Ajker Patrika

ছাদ ঢাকা স্টেডিয়ামে ‘এল ক্ল্যাসিকো’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ জুন ২০২২, ১৭: ৩৭
ছাদ ঢাকা স্টেডিয়ামে ‘এল ক্ল্যাসিকো’

এল ক্ল্যাসিকো’ নামটা শুনলেই দর্শকদের মনে চরম উত্তেজনা কাজ করে। ক্লাব ফুটবলের আর কোনো ম্যাচ এমন উত্তাপ ছড়ায় না ফুটবলপ্রেমীদের মাঝে।

যদিও এখন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মহারণের আকর্ষণ কিছুটা কমে গেছে। কারণটাও সবার নিশ্চয়ই জানা। স্পেন থেকে দুই ফুটবল নক্ষত্র লিওনেল মেসিক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়াতেই জৌলুশ কমেছে ধ্রুপদি এ দ্বৈরথের।

লা লিগার এক মৌসুমে দুইবার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব দুটি মুখোমুখি হয়। কখনো কখনো ঘরোয়া ও আন্তমহাদেশীয় টুর্নামেন্টেও দেখা হয় দুই দলের। আবার কখনো পুরোনো মৌসুম শেষ আর নতুন মৌসুম শুরুর মাঝের সময়টায় বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে একে-অপরের মোকাবিলা করে তারা। সেসব ম্যাচ ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি পাওনা।

তেমনি একটি বাড়তি পাওনার ম্যাচ পাচ্ছেন দর্শকেরা। ‘সকার চ্যাম্পিয়নস ট্যুর’-এর অংশ হয়েছে রিয়াল-বাসা এবার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচটি হবে আগামী ২৩ জুলাই লাশ ভেনাসের আলোছায়ার স্টেডিয়ামে। ৭১ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি স্বয়ংক্রিয় সুইচে নিয়ন্ত্রিত হয়। বৃষ্টি বা তুষারপাত হলে আপনাআপনি ছাদ ঢেকে যায়। ছাদটি বিলীন টেটা ফুরো পর্সিলিন (ইডিয়টই) প্লাস্টিকের তৈরি। ফলে ছাদ ঢেকে গেলেও সূর্যের আলো মাঠে ঢুকতে পারে।

টুর্নামেন্টে রিয়াল-বাসা ছাড়াও খেলবে আরও তিনটি দল। ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসের সঙ্গে থাকছে মেক্সিকোর দুই দল ক্লাব আমেরিকা ও বিভাস দেপোর্তিভো গুয়াদালাহারা।

ফুটবল খেলা সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত