ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো ৩৯ বছর পূর্ণ করেছেন কদিন আগে। ম্যাচের ব্যস্ত সূচিও রয়েছে। তবে রোনালদোকে দেখে বোঝার উপায় নেই যে তাঁর ওপর ম্যাচ খেলার ধকল বয়ে যাচ্ছে। গোলমেশিন রোনালদো এখন যেন হয়ে গেলেন ‘হ্যাটট্রিক মেশিন।’
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হয়েছে এরই মধ্যে। পর্তুগাল দলে ঠিকমতো পারফর্ম করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় রোনালদোকে। তবে ৩৯ বছর বয়সী তারকা যে এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। ৩০ মার্চ আল নাসরের হয়ে ফেরার ম্যাচে হ্যাটট্রিক করলেন আল তাইয়ের বিপক্ষে। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন গত রাতে সৌদি প্রো লিগে আভার বিপক্ষেও। ১১ মিনিটে ফ্রি কিক থেকে ম্যাচেরই প্রথম গোল করলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড আভা ডিফেন্ডারদের ভড়কে আলতো ছোঁয়ায় সুনিপুণভাবে লক্ষ্যভেদ করেন। ২১ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলটাও আসে ফ্রি কিক থেকে। ৩৯ বছর বয়সী তারকা এবার শট করেছেন উড়িয়ে। আভার গোলরক্ষক সিপ্রিয়ানো তাতারুসানু বুঝতেই পারেননি গোলটা কীভাবে হয়েছে। হ্যাটট্রিকটা রোনালদো পূর্ণ করেছেন প্রথমার্ধেই। ৪২ মিনিটে সতীর্থের পাস রিসিভ করে আলতো চিপের মাধ্যমে রোনালদো করের ৬৫ তম হ্যাটট্রিক।
আভার বিপক্ষে গত রাতে হ্যাটট্রিকেই শুধু থেমে থাকেননি রোনালদো। সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন। তাঁর অ্যাসিস্ট থেকে ৪৪ মিনিটে গোল করেন আল নাসর মিডফিল্ডার আবদুল মাজিদ সুলাইহিম। শেষ পর্যন্ত আভাকে ৮-০ গোলে হারায় আল নাসর। ম্যাচ শেষে রোনালদো তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘আমরা থামছি না।’ পোস্টের পর ট্রেনের ইমোজি দিয়েছেন। ট্রেনের পাশে বসিয়েছেন তিনটি ফুটবলের ইমোজি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের স্ট্যাটাসটাও ফেলে দেওয়ার মতো নয়। আল নাসর নিজেদের সবশেষ দুই ম্যাচে ১৩-১ গোলে জিতেছে। ১৩ গোলের ৬টিই করেছেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব মিলিয়ে ৩৫ ম্যাচে রোনালদো করেন ৩৬ গোল, অ্যাসিস্ট করেন ১২ গোলে। যার মধ্যে সৌদি প্রো লিগে ২৯ গোল করে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
এবারের সৌদি প্রো লিগে ২৬ ম্যাচে আল নাসর জিতেছে ২০ ম্যাচ। ড্র করেছে ২ ম্যাচ ও হেরেছে ৪ ম্যাচ। ৬২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে দলটি। সমান ২৬ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৭৪।
আরও পড়ুন:
ক্রিস্টিয়ানো রোনালদো ৩৯ বছর পূর্ণ করেছেন কদিন আগে। ম্যাচের ব্যস্ত সূচিও রয়েছে। তবে রোনালদোকে দেখে বোঝার উপায় নেই যে তাঁর ওপর ম্যাচ খেলার ধকল বয়ে যাচ্ছে। গোলমেশিন রোনালদো এখন যেন হয়ে গেলেন ‘হ্যাটট্রিক মেশিন।’
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে ক্লাব ফুটবলের ব্যস্ততা শুরু হয়েছে এরই মধ্যে। পর্তুগাল দলে ঠিকমতো পারফর্ম করতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় রোনালদোকে। তবে ৩৯ বছর বয়সী তারকা যে এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। ৩০ মার্চ আল নাসরের হয়ে ফেরার ম্যাচে হ্যাটট্রিক করলেন আল তাইয়ের বিপক্ষে। সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন গত রাতে সৌদি প্রো লিগে আভার বিপক্ষেও। ১১ মিনিটে ফ্রি কিক থেকে ম্যাচেরই প্রথম গোল করলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড আভা ডিফেন্ডারদের ভড়কে আলতো ছোঁয়ায় সুনিপুণভাবে লক্ষ্যভেদ করেন। ২১ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলটাও আসে ফ্রি কিক থেকে। ৩৯ বছর বয়সী তারকা এবার শট করেছেন উড়িয়ে। আভার গোলরক্ষক সিপ্রিয়ানো তাতারুসানু বুঝতেই পারেননি গোলটা কীভাবে হয়েছে। হ্যাটট্রিকটা রোনালদো পূর্ণ করেছেন প্রথমার্ধেই। ৪২ মিনিটে সতীর্থের পাস রিসিভ করে আলতো চিপের মাধ্যমে রোনালদো করের ৬৫ তম হ্যাটট্রিক।
আভার বিপক্ষে গত রাতে হ্যাটট্রিকেই শুধু থেমে থাকেননি রোনালদো। সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন। তাঁর অ্যাসিস্ট থেকে ৪৪ মিনিটে গোল করেন আল নাসর মিডফিল্ডার আবদুল মাজিদ সুলাইহিম। শেষ পর্যন্ত আভাকে ৮-০ গোলে হারায় আল নাসর। ম্যাচ শেষে রোনালদো তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘আমরা থামছি না।’ পোস্টের পর ট্রেনের ইমোজি দিয়েছেন। ট্রেনের পাশে বসিয়েছেন তিনটি ফুটবলের ইমোজি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের স্ট্যাটাসটাও ফেলে দেওয়ার মতো নয়। আল নাসর নিজেদের সবশেষ দুই ম্যাচে ১৩-১ গোলে জিতেছে। ১৩ গোলের ৬টিই করেছেন রোনালদো। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব মিলিয়ে ৩৫ ম্যাচে রোনালদো করেন ৩৬ গোল, অ্যাসিস্ট করেন ১২ গোলে। যার মধ্যে সৌদি প্রো লিগে ২৯ গোল করে এখনো পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি।
এবারের সৌদি প্রো লিগে ২৬ ম্যাচে আল নাসর জিতেছে ২০ ম্যাচ। ড্র করেছে ২ ম্যাচ ও হেরেছে ৪ ম্যাচ। ৬২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে দলটি। সমান ২৬ ম্যাচ খেলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৭৪।
আরও পড়ুন:
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে