ক্রীড়া ডেস্ক
টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হাতছাড়া হওয়ার পথে বায়ার্ন মিউনিখের। বাভারিয়ানদের সাম্রাজ্যে হানা দিয়েছে মূলত বেয়ার লেভারকুসেন। চলতি মৌসুমের লিগে এখনো অপরাজিত জাভি আলোনসোর দল ২৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। প্রথমবার বুন্দেসলিগা জয়ের স্বপ্ন দেখা দলটি এগিয়ে আছে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে ১০ পয়েন্ট।
লিগে এখনো ১০ রাউন্ড বাকি। শেষ দিকে এসে কোনো দুর্ঘটনা না ঘটলে আলোনসোর হাত ধরে ‘নেভারকুসেন’ অপবাদ ঘুচাতে পারবে লেভারকুসেন। সেটি কি সম্ভব হবে? কারণ, আশা যে এখনো ছাড়ছেন না টমাস টুখেল। বায়ার্ন কোচ জানিয়েছেন, বুন্দেসলিগা শিরোপা এখনই ছাড়ছেন না।
আগামীকাল রাতে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় লিগে মেইঞ্জকে আতিথেয়তা দেবে জার্মান চ্যাম্পিয়নরা। তার আগে আজ সাংবাদিকদের টুখেল বলেন, ‘যুদ্ধ ঘোষণা (লেভারকুসেনের বিরুদ্ধে) ও হাল ছেড়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। ব্যবধানটা অনেক বড়, এটাই বাস্তব। আমাদের জিততে হবে, জিততে হবে, জিততে হবে। এটা আর আমাদের হাতে নেই।’
বায়ার্নকে আবারও আশাবাদী করে তুলেছে মূলত চ্যাম্পিয়নস লিগের জয়টি। গত মঙ্গলবার লাৎসিওর বিপক্ষে ফিরতি লেগে নিজেদের মাঠে ৩-০ গোলের (দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে) জয়ে টুর্নামেন্টের শেষ আটও নিশ্চিত করেছে টুখেলের দল। আর লেভারকুসেন গত রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজারবাইজান সফরে গিয়ে কারাবাগের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে। আলোনসোর দল এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। আগামী রোববার রাতে লেভারকুসেন লিগে আতিথেয়তা দেবে ভলসবুর্গকে।
তার আগে বায়ার্নকে লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে জিততে হবে মেইঞ্জের বিপক্ষে। এ মৌসুমে নিজেদের দোষে দলের এমন অবস্থা মনে করেন টুখেল। জার্মান কোচ বলেছেন, ‘লেভারকুসেন কখনো আমাদের নিশ্বাস অনুভব করতে পারবে না, যেটা আমাদেরই দোষ। তবে সেটা আমাদের আগামীকাল সবকিছু দেওয়ার বাধ্যবাধকতা থেকে বাদ দেয় না।’
টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হাতছাড়া হওয়ার পথে বায়ার্ন মিউনিখের। বাভারিয়ানদের সাম্রাজ্যে হানা দিয়েছে মূলত বেয়ার লেভারকুসেন। চলতি মৌসুমের লিগে এখনো অপরাজিত জাভি আলোনসোর দল ২৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। প্রথমবার বুন্দেসলিগা জয়ের স্বপ্ন দেখা দলটি এগিয়ে আছে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে ১০ পয়েন্ট।
লিগে এখনো ১০ রাউন্ড বাকি। শেষ দিকে এসে কোনো দুর্ঘটনা না ঘটলে আলোনসোর হাত ধরে ‘নেভারকুসেন’ অপবাদ ঘুচাতে পারবে লেভারকুসেন। সেটি কি সম্ভব হবে? কারণ, আশা যে এখনো ছাড়ছেন না টমাস টুখেল। বায়ার্ন কোচ জানিয়েছেন, বুন্দেসলিগা শিরোপা এখনই ছাড়ছেন না।
আগামীকাল রাতে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় লিগে মেইঞ্জকে আতিথেয়তা দেবে জার্মান চ্যাম্পিয়নরা। তার আগে আজ সাংবাদিকদের টুখেল বলেন, ‘যুদ্ধ ঘোষণা (লেভারকুসেনের বিরুদ্ধে) ও হাল ছেড়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। ব্যবধানটা অনেক বড়, এটাই বাস্তব। আমাদের জিততে হবে, জিততে হবে, জিততে হবে। এটা আর আমাদের হাতে নেই।’
বায়ার্নকে আবারও আশাবাদী করে তুলেছে মূলত চ্যাম্পিয়নস লিগের জয়টি। গত মঙ্গলবার লাৎসিওর বিপক্ষে ফিরতি লেগে নিজেদের মাঠে ৩-০ গোলের (দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে) জয়ে টুর্নামেন্টের শেষ আটও নিশ্চিত করেছে টুখেলের দল। আর লেভারকুসেন গত রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজারবাইজান সফরে গিয়ে কারাবাগের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে। আলোনসোর দল এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। আগামী রোববার রাতে লেভারকুসেন লিগে আতিথেয়তা দেবে ভলসবুর্গকে।
তার আগে বায়ার্নকে লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে জিততে হবে মেইঞ্জের বিপক্ষে। এ মৌসুমে নিজেদের দোষে দলের এমন অবস্থা মনে করেন টুখেল। জার্মান কোচ বলেছেন, ‘লেভারকুসেন কখনো আমাদের নিশ্বাস অনুভব করতে পারবে না, যেটা আমাদেরই দোষ। তবে সেটা আমাদের আগামীকাল সবকিছু দেওয়ার বাধ্যবাধকতা থেকে বাদ দেয় না।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৮ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৮ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১০ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১২ ঘণ্টা আগে