ক্রীড়া ডেস্ক
দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার কারণে গত জানুয়ারিতে ১৫ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। তবে ইতালির উচ্চ ক্রীড়া আদালত পুনরায় মামলাটি পরীক্ষা করার পাশাপাশি সেই পয়েন্ট ফেরত দিয়েছেন তুরিনের বুড়িদের।
আর তাতেই বড় লাফ জুভদের। সিরি’আর চলতি মৌসুমে ৭ থেকে ৩ নম্বরে উঠে এসেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ৩০ ম্যাচে এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৯। তবে এখনো এই মামলা পুরোপুরি খারিজ হয়ে যায়নি। পরবর্তী শুনানিতে নির্ভর করছে জুভদের ভাগ্য।
তুরিনে যেন এখন সুবাতাসই বইছে। পর্তুগাল সফরে স্পোর্টিং সিপির বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। শেষ চার নিশ্চিত করার আগেই হারানো ১৫ পয়েন্ট ফিরে পাওয়ার সুসংবাদ পায় জুভরা।
তবে দলবদলে মিথ্যাচারের যে মামলা জুভেন্টাসের মাথায় ছিল, সেটি এখনো পুরোপুরি কাটেনি। এই মামলার অংশ হিসেবে ৩০ মাসের নিষেধাজ্ঞা পাওয়া টটেনহামের ফুটবল ডিরেক্টর ফাবিও প্যারাতিসি আপিল করেও হেরেছেন। জুভদের ওপর দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার অভিযোগের সময় তিনি ছিলেন ক্লাবটির ১১ জন পরিচালকদের একজন, যাঁদের প্রত্যেককে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়।
প্যারাতিসিও ছাড়াও জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রিয়া আগনেল্লি, সাবেক প্রধান নির্বাহী মাউরিজিও আরিভাবেনে এবং ক্রীড়া পরিচালক ফেদেরিকো কেরুবিনির আবেদন নাকচ করে দেন আদালত।
১৫ পয়েন্ট ফিরে পেয়ে চলতি মৌসুমের সিরি’আও জমিয়ে তুলল জুভেন্টাস। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে লাৎসিও। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া নাপোলি পাচ্ছে শিরোপার সুবাস। জুভদের জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে গেছে রোমা। তাদের পয়েন্ট ৫৬। পয়েন্ট ফিরে পেয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশার আলোটাও উজ্জ্বল হলো জুভদের। সুসময়ের ভেতর দিয়ে যাওয়া ইতালিয়ান ক্লাবটি স্পোর্টিং সিপিকে হারিয়ে ফিরেছে জয়েরও ধারায়। এর আগের ম্যাচে লিগে সাসৌলুর বিপক্ষে হেরেছিল অ্যালেগ্রির দল।
দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার কারণে গত জানুয়ারিতে ১৫ পয়েন্ট কাটা গিয়েছিল জুভেন্টাসের। তবে ইতালির উচ্চ ক্রীড়া আদালত পুনরায় মামলাটি পরীক্ষা করার পাশাপাশি সেই পয়েন্ট ফেরত দিয়েছেন তুরিনের বুড়িদের।
আর তাতেই বড় লাফ জুভদের। সিরি’আর চলতি মৌসুমে ৭ থেকে ৩ নম্বরে উঠে এসেছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। ৩০ ম্যাচে এখন তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫৯। তবে এখনো এই মামলা পুরোপুরি খারিজ হয়ে যায়নি। পরবর্তী শুনানিতে নির্ভর করছে জুভদের ভাগ্য।
তুরিনে যেন এখন সুবাতাসই বইছে। পর্তুগাল সফরে স্পোর্টিং সিপির বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। শেষ চার নিশ্চিত করার আগেই হারানো ১৫ পয়েন্ট ফিরে পাওয়ার সুসংবাদ পায় জুভরা।
তবে দলবদলে মিথ্যাচারের যে মামলা জুভেন্টাসের মাথায় ছিল, সেটি এখনো পুরোপুরি কাটেনি। এই মামলার অংশ হিসেবে ৩০ মাসের নিষেধাজ্ঞা পাওয়া টটেনহামের ফুটবল ডিরেক্টর ফাবিও প্যারাতিসি আপিল করেও হেরেছেন। জুভদের ওপর দলবদলে আর্থিক বিবরণীতে অস্বচ্ছতার অভিযোগের সময় তিনি ছিলেন ক্লাবটির ১১ জন পরিচালকদের একজন, যাঁদের প্রত্যেককে নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়।
প্যারাতিসিও ছাড়াও জুভেন্টাসের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রিয়া আগনেল্লি, সাবেক প্রধান নির্বাহী মাউরিজিও আরিভাবেনে এবং ক্রীড়া পরিচালক ফেদেরিকো কেরুবিনির আবেদন নাকচ করে দেন আদালত।
১৫ পয়েন্ট ফিরে পেয়ে চলতি মৌসুমের সিরি’আও জমিয়ে তুলল জুভেন্টাস। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তাদের ওপরে আছে লাৎসিও। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া নাপোলি পাচ্ছে শিরোপার সুবাস। জুভদের জায়গা ছেড়ে দিয়ে চারে নেমে গেছে রোমা। তাদের পয়েন্ট ৫৬। পয়েন্ট ফিরে পেয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশার আলোটাও উজ্জ্বল হলো জুভদের। সুসময়ের ভেতর দিয়ে যাওয়া ইতালিয়ান ক্লাবটি স্পোর্টিং সিপিকে হারিয়ে ফিরেছে জয়েরও ধারায়। এর আগের ম্যাচে লিগে সাসৌলুর বিপক্ষে হেরেছিল অ্যালেগ্রির দল।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৯ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৯ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১১ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৩ ঘণ্টা আগে