Ajker Patrika

রোনালদোর ১৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন বেলিংহাম 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ১৩: ০১
রোনালদোর ১৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন বেলিংহাম 

রিয়াল মাদ্রিদে এসে দুর্দান্ত পারফরম্যান্স করছেন জুড বেলিংহাম। প্রতি ম্যাচেই গোল করছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনালদোর পুরোনো এক রেকর্ডেও ভাগ বসালেন বেলিংহাম।

লা লিগার ম্যাচ দিয়ে রিয়ালের জার্সিতে অভিষেক হয়েছে বেলিংহামের। সান মিমিজে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১ গোল করেন তিনি। রিয়াল ম্যাচ জিতেছিল ২-০ গোলে। এরপর মেডিটারেনো স্টেডিয়ামে আলমেরিয়ার বিপক্ষে বেলিংহাম ছিলেন আরও দুর্দান্ত। জোড়া গোল করেছেন এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। আলমেরিয়াকে ৩-১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল। আর গতকাল বালাইদোস স্টেডিয়ামে সেলতা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে আনচেলত্তির দল। ৮১ মিনিটে একমাত্র গোল করেন বেলিংহাম। লা লিগায় প্রথম ৩ ম্যাচে ৪ গোল করেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।

বেলিংহামের আগে এমন দুর্দান্ত রেকর্ড গড়েছিলেন রোনালদো। ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে আসেন পর্তুগালের তারকা ফরোয়ার্ড। ডেপোর্টিভো দি করুণার বিপক্ষে লা লিগায় অভিষেক ম্যাচে গোল করেন তিনি। ৩-২ গোলে সেই ম্যাচ জিতেছিল রিয়াল। এরপর এসপানিওলের বিপক্ষে রোনালদো করেন ১ গোল। আর হেরেজ সিডির বিপক্ষে জোড়া গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড। হেরেজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়াল। লা লিগায় নিজের প্রথম ৩ ম্যাচে ৪ গোল করেন রোনালদো।

বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। সৌদি ক্লাবটির হয়ে ২৭ ম্যাচে করেছেন ২৩ গোল ও ৩ গোলে অ্যাসিস্ট করেছেন। গতকাল আল ফতেহর বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতে সৌদি ক্লাবটির হয়ে প্রথম শিরোপা জিতলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত