নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়ান কাপের বাছাইপর্ব হওয়ার কথা ছিল হোম-অ্যাওয়ে পদ্ধতিতে। কিন্তু করোনার কারণে খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। ‘ই’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাহরাইন, তুর্কমিনিস্তান ও মালয়েশিয়াকে।
আজ দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে এশিয়ান গেমসের বাছাইপর্বের ড্র। ‘ই’ গ্রুপের স্বাগতিকও হয়েছে মালয়েশিয়া। ৮ থেকে ১৪ জুনে হবে বাছাইপর্বের ম্যাচগুলো। র্যাঙ্কিংয়ে সবগুলো দলই বাংলাদেশ থেকে এগিয়ে। ৮৯ র্যাঙ্কিংয়ের বাহরাইন সবার থেকে এগিয়ে। ১৩৪ নম্বরে আছে তুর্কমিনিস্তান। মালয়েশিয়ার র্যাঙ্কিং ১৫৪। আর বাংলাদেশের ১৮৬।
২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে অংশ নেবে ২৪টি দেশ। স্বাগতিক চীনসহ ইতিমধ্যে ১৩ দেশ সরাসরি মূল পর্ব নিশ্চিত করেছে। বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নেবে ১১টি দেশ। বাছাইপর্বের ছয় গ্রুপের সেরা ছয় দল এবং সেরা পাঁচ রানার্সআপ নিশ্চিত করবে মূল পর্ব।
বাছাইপর্বের ছয় গ্রুপ:
গ্রুপ এ: কুয়েত (স্বাগতিক), নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান
গ্রুপ বি: মঙ্গোলিয়া (স্বাগতিক), ইয়ামেন, ফিলিপাইন, ফিলিস্তিন।
গ্রুপ সি: উজবেকিস্তান (স্বাগতিক), শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড।
গ্রুপ ডি: ভারত (স্বাগতিক), কম্বোডিয়া, আফগানিস্তান, হংকং।
গ্রুপ ই: মালয়েশিয়া (স্বাগতিক), বাংলাদেশ, তুর্কমিনিস্তান, বাহরাইন।
গ্রুপ এফ: কিরগিজস্তান (স্বাগতিক), সিঙ্গাপুর, মিয়ানমার, তাজিকিস্তান।
এশিয়ান কাপের বাছাইপর্ব হওয়ার কথা ছিল হোম-অ্যাওয়ে পদ্ধতিতে। কিন্তু করোনার কারণে খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। ‘ই’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাহরাইন, তুর্কমিনিস্তান ও মালয়েশিয়াকে।
আজ দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে হয়েছে এশিয়ান গেমসের বাছাইপর্বের ড্র। ‘ই’ গ্রুপের স্বাগতিকও হয়েছে মালয়েশিয়া। ৮ থেকে ১৪ জুনে হবে বাছাইপর্বের ম্যাচগুলো। র্যাঙ্কিংয়ে সবগুলো দলই বাংলাদেশ থেকে এগিয়ে। ৮৯ র্যাঙ্কিংয়ের বাহরাইন সবার থেকে এগিয়ে। ১৩৪ নম্বরে আছে তুর্কমিনিস্তান। মালয়েশিয়ার র্যাঙ্কিং ১৫৪। আর বাংলাদেশের ১৮৬।
২০২৩ এশিয়ান কাপের মূল পর্বে অংশ নেবে ২৪টি দেশ। স্বাগতিক চীনসহ ইতিমধ্যে ১৩ দেশ সরাসরি মূল পর্ব নিশ্চিত করেছে। বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নেবে ১১টি দেশ। বাছাইপর্বের ছয় গ্রুপের সেরা ছয় দল এবং সেরা পাঁচ রানার্সআপ নিশ্চিত করবে মূল পর্ব।
বাছাইপর্বের ছয় গ্রুপ:
গ্রুপ এ: কুয়েত (স্বাগতিক), নেপাল, ইন্দোনেশিয়া, জর্ডান
গ্রুপ বি: মঙ্গোলিয়া (স্বাগতিক), ইয়ামেন, ফিলিপাইন, ফিলিস্তিন।
গ্রুপ সি: উজবেকিস্তান (স্বাগতিক), শ্রীলঙ্কা, মালদ্বীপ, থাইল্যান্ড।
গ্রুপ ডি: ভারত (স্বাগতিক), কম্বোডিয়া, আফগানিস্তান, হংকং।
গ্রুপ ই: মালয়েশিয়া (স্বাগতিক), বাংলাদেশ, তুর্কমিনিস্তান, বাহরাইন।
গ্রুপ এফ: কিরগিজস্তান (স্বাগতিক), সিঙ্গাপুর, মিয়ানমার, তাজিকিস্তান।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
৩ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
৩ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩ ঘণ্টা আগে