ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার ম্যাচ মানেই যেন এখন আলোচনায় চলে আসে রেফারির প্রসঙ্গ। চ্যাম্পিয়নস লিগ থেকে লা লিগা—সব টুর্নামেন্টেই বার্সা কোচ জাভি হার্নান্দেজকে দেখা গেছে ক্ষোভ ঝারতে। বার্সা-রিয়াল এল ক্লাসিকোর এক বিতর্কিত গোল নিয়ে চলছে বেশ আলাপ-আলোচনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত পরশু মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচে ১-১ সমতার পর ২৮ মিনিটে গোল করেন লামিন ইয়ামাল। তবে এই গোলটি বাতিল করে দেওয়া হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা ফেরালেও গোললাইন অতিক্রম করার আগে বল ফেরাতে পেরেছেন কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। সেই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন সিজার সোতো গ্রাদো ও সানচেজ মার্তিনেজ ছিলেন ভিএআরের দায়িত্বে। গোল বাতিলের ব্যাখ্যা অডিওর মাধ্যমে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অডিওতে সিজার ও মার্তিনেজের আলোচনায় বলতে শোনা গেছে, ‘বল যে ঢুকেছে, তার কোনো প্রমাণ নেই।’
এল ক্লাসিকোর গোল বাতিলের পর রেফারির কথার প্রতিবাদ করেন বার্সার মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। গুন্দোয়ানকে দেওয়া ব্যাখ্যায় সিজার বলেছিলেন, ‘কোনো গোললাইন প্রযুক্তি নেই। আমরা ভিএআরের জন্য অপেক্ষা করছি। ঠিকাছে? আমরা পর্যালোচনা করে দেখব।’ ভিএআরের সঙ্গে সিজারের আলোচনায় শোনা যায়, ‘আমার কাছে এটা কর্নার হয়েছে। একটু যাচাই করে দেখছি সিজার।’
রুদ্ধশ্বাস এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ জিতে নেয় ৩-২ গোলে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আকার ইঙ্গিতে খোঁচা দেন জাভিকে। আনচেলত্তি বলেন, ‘জাভি কী ভাবছেন, তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেই এখানে মুক্ত। যে যা চান, সেটা ভাবতে পারেন। এটা কঠিন ও অসাধারণ এক ম্যাচ হয়েছে। গোলটা গোল হয়েছে বলে আমি মনে করি না। কারণ এর তো পরিষ্কার কোনো ছবি নেই।’
এল ক্লাসিকো জিতে লা লিগা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়, ৬ ড্র ও ১ পরাজয়ে রিয়ালের পয়েন্ট ৮১। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিন ও চারে থাকা জিরোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮ ও ৬১। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলই ৩২টি করে ম্যাচ খেলেছে।
বার্সেলোনার ম্যাচ মানেই যেন এখন আলোচনায় চলে আসে রেফারির প্রসঙ্গ। চ্যাম্পিয়নস লিগ থেকে লা লিগা—সব টুর্নামেন্টেই বার্সা কোচ জাভি হার্নান্দেজকে দেখা গেছে ক্ষোভ ঝারতে। বার্সা-রিয়াল এল ক্লাসিকোর এক বিতর্কিত গোল নিয়ে চলছে বেশ আলাপ-আলোচনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত পরশু মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচে ১-১ সমতার পর ২৮ মিনিটে গোল করেন লামিন ইয়ামাল। তবে এই গোলটি বাতিল করে দেওয়া হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা ফেরালেও গোললাইন অতিক্রম করার আগে বল ফেরাতে পেরেছেন কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। সেই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন সিজার সোতো গ্রাদো ও সানচেজ মার্তিনেজ ছিলেন ভিএআরের দায়িত্বে। গোল বাতিলের ব্যাখ্যা অডিওর মাধ্যমে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অডিওতে সিজার ও মার্তিনেজের আলোচনায় বলতে শোনা গেছে, ‘বল যে ঢুকেছে, তার কোনো প্রমাণ নেই।’
এল ক্লাসিকোর গোল বাতিলের পর রেফারির কথার প্রতিবাদ করেন বার্সার মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। গুন্দোয়ানকে দেওয়া ব্যাখ্যায় সিজার বলেছিলেন, ‘কোনো গোললাইন প্রযুক্তি নেই। আমরা ভিএআরের জন্য অপেক্ষা করছি। ঠিকাছে? আমরা পর্যালোচনা করে দেখব।’ ভিএআরের সঙ্গে সিজারের আলোচনায় শোনা যায়, ‘আমার কাছে এটা কর্নার হয়েছে। একটু যাচাই করে দেখছি সিজার।’
রুদ্ধশ্বাস এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ জিতে নেয় ৩-২ গোলে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আকার ইঙ্গিতে খোঁচা দেন জাভিকে। আনচেলত্তি বলেন, ‘জাভি কী ভাবছেন, তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেই এখানে মুক্ত। যে যা চান, সেটা ভাবতে পারেন। এটা কঠিন ও অসাধারণ এক ম্যাচ হয়েছে। গোলটা গোল হয়েছে বলে আমি মনে করি না। কারণ এর তো পরিষ্কার কোনো ছবি নেই।’
এল ক্লাসিকো জিতে লা লিগা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়, ৬ ড্র ও ১ পরাজয়ে রিয়ালের পয়েন্ট ৮১। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিন ও চারে থাকা জিরোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮ ও ৬১। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলই ৩২টি করে ম্যাচ খেলেছে।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে