উদ্বোধনী ম্যাচ ২০ জুলাই। প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ১৯৯৫ বিশ্বকাপের চ্যাম্পিয়ন নরওয়ে। ২০ আগস্ট ফাইনাল হবে।
২০২৩ সালের ১৯ নভেম্বর তারিখটি ভারত চাইলেও ভুলতে পারবেন না। সেদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের ১৬ মাস পর আজ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচটি ভারতের কাছে তাই প্রতিশোধের ম্যাচ।
৪০ মিনিট আগেসেপ্টেম্বরে এশিয়া কাপ ও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে সেই দায়িত্ব এখন আগা সালমানের কাঁধে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন শাদাব খান।
২ ঘণ্টা আগেদুবাইয়ে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্ব। এই ম্যাচে ভারতের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলছেন।
২ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বের খেলা শুরু আজ। দুবাইয়ে প্রথম সেমিফাইনালে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আর আগামীকাল লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়ল প্রোটিয়াদের।
৩ ঘণ্টা আগে