ক্রীড়া ডেস্ক
বার্সেলোনার ম্যাচ মানেই যেন এখন আলোচনায় চলে আসে রেফারির প্রসঙ্গ। চ্যাম্পিয়নস লিগ থেকে লা লিগা—সব টুর্নামেন্টেই বার্সা কোচ জাভি হার্নান্দেজকে দেখা গেছে ক্ষোভ ঝারতে। বার্সা-রিয়াল এল ক্লাসিকোর এক বিতর্কিত গোল নিয়ে চলছে বেশ আলাপ-আলোচনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত পরশু মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচে ১-১ সমতার পর ২৮ মিনিটে গোল করেন লামিন ইয়ামাল। তবে এই গোলটি বাতিল করে দেওয়া হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা ফেরালেও গোললাইন অতিক্রম করার আগে বল ফেরাতে পেরেছেন কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। সেই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন সিজার সোতো গ্রাদো ও সানচেজ মার্তিনেজ ছিলেন ভিএআরের দায়িত্বে। গোল বাতিলের ব্যাখ্যা অডিওর মাধ্যমে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অডিওতে সিজার ও মার্তিনেজের আলোচনায় বলতে শোনা গেছে, ‘বল যে ঢুকেছে, তার কোনো প্রমাণ নেই।’
এল ক্লাসিকোর গোল বাতিলের পর রেফারির কথার প্রতিবাদ করেন বার্সার মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। গুন্দোয়ানকে দেওয়া ব্যাখ্যায় সিজার বলেছিলেন, ‘কোনো গোললাইন প্রযুক্তি নেই। আমরা ভিএআরের জন্য অপেক্ষা করছি। ঠিকাছে? আমরা পর্যালোচনা করে দেখব।’ ভিএআরের সঙ্গে সিজারের আলোচনায় শোনা যায়, ‘আমার কাছে এটা কর্নার হয়েছে। একটু যাচাই করে দেখছি সিজার।’
রুদ্ধশ্বাস এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ জিতে নেয় ৩-২ গোলে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আকার ইঙ্গিতে খোঁচা দেন জাভিকে। আনচেলত্তি বলেন, ‘জাভি কী ভাবছেন, তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেই এখানে মুক্ত। যে যা চান, সেটা ভাবতে পারেন। এটা কঠিন ও অসাধারণ এক ম্যাচ হয়েছে। গোলটা গোল হয়েছে বলে আমি মনে করি না। কারণ এর তো পরিষ্কার কোনো ছবি নেই।’
এল ক্লাসিকো জিতে লা লিগা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়, ৬ ড্র ও ১ পরাজয়ে রিয়ালের পয়েন্ট ৮১। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিন ও চারে থাকা জিরোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮ ও ৬১। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলই ৩২টি করে ম্যাচ খেলেছে।
বার্সেলোনার ম্যাচ মানেই যেন এখন আলোচনায় চলে আসে রেফারির প্রসঙ্গ। চ্যাম্পিয়নস লিগ থেকে লা লিগা—সব টুর্নামেন্টেই বার্সা কোচ জাভি হার্নান্দেজকে দেখা গেছে ক্ষোভ ঝারতে। বার্সা-রিয়াল এল ক্লাসিকোর এক বিতর্কিত গোল নিয়ে চলছে বেশ আলাপ-আলোচনা।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত পরশু মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচে ১-১ সমতার পর ২৮ মিনিটে গোল করেন লামিন ইয়ামাল। তবে এই গোলটি বাতিল করে দেওয়া হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিন তা ফেরালেও গোললাইন অতিক্রম করার আগে বল ফেরাতে পেরেছেন কি না তা নিয়ে রয়েছে সন্দেহ। সেই ম্যাচের রেফারির দায়িত্বে ছিলেন সিজার সোতো গ্রাদো ও সানচেজ মার্তিনেজ ছিলেন ভিএআরের দায়িত্বে। গোল বাতিলের ব্যাখ্যা অডিওর মাধ্যমে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অডিওতে সিজার ও মার্তিনেজের আলোচনায় বলতে শোনা গেছে, ‘বল যে ঢুকেছে, তার কোনো প্রমাণ নেই।’
এল ক্লাসিকোর গোল বাতিলের পর রেফারির কথার প্রতিবাদ করেন বার্সার মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ান। গুন্দোয়ানকে দেওয়া ব্যাখ্যায় সিজার বলেছিলেন, ‘কোনো গোললাইন প্রযুক্তি নেই। আমরা ভিএআরের জন্য অপেক্ষা করছি। ঠিকাছে? আমরা পর্যালোচনা করে দেখব।’ ভিএআরের সঙ্গে সিজারের আলোচনায় শোনা যায়, ‘আমার কাছে এটা কর্নার হয়েছে। একটু যাচাই করে দেখছি সিজার।’
রুদ্ধশ্বাস এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ জিতে নেয় ৩-২ গোলে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি আকার ইঙ্গিতে খোঁচা দেন জাভিকে। আনচেলত্তি বলেন, ‘জাভি কী ভাবছেন, তা নিয়ে মন্তব্য করতে চাই না। প্রত্যেকেই এখানে মুক্ত। যে যা চান, সেটা ভাবতে পারেন। এটা কঠিন ও অসাধারণ এক ম্যাচ হয়েছে। গোলটা গোল হয়েছে বলে আমি মনে করি না। কারণ এর তো পরিষ্কার কোনো ছবি নেই।’
এল ক্লাসিকো জিতে লা লিগা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। ৩২ ম্যাচে ২৫ জয়, ৬ ড্র ও ১ পরাজয়ে রিয়ালের পয়েন্ট ৮১। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা ৭০ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। তিন ও চারে থাকা জিরোনা ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৮ ও ৬১। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দলই ৩২টি করে ম্যাচ খেলেছে।
ইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
১ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
২ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
২ ঘণ্টা আগে