ক্রীড়া ডেস্ক
টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হাতছাড়া হওয়ার পথে বায়ার্ন মিউনিখের। বাভারিয়ানদের সাম্রাজ্যে হানা দিয়েছে মূলত বেয়ার লেভারকুসেন। চলতি মৌসুমের লিগে এখনো অপরাজিত জাভি আলোনসোর দল ২৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। প্রথমবার বুন্দেসলিগা জয়ের স্বপ্ন দেখা দলটি এগিয়ে আছে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে ১০ পয়েন্ট।
লিগে এখনো ১০ রাউন্ড বাকি। শেষ দিকে এসে কোনো দুর্ঘটনা না ঘটলে আলোনসোর হাত ধরে ‘নেভারকুসেন’ অপবাদ ঘুচাতে পারবে লেভারকুসেন। সেটি কি সম্ভব হবে? কারণ, আশা যে এখনো ছাড়ছেন না টমাস টুখেল। বায়ার্ন কোচ জানিয়েছেন, বুন্দেসলিগা শিরোপা এখনই ছাড়ছেন না।
আগামীকাল রাতে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় লিগে মেইঞ্জকে আতিথেয়তা দেবে জার্মান চ্যাম্পিয়নরা। তার আগে আজ সাংবাদিকদের টুখেল বলেন, ‘যুদ্ধ ঘোষণা (লেভারকুসেনের বিরুদ্ধে) ও হাল ছেড়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। ব্যবধানটা অনেক বড়, এটাই বাস্তব। আমাদের জিততে হবে, জিততে হবে, জিততে হবে। এটা আর আমাদের হাতে নেই।’
বায়ার্নকে আবারও আশাবাদী করে তুলেছে মূলত চ্যাম্পিয়নস লিগের জয়টি। গত মঙ্গলবার লাৎসিওর বিপক্ষে ফিরতি লেগে নিজেদের মাঠে ৩-০ গোলের (দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে) জয়ে টুর্নামেন্টের শেষ আটও নিশ্চিত করেছে টুখেলের দল। আর লেভারকুসেন গত রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজারবাইজান সফরে গিয়ে কারাবাগের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে। আলোনসোর দল এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। আগামী রোববার রাতে লেভারকুসেন লিগে আতিথেয়তা দেবে ভলসবুর্গকে।
তার আগে বায়ার্নকে লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে জিততে হবে মেইঞ্জের বিপক্ষে। এ মৌসুমে নিজেদের দোষে দলের এমন অবস্থা মনে করেন টুখেল। জার্মান কোচ বলেছেন, ‘লেভারকুসেন কখনো আমাদের নিশ্বাস অনুভব করতে পারবে না, যেটা আমাদেরই দোষ। তবে সেটা আমাদের আগামীকাল সবকিছু দেওয়ার বাধ্যবাধকতা থেকে বাদ দেয় না।’
টানা ১১ মৌসুম পর বুন্দেসলিগা হাতছাড়া হওয়ার পথে বায়ার্ন মিউনিখের। বাভারিয়ানদের সাম্রাজ্যে হানা দিয়েছে মূলত বেয়ার লেভারকুসেন। চলতি মৌসুমের লিগে এখনো অপরাজিত জাভি আলোনসোর দল ২৪ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। প্রথমবার বুন্দেসলিগা জয়ের স্বপ্ন দেখা দলটি এগিয়ে আছে দুইয়ে থাকা বায়ার্নের চেয়ে ১০ পয়েন্ট।
লিগে এখনো ১০ রাউন্ড বাকি। শেষ দিকে এসে কোনো দুর্ঘটনা না ঘটলে আলোনসোর হাত ধরে ‘নেভারকুসেন’ অপবাদ ঘুচাতে পারবে লেভারকুসেন। সেটি কি সম্ভব হবে? কারণ, আশা যে এখনো ছাড়ছেন না টমাস টুখেল। বায়ার্ন কোচ জানিয়েছেন, বুন্দেসলিগা শিরোপা এখনই ছাড়ছেন না।
আগামীকাল রাতে নিজেদের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় লিগে মেইঞ্জকে আতিথেয়তা দেবে জার্মান চ্যাম্পিয়নরা। তার আগে আজ সাংবাদিকদের টুখেল বলেন, ‘যুদ্ধ ঘোষণা (লেভারকুসেনের বিরুদ্ধে) ও হাল ছেড়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। ব্যবধানটা অনেক বড়, এটাই বাস্তব। আমাদের জিততে হবে, জিততে হবে, জিততে হবে। এটা আর আমাদের হাতে নেই।’
বায়ার্নকে আবারও আশাবাদী করে তুলেছে মূলত চ্যাম্পিয়নস লিগের জয়টি। গত মঙ্গলবার লাৎসিওর বিপক্ষে ফিরতি লেগে নিজেদের মাঠে ৩-০ গোলের (দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে) জয়ে টুর্নামেন্টের শেষ আটও নিশ্চিত করেছে টুখেলের দল। আর লেভারকুসেন গত রাতে ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে আজারবাইজান সফরে গিয়ে কারাবাগের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে। আলোনসোর দল এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে। আগামী রোববার রাতে লেভারকুসেন লিগে আতিথেয়তা দেবে ভলসবুর্গকে।
তার আগে বায়ার্নকে লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে জিততে হবে মেইঞ্জের বিপক্ষে। এ মৌসুমে নিজেদের দোষে দলের এমন অবস্থা মনে করেন টুখেল। জার্মান কোচ বলেছেন, ‘লেভারকুসেন কখনো আমাদের নিশ্বাস অনুভব করতে পারবে না, যেটা আমাদেরই দোষ। তবে সেটা আমাদের আগামীকাল সবকিছু দেওয়ার বাধ্যবাধকতা থেকে বাদ দেয় না।’
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৪ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৬ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৭ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৮ ঘণ্টা আগে