Ajker Patrika

মেসিকে রেখে এমবাপ্পেকে পিএসজি ছাড়তে বলছেন ফ্রান্সের বিশ্বজয়ী ফুটবলার

ক্রীড়া ডেস্ক
মেসিকে রেখে এমবাপ্পেকে পিএসজি ছাড়তে বলছেন ফ্রান্সের বিশ্বজয়ী ফুটবলার

কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসির জুটিবদ্ধ পারফরম্যান্সেই একের পর এক জয় পাচ্ছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। একজনের অ্যাসিস্টে অপরজনের গোল করার দৃশ্য দেখা যায় প্রায়ই। তবে এই দুজনের মধ্যে মেসিকে পিএসজিতে চান ইমানুয়েল পেতিত। বরং এমবাপ্পেকে পিএসজি ছাড়তে বলছেন ফ্রান্সের বিশ্বজয়ী ফুটবলার। 

কিলিয়ান এমবাপ্পের সঙ্গে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) নতুন চুক্তি আছে ২০২৫ পর্যন্ত। আর লিওনেল মেসির চুক্তি শেষ হচ্ছে এ বছরের জুনে। নতুন চুক্তি না হওয়ায় পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবু পেতিতের চাওয়া মেসি পিএসজিতে থেকে এমবাপ্পে যেন চলে যান। কেননা এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা শোনা যাচ্ছে গত কয়েক বছর ধরেই। তাছাড়া পিএসজি এখনও চ্যাম্পিয়নস লিগ জিততে পারেনি। পিএসজি ছাড়লে এমবাপ্পের চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি অর জেতার সম্ভাবনা বেশি মনে করছেন পেতিত। ফ্রান্সের বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘আমি কি দুজনকেই (মেসি, এমবাপ্পে) বেছে নিতে পারি? তা খুবই কঠিন। তবে আমি এমবাপ্পেকে বেছে নেব যেহেতু আমি ফরাসি। কারণ ১৭ বছর বয়স থেকেই সে তারকা। সে ফ্রান্সের অনেক রেকর্ড সে ভেঙে ফেলেছে। তবে সে যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চায়, বিশ্বের সেরা খেলোয়াড় হতে চায়, ব্যালন ডি অর জিততে চায়, তাহলে তার অবশ্যই পিএসজি ছাড়া উচিত।’ 

মেসির পরবর্তী গন্তব্য কোথায়, তা নিয়ে ধোয়াশা অবশ্য রয়েছে। মেজর লিগ সকারের পাশাপাশি আরও অনেক ক্লাবে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সৌদি আরবের ক্লাব আল হিলাল ৪০০ মিলিয়ন ইউরোর (বাংলাদেশি ৪৬৮৬ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল মেসিকে। সাবেক ক্লাব বার্সেলোনাতেও মেসির ফেরার গুঞ্জন শোনা যায় প্রায়ই। মেসির বার্সায় ফেরার সম্ভাবনা রয়েছে বলে কদিন আগে জানিয়েছেন বার্সার সভাপতি হুয়ান লাপোর্তা, কোচ জাভি হার্নান্দেজ। মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি, রোনাল্ড আরাউহো-তাঁরাও তারকা ফুটবলারের বার্সায় ফেরার অপেক্ষায় রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত