ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব দুর্দান্তভাবে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়েছে তারা। বিশাল জয়ে শেষ আটে যাওয়ার কাজটা অনেকটাই মসৃণ করে রাখল লস ব্ল্যাঙ্কোসরা। প্রতিপক্ষের মাঠে সব মিলিয়ে ৬টি রেকর্ডও গড়েছে দল ও করিম বেনজেমা-ভিনিসিয়ুসরা।
অ্যানফিল্ডে প্রথম ইউরোপিয়ান দল হিসেবে পাঁচ গোল
ইউরোপের প্রথম দল হিসেবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে পাঁচ গোল করেছে রিয়াল। আর এবারের টুর্নামেন্টে স্বাগতিকেরা দ্বিতীয়বারের মতো চার বা তার বেশি গোল হজম করল। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে নাপোলির কাছে ৪-১ গোলে হেরেছিল তারা।
রিয়াল-লিভারপুলের প্রতিদ্বন্দ্বিতায় যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড বেনজেমার
গতকাল লিভারপুলকে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আর এই জোড়া গোলেই রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। ৬ গোল নিয়ে এখন যৌথভাবে দিদিয়ের দ্রগবার সঙ্গে ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দুই দলের সাক্ষাতে শীর্ষে বেনজেমা। ৫ গোল নিয়ে রিয়ালের হয়ে তাঁর পরেই আছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ক্রুইফের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অ্যানফিল্ডে জোড়া গোলের রেকর্ড ভিনির
সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ভিনির গোলেই হেরেছিল লিভারপুল। এবার প্রতিপক্ষের একটি নয় দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। বার্সেলোনা ও ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জোড়া গোলের রেকর্ড গড়েছেন তিনি। ইউরোপের কোনো দলের হয়ে লিভারপুলের মাঠে খেলতে এসে ২২ বছর বয়সে এ রেকর্ড গড়লেন ভিনি।
মেসির পাশে বেনজেমা
এত দিন টানা ১৮ চ্যাম্পিয়নস লিগে গোল করার রেকর্ড ছিল শুধু লিওনেল মেসির। গতকাল আর্জেন্টাইন কিংবদন্তির সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বেনজেমা। গতকাল দুই গোলের প্রথমটি করেই টানা ১৮ টুর্নামেন্টে গোল করার মাইলফলক অর্জন করেছেন রিয়াল তারকা।
দুই গোলে পিছিয়ে থেকে শেষে ৩ গোলের ব্যবধানে জয় পাওয়া প্রথম দল রিয়াল
লিভারপুলের কাছে গতকাল শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। পরে নাটকীয়ভাবে ম্যাচে ক্যাম ব্যাক করে তারা। গোল শোধ দিয়ে পরে প্রতিপক্ষকে আরও ৩ গোল দেয় তারা। ম্যাচ শেষে তিন গোলের ব্যবধান রেখে জয় পাওয়া প্রথম দলের রেকর্ড গড়েছে তারা। টুর্নামেন্টের ইতিহাসে হোম কিংবা অ্যাওয়ে মিলিয়ে প্রথম দল হিসেবে ৩ গোলের ব্যবধানে জিতল তারা।
রিয়ালের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা তিন ম্যাচে গোলের রেকর্ড ভিনির
এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ভিনিসিয়ুস। তার প্রমাণ মিলেছে গতকালও। লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। কালকের ম্যাচে গোল করে একটি রেকর্ডও গড়েছেন ব্রাজিলিয়ান তারকা। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। এর আগে সেল্টিক ও আরবি লাইপজিগের বিপক্ষে গোল করেছেন তিনি। ১৯৯৯ সালে ২২ বছর ১৬৩ দিনে সর্বকনিষ্ঠ গোলের রেকর্ডটি গড়েছেন লস ব্ল্যাঙ্কোসদের কিংবদন্তি রাউল গঞ্জালেজ।
রেকর্ডের রাতে রিয়ালের হয়ে দুটি করে গোল করেছেন ভিনি ও বেনজেমা এবং বাকি গোলটি এসেছে এদার মিলিতোর হেডে। আর লিভারপুলের হয়ে গোল দুইটি করেছেন ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ।
চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে নাপোলি। সিরি আর দলের হয়ে গোল দুটি করেছেন ভিক্টর ওসিমেন ও দি লরেঞ্জো। ব্যবধানটা আরও বাড়তে পারত নাপোলির ‘নতুন ম্যারাডোনা’ খিচা কাভারাস্কেইয়া পেনাল্টি মিস না করলে।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব দুর্দান্তভাবে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়েছে তারা। বিশাল জয়ে শেষ আটে যাওয়ার কাজটা অনেকটাই মসৃণ করে রাখল লস ব্ল্যাঙ্কোসরা। প্রতিপক্ষের মাঠে সব মিলিয়ে ৬টি রেকর্ডও গড়েছে দল ও করিম বেনজেমা-ভিনিসিয়ুসরা।
