ক্রীড়া ডেস্ক
বাজারে হাইড্রেশন ড্রিংক আনার ঘোষণা কয়েক মাস আগেই দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ঘোষণা অনুযায়ী এ মাসেই বাজারে আসবে সেটি। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের বাজারে আসার আগে কী নামে পণ্যটি আনছেন ৮ বারের ব্যালন ডি অরজয়ী তা জানা গেছে।
‘মাস+’ নামে হাইড্রেশন ড্রিংকটি আনছেন মেসি। মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এটি বেছে নেওয়া হয়েছে। যার অর্থ—আরও বেশি। সঙ্গে ‘+’ চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ড্রিংকটি পান করার সময় সংগীত, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় উপভোগ করার কথা। বাজারে চারটি ফ্লেভারে পাওয়া যাবে ড্রিংকটি। এই চার ফ্লেভারের নামে অভিনব পন্থা বেছে নিয়েছেন ইন্টার মায়ামির প্লেমেকার। ফুটবল ক্লাব, টুর্নামেন্ট এবং পুরস্কারের সঙ্গে মিল রেখে ফ্লেভার চারটির নাম রেখেছেন মেসি এবং তাঁর অংশীদারত্ব কোম্পানি।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি অর জিতেছেন মেসি। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের নামে ড্রিংকসের এক প্রকারকে তাই অরেঞ্জ ডি’অর নাম দেওয়া হয়েছে। এটি যে কমলার স্বাদে হবে সেটা না বললেও হয়তো চলে। বাকি তিনটির একটি মায়ামি ক্লাবের নামে, মায়ামি পাঞ্চ। যার স্বাদে পাওয়া যাবে জামের সঙ্গে আনারসের হালকা মিশ্রণ। অন্যদিকে কোপা আমেরিকা এবং কোপা দেলের নামে বেরি কোপা ক্রাস ফ্লেভারে আছে জামি ও চেরি ফলের মিশ্রণ। বাকিটি চ্যাম্পিয়নস লিগের নামে লিমন লাইম লিগ রাখা হয়েছে। যার স্বাদ লেবুর হবে।
বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে হাইড্রেশন ড্রিংকটি আনছেন মেসি। আগামী ১৩ জুন ক্যান এবং বোতলজাত দুইভাবেই পাওয়া যাবে। যথেষ্ট পরিমাণ ইলেকট্রোলাইট এবং ভিটামিন সমৃদ্ধ ড্রিংকটি আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের সব সুপারমার্কেটে পাওয়া যাবে। আর বছরের শেষ দিকে সারা বিশ্বে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাজারে হাইড্রেশন ড্রিংক আনার ঘোষণা কয়েক মাস আগেই দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ঘোষণা অনুযায়ী এ মাসেই বাজারে আসবে সেটি। আগামী ১৩ জুন যুক্তরাষ্ট্রের বাজারে আসার আগে কী নামে পণ্যটি আনছেন ৮ বারের ব্যালন ডি অরজয়ী তা জানা গেছে।
‘মাস+’ নামে হাইড্রেশন ড্রিংকটি আনছেন মেসি। মোট ৪৫০টি স্প্যানিশ নাম থেকে এটি বেছে নেওয়া হয়েছে। যার অর্থ—আরও বেশি। সঙ্গে ‘+’ চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে ড্রিংকটি পান করার সময় সংগীত, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় উপভোগ করার কথা। বাজারে চারটি ফ্লেভারে পাওয়া যাবে ড্রিংকটি। এই চার ফ্লেভারের নামে অভিনব পন্থা বেছে নিয়েছেন ইন্টার মায়ামির প্লেমেকার। ফুটবল ক্লাব, টুর্নামেন্ট এবং পুরস্কারের সঙ্গে মিল রেখে ফ্লেভার চারটির নাম রেখেছেন মেসি এবং তাঁর অংশীদারত্ব কোম্পানি।
ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি অর জিতেছেন মেসি। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের নামে ড্রিংকসের এক প্রকারকে তাই অরেঞ্জ ডি’অর নাম দেওয়া হয়েছে। এটি যে কমলার স্বাদে হবে সেটা না বললেও হয়তো চলে। বাকি তিনটির একটি মায়ামি ক্লাবের নামে, মায়ামি পাঞ্চ। যার স্বাদে পাওয়া যাবে জামের সঙ্গে আনারসের হালকা মিশ্রণ। অন্যদিকে কোপা আমেরিকা এবং কোপা দেলের নামে বেরি কোপা ক্রাস ফ্লেভারে আছে জামি ও চেরি ফলের মিশ্রণ। বাকিটি চ্যাম্পিয়নস লিগের নামে লিমন লাইম লিগ রাখা হয়েছে। যার স্বাদ লেবুর হবে।
বেভারেজ প্রস্তুতকারক কোম্পানি মার্ক অ্যান্থনি ব্র্যান্ডের সঙ্গে হাইড্রেশন ড্রিংকটি আনছেন মেসি। আগামী ১৩ জুন ক্যান এবং বোতলজাত দুইভাবেই পাওয়া যাবে। যথেষ্ট পরিমাণ ইলেকট্রোলাইট এবং ভিটামিন সমৃদ্ধ ড্রিংকটি আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের সব সুপারমার্কেটে পাওয়া যাবে। আর বছরের শেষ দিকে সারা বিশ্বে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৩ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৬ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৬ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৭ ঘণ্টা আগে