Ajker Patrika

রেকর্ড করা দল গড়েও ব্যর্থতার বৃত্তে চেলসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ২০
রেকর্ড করা দল গড়েও ব্যর্থতার বৃত্তে চেলসি

গত শীতকালীন দলবদলে রেকর্ড গড়ে দল সাজিয়েছে চেলসি। প্রিমিয়ার লিগে রেকর্ড গড়া ১০৬.৮ মিলিয়ন পাউন্ড চুক্তিতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে স্টামফোর্ড ব্রিজে এনেছে তারা। সঙ্গে বড় অঙ্কের খরচ করে এনেছেন মিখাইলো মুদ্রিক ও হোয়াও ফেলিক্সদের মতো তারকাদের। 

গত জানুয়ারির দলবদলেই ৩২৩ মিলিয়ন পাউন্ড খরচ করে রেকর্ড গড়ে ব্লুজরা। কিন্তু তার পরও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছে না গ্রাহাম পটারের দল। গতকাল এগিয়ে যাওয়ার পরও ওয়েস্ট হামের বিপক্ষে তাদের মাঠে ১-১ গোলে ড্র করেছে চেলসি। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচ ড্র করল ব্লুজরা। এই ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে পটারের দল।

চেলসির জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এনজো জালের দেখা না পেলেও সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। ১৬ মিনিটে কুকুরেলার সঙ্গে ওয়ান-টু খেলে ফেলিক্সকে বল বাড়ান তিনি। বল পেয়ে বাঁকানো শটে চেলসিকে এগিয়ে নেন পর্তুগিজ মিডফিল্ডার ফেলিক্স। ২৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় ব্লুজরা। কিন্তু কাই হাভাৎর্জের গোলটি বাতিল হয় ভিএআরে। এর ৮ মিনিট পর এমারসন পালমিয়েরির গোলে সমতায় ফেরে ওয়েস্ট হাম। বাকি সময় রক্ষণ সামলে চেলসিকে হতাশ করে ডেভিড ময়েসের দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত