ক্রীড়া ডেস্ক
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে লা লিগায় প্রথম হারের স্বাদ পেয়েছে কাতালান ক্লাবটি। এল ক্লাসিকোয় হেরে নিজেদের মানসিকতায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। তাঁর মতে, ম্যাচ জিততে হলে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।
রিয়ালের বিপক্ষে হারটা বার্সার সাম্প্রতিক হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। কেননা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকে টানা দ্বিতীয়বারের মতো ছিটকে যাওয়ার পথে। সমীকরণগুলো এতটাই জটিল যে, সে হিসেবে বলা যায় এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের বিদায় নিশ্চিত। সব মিলিয়ে স্প্যানিশ ক্লাবটির বর্তমান অবস্থা তথৈবচ। তাই গতকাল ম্যাচ হেরে শিষ্যদের মানসিকতায় পরিবর্তন আনার কথা বলেছেন জাভি।
জাভি বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে তারা খুব ভালো খেলেছে। আমাদের অনেক সিদ্ধান্তহীনতার অভাব ছিল। আমরা যদি এ ধরনের ম্যাচ জিততে চাই তবে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমরা ইতিবাচক গতিশীলতার প্রক্রিয়া নেই। শেষ দিকে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে অনেক কিছু দেখিয়েছি। কিন্তু এটি যথেষ্ট ছিল না। আমরা একটি বাজে গতিশীলতার মধ্যে যাচ্ছি।’
শিষ্যরা যে ভালো খেলছেন না সে বিষয়েও কথা বলেছেন জাভি। স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমি উদ্বিগ্ন যে আমরা ভালো আক্রমণ করতে পারছি না। এ ছাড়া আমরা মুহূর্তগুলোকেও কাজে লাগাতে পারছি না। দিনটি আমাদের জন্য দুর্দান্ত ছিল না। একটি বাজে গতিশীল প্রক্রিয়ার মধ্যে আছি। এখন আমাদের এটি পরিবর্তন করতে হবে। সামনের ম্যাচগুলোর জন্য আমাদের আরও পরিপক্ব হতে হবে ও অনেক ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’
বার্সার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে রিয়ালের হয়ে গোল তিনটি করেছেন করিম বেনজামা, ফেদে ভালভার্দে ও রদ্রিগো। আর বার্সার হয়ে একমাত্র গোলটি করেছেন ফেরান তোরেস।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে লা লিগায় প্রথম হারের স্বাদ পেয়েছে কাতালান ক্লাবটি। এল ক্লাসিকোয় হেরে নিজেদের মানসিকতায় পরিবর্তন আনার কথা জানিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। তাঁর মতে, ম্যাচ জিততে হলে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।
রিয়ালের বিপক্ষে হারটা বার্সার সাম্প্রতিক হতাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। কেননা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকে টানা দ্বিতীয়বারের মতো ছিটকে যাওয়ার পথে। সমীকরণগুলো এতটাই জটিল যে, সে হিসেবে বলা যায় এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে তাদের বিদায় নিশ্চিত। সব মিলিয়ে স্প্যানিশ ক্লাবটির বর্তমান অবস্থা তথৈবচ। তাই গতকাল ম্যাচ হেরে শিষ্যদের মানসিকতায় পরিবর্তন আনার কথা বলেছেন জাভি।
জাভি বলেছেন, ‘দ্বিতীয়ার্ধে তারা খুব ভালো খেলেছে। আমাদের অনেক সিদ্ধান্তহীনতার অভাব ছিল। আমরা যদি এ ধরনের ম্যাচ জিততে চাই তবে আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। আমরা ইতিবাচক গতিশীলতার প্রক্রিয়া নেই। শেষ দিকে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে অনেক কিছু দেখিয়েছি। কিন্তু এটি যথেষ্ট ছিল না। আমরা একটি বাজে গতিশীলতার মধ্যে যাচ্ছি।’
শিষ্যরা যে ভালো খেলছেন না সে বিষয়েও কথা বলেছেন জাভি। স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমি উদ্বিগ্ন যে আমরা ভালো আক্রমণ করতে পারছি না। এ ছাড়া আমরা মুহূর্তগুলোকেও কাজে লাগাতে পারছি না। দিনটি আমাদের জন্য দুর্দান্ত ছিল না। একটি বাজে গতিশীল প্রক্রিয়ার মধ্যে আছি। এখন আমাদের এটি পরিবর্তন করতে হবে। সামনের ম্যাচগুলোর জন্য আমাদের আরও পরিপক্ব হতে হবে ও অনেক ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।’
বার্সার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে রিয়ালের হয়ে গোল তিনটি করেছেন করিম বেনজামা, ফেদে ভালভার্দে ও রদ্রিগো। আর বার্সার হয়ে একমাত্র গোলটি করেছেন ফেরান তোরেস।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১২ ঘণ্টা আগে