ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুমে সিরি ‘আ’ তে দারুণ ছন্দে ইন্টার মিলান। দলের মতো দুর্দান্ত পারফরম্যান্স করছেন লাওতারো মার্তিনেজ। একের পর এক গোল করে রেকর্ড বইয়ে নাম লেখাচ্ছেন তিনি। তবে তাঁর চাওয়া আরও বড় কিছু।
ইন্টার মিলানের হয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মার্তিনেজ খেলেন ৩৩ ম্যাচ। ৩৩ ম্যাচে করেন ২৫ গোল ও ৫ গোলে অ্যাসিস্ট করেন। যার মধ্যে সিরি ‘আ’ তে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। স্তাদিও ভিয়া দেল মারে স্টেডিয়ামে গত রাতে লেচের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় ইন্টার মিলান। যার মধ্যে জোড়া গোল করেন মার্তিনেজ। ১৫ মিনিটের সময় তাঁর গোলটি সিরি ‘আ’ তে ইন্টার মিলানের হয়ে শততম। ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ’য় দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে এই কীর্তি গড়েন তিনি। মার্তিনেজের আগে প্রথম আর্জেন্টাইন হিসেবে মাউরো ইকার্দি ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি ‘আ’য় গোলের সেঞ্চুরি পূর্ণ করেন। ইকার্দি করেন ১১১ গোল।
মার্তিনেজ গতকাল ৫৬ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। তাতে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’য় ১০১ তম গোল করেন তিনি। এই তালিকায় আর্জেন্টাইন এই ফুটবলার আছেন ৯ নম্বরে। ১৯৭ ও ১৩৮ গোল করে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’ তে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে গুইসেপ্পে মিয়াজ্জা ও বেনিতো লরেনজি। আন্তর্জাতিক ফুটবলে মিয়াজ্জা ও লরেনজি খেলেন ইতালির জার্সিতে।
২৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এবারের সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় সবার ওপরে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৭ ও তারা খেলেছে ২৬ ম্যাচ। সিরি ‘আ’র শিরোপা জয়ে অনেকটা এগিয়ে থাকলেও মার্তিনেজের মতে এখনো কাজ বাকি রয়েছে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা ধারাবাহিক। সত্যিই আমরা ভালো ফুটবল খেলি। সত্যিই আমি খুশি কারণ আমরা দারুণ খেলছি। আমাদের এটা ধরে রাখতে হবে। কারণ কাজ এখনও শেষ হয়নি।’
মার্তিনেজ নিজের পরিবারের অবদানের কথাও উল্লেখ করেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যখন আমি ১৫ বছর বয়সে বাড়ি ছাড়ি, আমি জীবনেও কল্পনা করতে পারিনি এমন কিছুর অভিজ্ঞতা হবে। আমি যখন বাচ্চা ছিলাম, তখন আমার পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে।’
সিরি ‘আ’ তে ইন্টার মিলানের সর্বোচ্চ দশ গোলদাতা
গুইসেপ্পে মেয়াজ্জা: ১৯৭
বেনিতো লরেনজি: ১৩৮
ইসতভান নায়ার্স: ১৩৩
আলেসান্দ্রো আলতোবেল্লি: ১২৮
সান্দ্রো মাজ্জোলা: ১১৬
রবার্তো বনিনসেগনা: ১১৩
মাউরো ইকার্দি: ১১১
ক্রিস্টিয়ান ভিয়েরি: ১০৩
লাওতারো মার্তিনেজ: ১০১
আত্তিলিও দে মারিয়া: ৭৬
চলতি মৌসুমে সিরি ‘আ’ তে দারুণ ছন্দে ইন্টার মিলান। দলের মতো দুর্দান্ত পারফরম্যান্স করছেন লাওতারো মার্তিনেজ। একের পর এক গোল করে রেকর্ড বইয়ে নাম লেখাচ্ছেন তিনি। তবে তাঁর চাওয়া আরও বড় কিছু।
ইন্টার মিলানের হয়ে এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলে মার্তিনেজ খেলেন ৩৩ ম্যাচ। ৩৩ ম্যাচে করেন ২৫ গোল ও ৫ গোলে অ্যাসিস্ট করেন। যার মধ্যে সিরি ‘আ’ তে ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতা তিনি। স্তাদিও ভিয়া দেল মারে স্টেডিয়ামে গত রাতে লেচের বিপক্ষে ৪-০ গোলের জয় পায় ইন্টার মিলান। যার মধ্যে জোড়া গোল করেন মার্তিনেজ। ১৫ মিনিটের সময় তাঁর গোলটি সিরি ‘আ’ তে ইন্টার মিলানের হয়ে শততম। ইন্টার মিলানের হয়ে সিরি ‘আ’য় দ্বিতীয় আর্জেন্টাইন হিসেবে এই কীর্তি গড়েন তিনি। মার্তিনেজের আগে প্রথম আর্জেন্টাইন হিসেবে মাউরো ইকার্দি ইতালিয়ান ক্লাবটির হয়ে সিরি ‘আ’য় গোলের সেঞ্চুরি পূর্ণ করেন। ইকার্দি করেন ১১১ গোল।
মার্তিনেজ গতকাল ৫৬ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। তাতে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’য় ১০১ তম গোল করেন তিনি। এই তালিকায় আর্জেন্টাইন এই ফুটবলার আছেন ৯ নম্বরে। ১৯৭ ও ১৩৮ গোল করে ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’ তে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে গুইসেপ্পে মিয়াজ্জা ও বেনিতো লরেনজি। আন্তর্জাতিক ফুটবলে মিয়াজ্জা ও লরেনজি খেলেন ইতালির জার্সিতে।
২৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এবারের সিরি ‘আ’র পয়েন্ট তালিকায় সবার ওপরে ইন্টার মিলান। দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ৫৭ ও তারা খেলেছে ২৬ ম্যাচ। সিরি ‘আ’র শিরোপা জয়ে অনেকটা এগিয়ে থাকলেও মার্তিনেজের মতে এখনো কাজ বাকি রয়েছে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘আমরা ধারাবাহিক। সত্যিই আমরা ভালো ফুটবল খেলি। সত্যিই আমি খুশি কারণ আমরা দারুণ খেলছি। আমাদের এটা ধরে রাখতে হবে। কারণ কাজ এখনও শেষ হয়নি।’
মার্তিনেজ নিজের পরিবারের অবদানের কথাও উল্লেখ করেছেন। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘যখন আমি ১৫ বছর বয়সে বাড়ি ছাড়ি, আমি জীবনেও কল্পনা করতে পারিনি এমন কিছুর অভিজ্ঞতা হবে। আমি যখন বাচ্চা ছিলাম, তখন আমার পরিবার অনেক ত্যাগ স্বীকার করেছে।’
সিরি ‘আ’ তে ইন্টার মিলানের সর্বোচ্চ দশ গোলদাতা
গুইসেপ্পে মেয়াজ্জা: ১৯৭
বেনিতো লরেনজি: ১৩৮
ইসতভান নায়ার্স: ১৩৩
আলেসান্দ্রো আলতোবেল্লি: ১২৮
সান্দ্রো মাজ্জোলা: ১১৬
রবার্তো বনিনসেগনা: ১১৩
মাউরো ইকার্দি: ১১১
ক্রিস্টিয়ান ভিয়েরি: ১০৩
লাওতারো মার্তিনেজ: ১০১
আত্তিলিও দে মারিয়া: ৭৬
জাতীয় লিগে (এনসিএল) সাধারণত স্পিনারদের দাপটই বেশি দেখা যায়; বিশেষ করে বাঁহাতি স্পিনাররা রাজত্ব করেন বেশি। এবার সেরা বোলারের তালিকায় ব্যতিক্রম ছবি—শীর্ষ পাঁচ বোলারের চারজনই পেসার। তবে সবার ওপরে আছেন ঢাকার এনামুল হক।
৩২ মিনিট আগেভারত সফরের দলে কেইন উইলিয়ামসনের নাম ছিল ঠিকই। তবে কুঁচকির চোট থাকায় সিরিজের একটা ম্যাচও তাঁর খেলা হয়নি। সতীর্থদের সঙ্গে তাই উপভোগ করতে পারেননি ভারতের মাঠে নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের আনন্দ। ভারত সিরিজ মিসের পর এবার উইলিয়ামসন হাতের নাগালে থাকা সেঞ্চুরি হাতছাড়া করেছেন।
১ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেট, ম্যাচে ৮ উইকেট শিকারের পর ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। অবশ্য এতে তাঁকে খুব একটা খুশি মনে হলো না। এ নিয়ে ফোনে কোনো মন্তব্যও করতে চাইলেন না। যদি কখনো টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে আসতে পারেন, তখন বলবেন—আপাতত তাসকিনে
১ ঘণ্টা আগেজিম্বাবুয়ে-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ বেলা দেড়টায় শুরু হবে দুই দলের সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে। এই ম্যাচ জিতলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতবে জিম্বাবুয়ে। ১৯৯৩ সালে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ খেলেছিল দল দুটি। এছাড়া আজ রাতে উয়েফা ইউরোপ
২ ঘণ্টা আগে