বাংলাদেশের গ্রুপে বাহরাইন-মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০৯
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৬

এশিয়ান কাপের বাছাইপর্ব হওয়ার কথা ছিল হোম-অ্যাওয়ে পদ্ধতিতে। কিন্তু করোনার কারণে খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। ‘ই’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাহরাইন, তুর্কমিনিস্তান ও মালয়েশিয়াকে। 

আজ দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে এশিয়ান গেমসের বাছাইপর্বের ড্র। ‘ই’ গ্রুপের স্বাগতিকও হয়েছে মালয়েশিয়া। ৮ থেকে ১৪ জুনে হবে বাছাইপর্বের ম্যাচগুলো। র‍্যাঙ্কিংয়ে সবগুলো দলই বাংলাদেশ থেকে এগিয়ে। ৮৯ র‍্যাঙ্কিংয়ের বাহরাইন সবার থেকে এগিয়ে। ১৩৪ নম্বরে আছে তুর্কমিনিস্তান। মালয়েশিয়ার র‍্যাঙ্কিং ১৫৪। আর বাংলাদেশের ১৮৬। 

 ২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে অংশ নেবে ২৪টি দেশ। স্বাগতিক চীনসহ ইতিমধ্যে ১৩ দেশ সরাসরি মূল পর্ব নিশ্চিত করেছে। বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নেবে ১১টি দেশ। বাছাইপর্বের ছয় গ্রুপের সেরা ছয় দল এবং সেরা পাঁচ রানার্সআপ নিশ্চিত করবে মূল পর্ব। 

বাছাইপর্বের ছয় গ্রুপ: 
গ্রুপ এ: কুয়েত (স্বাগতিক), নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান
গ্রুপ বি: মঙ্গোলিয়া (স্বাগতিক), ইয়ামেন, ফিলিপাইন, ফিলিস্তিন। 
গ্রুপ সি: উজবেকিস্তান (স্বাগতিক), শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড। 
গ্রুপ ডি: ভারত (স্বাগতিক), কম্বোডিয়া, আফগানিস্তান, হংকং। 
গ্রুপ ই: মালয়েশিয়া (স্বাগতিক), বাংলাদেশ, তুর্কমিনিস্তান, বাহরাইন। 
গ্রুপ এফ: কিরগিজস্তান (স্বাগতিক), সিঙ্গাপুর, মিয়ানমার, তাজিকিস্তান। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত