ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের দল ঘোষণা করছে বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দল। তারই ধারাবাহিকতায় গতকাল দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। করিম বেনজামা-রাফায়েল ভারানকে রেখে ২৫ সদস্যের নাম ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। আর চোটের কারণে আগেই ছিটকে গেছেন রাশিয়া বিশ্বকাপজয়ী দুই মিডফিল্ডার পল পগবা ও এনগালো কান্তে।
পগবা-কান্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বেনজামা ও ভারানের ওপর ভরসা রাখছেন দেশম। এ দুই তারকাও বর্তমানে চোটের সঙ্গে লড়ছেন। তবে ফরাসি কোচ মনে করছেন, বিশ্বকাপের আগেই দুজন সুস্থ হয়ে যাবেন। তাঁদের বিষয়ে তিনি বলেছেন, ‘ভারানের চোট গুরুতর নয়। কারণ সে পেশিতে ব্যথা পেয়েছে। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তাকে পাওয়া যাবে। আর বেনজামারও কিছু ছোটখাটো চোট আছে। সে জানে বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। তাই সে সুস্থ হওয়ার জন্য সবকিছু করবে।’
২০১৪ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিলেন বেনজামা। এরপর সতীর্থকে ব্ল্যাকমেলের দায়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। গত বছর উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন দলে ছিলেন। তাঁর সঙ্গে দলে ফিরেছেন অলিভিয়ের জিরুও। ২০২১ সালের ইউরোতে শেষবার ফ্রান্সের জার্সিতে খেলেছেন এই এসি মিলান তারকা।
কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলে তো তালিকায় আছেনই, তাঁদের সঙ্গে ফ্রান্সের সম্ভাব্য সব তারকাই জায়গা পেয়েছেন দেশমের বিশ্বকাপ দলে। রাশিয়া বিশ্বকাপের ১১ জন ফুটবলার আছেন এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে দেশম বলেছেন, ‘সম্পূর্ণ সৎ থেকে, দল নির্বাচনের কাজ সহজ ছিল না। বাকি কোচদের ক্ষেত্রেও তাই। চোট থেকে যারা সেরে উঠেছে, গত রাতে যারা চোট পেয়েছে আর আজ রাতে যারা চোট পেতে পারে, সব মিলিয়ে স্কোয়াড নির্বাচন করা সহজ ছিল না।’
আর ৯ দিন পরেই শুরু হবে কাতার বিশ্বকাপ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের অভিযান শুরু হবে ২২ নভেম্বর। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল হচ্ছে ডেনমার্ক ও তিউনিসিয়া।
কাতার বিশ্বকাপে ফ্রান্সের দল:
গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারান, ইব্রাহিমা কোনাতে।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়াঁ রাবিও, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলি কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্তোফার এনকুনকু।
বিশ্বকাপ সামনে রেখে নিজেদের দল ঘোষণা করছে বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দল। তারই ধারাবাহিকতায় গতকাল দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। করিম বেনজামা-রাফায়েল ভারানকে রেখে ২৫ সদস্যের নাম ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। আর চোটের কারণে আগেই ছিটকে গেছেন রাশিয়া বিশ্বকাপজয়ী দুই মিডফিল্ডার পল পগবা ও এনগালো কান্তে।
পগবা-কান্তে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও বেনজামা ও ভারানের ওপর ভরসা রাখছেন দেশম। এ দুই তারকাও বর্তমানে চোটের সঙ্গে লড়ছেন। তবে ফরাসি কোচ মনে করছেন, বিশ্বকাপের আগেই দুজন সুস্থ হয়ে যাবেন। তাঁদের বিষয়ে তিনি বলেছেন, ‘ভারানের চোট গুরুতর নয়। কারণ সে পেশিতে ব্যথা পেয়েছে। সবকিছু ঠিক থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই তাকে পাওয়া যাবে। আর বেনজামারও কিছু ছোটখাটো চোট আছে। সে জানে বিশ্বকাপ খুবই গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। তাই সে সুস্থ হওয়ার জন্য সবকিছু করবে।’
২০১৪ সালে শেষবার বিশ্বকাপ খেলেছিলেন বেনজামা। এরপর সতীর্থকে ব্ল্যাকমেলের দায়ে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। গত বছর উয়েফা নেশনস লিগের চ্যাম্পিয়ন দলে ছিলেন। তাঁর সঙ্গে দলে ফিরেছেন অলিভিয়ের জিরুও। ২০২১ সালের ইউরোতে শেষবার ফ্রান্সের জার্সিতে খেলেছেন এই এসি মিলান তারকা।
কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলে তো তালিকায় আছেনই, তাঁদের সঙ্গে ফ্রান্সের সম্ভাব্য সব তারকাই জায়গা পেয়েছেন দেশমের বিশ্বকাপ দলে। রাশিয়া বিশ্বকাপের ১১ জন ফুটবলার আছেন এবারের বিশ্বকাপে। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে দেশম বলেছেন, ‘সম্পূর্ণ সৎ থেকে, দল নির্বাচনের কাজ সহজ ছিল না। বাকি কোচদের ক্ষেত্রেও তাই। চোট থেকে যারা সেরে উঠেছে, গত রাতে যারা চোট পেয়েছে আর আজ রাতে যারা চোট পেতে পারে, সব মিলিয়ে স্কোয়াড নির্বাচন করা সহজ ছিল না।’
আর ৯ দিন পরেই শুরু হবে কাতার বিশ্বকাপ। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ফ্রান্সের অভিযান শুরু হবে ২২ নভেম্বর। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল হচ্ছে ডেনমার্ক ও তিউনিসিয়া।
কাতার বিশ্বকাপে ফ্রান্সের দল:
গোলরক্ষক: আলফোনসে আরিওলা, হুগো লরিস, স্টিভ মানদানা।
ডিফেন্ডার: লুকাস হার্নান্দেজ, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, জুলেস কুন্দে, বেঞ্জামিন পাভার, দায়ত ইউপামেকানো, রাফায়েল ভারান, ইব্রাহিমা কোনাতে।
মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাতেও গিনদোজি, আদ্রিয়াঁ রাবিও, অরলিয়েন চুয়ামেনি, জর্দান ভেরেতুত।
ফরোয়ার্ড: করিম বেনজেমা, কিংসলি কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে ও ক্রিস্তোফার এনকুনকু।
কথায় আছে, ‘ওয়াইন যত পুরোনো হয়, তার স্বাদ তত ভালো হয়’। ক্রিস্টিয়ানো রোনালদো যেন সেই পুরোনো ওয়াইন। যতই বয়স হচ্ছে, বাড়ছে স্বাদ। এ মৌসুমেই দেখুন না হলে! সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে ২০১৩ সালে আগমন বসুন্ধরা কিংসের। সে হিসাবে ক্লাবটির বয়স খুব বেশি নয়। তবে এই সময়ের মধ্যে প্রিমিয়ার লিগে রাজত্ব প্রতিষ্ঠা করেছে দলটি। তাদের উত্থানে পেছনে চলে যায় একসময় দাপট দেখানো ঐতিহ্যবাহী
২ ঘণ্টা আগেআজ ছোটপর্দায় দেখতে পাবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের শেষ দিন। জিম্বাবুয়ে বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে জিম্বাবুয়েনরা। এছাড়া রাতে রয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বেশ কয়েকটি ম্যাচ।
২ ঘণ্টা আগেআলোকস্বল্পতার কারণে একটু আগেভাগে চতুর্থ দিন শেষ না হলে হয়তো দৃশ্যটা ভিন্ন রকম হতে পারত। বাংলাদেশ হারাতে পারত আরও উইকেট। তবে এখনো হার হাতছানি দিয়ে ডাকছে সফরকারীদের।
৩ ঘণ্টা আগে