অ্যানফিল্ডে প্রথম ইউরোপিয়ান দল হিসেবে পাঁচ গোল
ইউরোপের প্রথম দল হিসেবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে পাঁচ গোল করেছে রিয়াল। আর এবারের টুর্নামেন্টে স্বাগতিকেরা দ্বিতীয়বারের মতো চার বা তার বেশি গোল হজম করল। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে নাপোলির কাছে ৪-১ গোলে হেরেছিল তারা।
রিয়াল-লিভারপুলের প্রতিদ্বন্দ্বিতায় যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড বেনজেমার
গতকাল লিভারপুলকে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আর এই জোড়া গোলেই রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। ৬ গোল নিয়ে এখন যৌথভাবে দিদিয়ের দ্রগবার সঙ্গে ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দুই দলের সাক্ষাতে শীর্ষে বেনজেমা। ৫ গোল নিয়ে রিয়ালের হয়ে তাঁর পরেই আছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ক্রুইফের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অ্যানফিল্ডে জোড়া গোলের রেকর্ড ভিনির
সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ভিনির গোলেই হেরেছিল লিভারপুল। এবার প্রতিপক্ষের একটি নয় দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। বার্সেলোনা ও ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জোড়া গোলের রেকর্ড গড়েছেন তিনি। ইউরোপের কোনো দলের হয়ে লিভারপুলের মাঠে খেলতে এসে ২২ বছর বয়সে এ রেকর্ড গড়লেন ভিনি।
মেসির পাশে বেনজেমা
এত দিন টানা ১৮ চ্যাম্পিয়নস লিগে গোল করার রেকর্ড ছিল শুধু লিওনেল মেসির। গতকাল আর্জেন্টাইন কিংবদন্তির সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বেনজেমা। গতকাল দুই গোলের প্রথমটি করেই টানা ১৮ টুর্নামেন্টে গোল করার মাইলফলক অর্জন করেছেন রিয়াল তারকা।
দুই গোলে পিছিয়ে থেকে শেষে ৩ গোলের ব্যবধানে জয় পাওয়া প্রথম দল রিয়াল
লিভারপুলের কাছে গতকাল শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। পরে নাটকীয়ভাবে ম্যাচে ক্যাম ব্যাক করে তারা। গোল শোধ দিয়ে পরে প্রতিপক্ষকে আরও ৩ গোল দেয় তারা। ম্যাচ শেষে তিন গোলের ব্যবধান রেখে জয় পাওয়া প্রথম দলের রেকর্ড গড়েছে তারা। টুর্নামেন্টের ইতিহাসে হোম কিংবা অ্যাওয়ে মিলিয়ে প্রথম দল হিসেবে ৩ গোলের ব্যবধানে জিতল তারা।
রিয়ালের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা তিন ম্যাচে গোলের রেকর্ড ভিনির
এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ভিনিসিয়ুস। তার প্রমাণ মিলেছে গতকালও। লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। কালকের ম্যাচে গোল করে একটি রেকর্ডও গড়েছেন ব্রাজিলিয়ান তারকা। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। এর আগে সেল্টিক ও আরবি লাইপজিগের বিপক্ষে গোল করেছেন তিনি। ১৯৯৯ সালে ২২ বছর ১৬৩ দিনে সর্বকনিষ্ঠ গোলের রেকর্ডটি গড়েছেন লস ব্ল্যাঙ্কোসদের কিংবদন্তি রাউল গঞ্জালেজ।
রেকর্ডের রাতে রিয়ালের হয়ে দুটি করে গোল করেছেন ভিনি ও বেনজেমা এবং বাকি গোলটি এসেছে এদার মিলিতোর হেডে। আর লিভারপুলের হয়ে গোল দুইটি করেছেন ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ।
চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে নাপোলি। সিরি আর দলের হয়ে গোল দুটি করেছেন ভিক্টর ওসিমেন ও দি লরেঞ্জো। ব্যবধানটা আরও বাড়তে পারত নাপোলির ‘নতুন ম্যারাডোনা’ খিচা কাভারাস্কেইয়া পেনাল্টি মিস না করলে।
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১২ ঘণ্টা আগে