Ajker Patrika

ইংল্যান্ডের যে লিগ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও

ক্রীড়া ডেস্ক    
শেফিল্ড শিল্ডের হয়ে আজ মাঠে নামেন হামজা। ছবি: এক্স
শেফিল্ড শিল্ডের হয়ে আজ মাঠে নামেন হামজা। ছবি: এক্স

ডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।

হিলসবোরো স্টেডিয়ামে আজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ১-০ গোলের জয় পায় হামজার দল শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের পুরো ৯০ মিনিটই হামজাকে খেলিয়েছেন ইউনাইটেডের কোচ ক্রিস ওয়াইল্ডার।

প্রথমার্ধে দুটি ফ্রি কিক আদায় করেন হামজা। আজ অবশ্য ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলেছেন তিনি। এর আগের ম্যাচে খেলেছিলেন রাইট ব্যাক হিসেবে। তবে গতকাল ম্যাচের শেষ দিকে রক্ষণেও সরব থাকেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। দ্বিতীয়ার্ধে দুটি শট ব্লক করেন কর্নারের বিনিময়ে। এ ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি ছিল না। কারণ বিপদ তো বলে কয়ে আসে না। হামজা দুয়েকবার ফাউলের শিকার হয়েছেন বটে। তেমন বড় ধরনের কোনো চোটে না পড়ে ম্যাচটি দারুণভাবে শেষ করেন হামজা।

ম্যাচ শেষ করে সিলেটের বিমান ধরতে হবে হামজাকে। কাল সকালে বাংলাদেশে পৌঁছাবেন তিনি। পরে নিজগ্রাম হবিগঞ্জের স্নানঘাটে যাবেন এই ফুটবলার। পুরো দিনটি সেখানেই কাটাবেন তিনি। পরশু হামজার ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই জামাল ভূঁইয়াদের সঙ্গে যোগ দেবেন টিম হোটেলে। শুরু করবেন ভারত ম্যাচের প্রস্তুতি।

হামজাদের গোল উদ্‌যাপন। ছবি: এক্স
হামজাদের গোল উদ্‌যাপন। ছবি: এক্স

এএফসি এশিয়ান ক্যাপের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ মার্চ শিলংয়ে উদ্দেশে রওনা দেবে হাভিয়ের কাবরেরার দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

নিউজিল্যান্ডের কাছে বাজে হারের ‘বদলা’ নেবেই পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত