ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব দুর্দান্তভাবে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়েছে তারা। বিশাল জয়ে শেষ আটে যাওয়ার কাজটা অনেকটাই মসৃণ করে রাখল লস ব্ল্যাঙ্কোসরা। প্রতিপক্ষের মাঠে সব মিলিয়ে ৬টি রেকর্ডও গড়েছে দল ও করিম বেনজেমা-ভিনিসিয়ুসরা।
অ্যানফিল্ডে প্রথম ইউরোপিয়ান দল হিসেবে পাঁচ গোল
ইউরোপের প্রথম দল হিসেবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে পাঁচ গোল করেছে রিয়াল। আর এবারের টুর্নামেন্টে স্বাগতিকেরা দ্বিতীয়বারের মতো চার বা তার বেশি গোল হজম করল। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে নাপোলির কাছে ৪-১ গোলে হেরেছিল তারা।
রিয়াল-লিভারপুলের প্রতিদ্বন্দ্বিতায় যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড বেনজেমার
গতকাল লিভারপুলকে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আর এই জোড়া গোলেই রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। ৬ গোল নিয়ে এখন যৌথভাবে দিদিয়ের দ্রগবার সঙ্গে ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দুই দলের সাক্ষাতে শীর্ষে বেনজেমা। ৫ গোল নিয়ে রিয়ালের হয়ে তাঁর পরেই আছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ক্রুইফের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অ্যানফিল্ডে জোড়া গোলের রেকর্ড ভিনির
সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ভিনির গোলেই হেরেছিল লিভারপুল। এবার প্রতিপক্ষের একটি নয় দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। বার্সেলোনা ও ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জোড়া গোলের রেকর্ড গড়েছেন তিনি। ইউরোপের কোনো দলের হয়ে লিভারপুলের মাঠে খেলতে এসে ২২ বছর বয়সে এ রেকর্ড গড়লেন ভিনি।
মেসির পাশে বেনজেমা
এত দিন টানা ১৮ চ্যাম্পিয়নস লিগে গোল করার রেকর্ড ছিল শুধু লিওনেল মেসির। গতকাল আর্জেন্টাইন কিংবদন্তির সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বেনজেমা। গতকাল দুই গোলের প্রথমটি করেই টানা ১৮ টুর্নামেন্টে গোল করার মাইলফলক অর্জন করেছেন রিয়াল তারকা।
দুই গোলে পিছিয়ে থেকে শেষে ৩ গোলের ব্যবধানে জয় পাওয়া প্রথম দল রিয়াল
লিভারপুলের কাছে গতকাল শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। পরে নাটকীয়ভাবে ম্যাচে ক্যাম ব্যাক করে তারা। গোল শোধ দিয়ে পরে প্রতিপক্ষকে আরও ৩ গোল দেয় তারা। ম্যাচ শেষে তিন গোলের ব্যবধান রেখে জয় পাওয়া প্রথম দলের রেকর্ড গড়েছে তারা। টুর্নামেন্টের ইতিহাসে হোম কিংবা অ্যাওয়ে মিলিয়ে প্রথম দল হিসেবে ৩ গোলের ব্যবধানে জিতল তারা।
রিয়ালের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা তিন ম্যাচে গোলের রেকর্ড ভিনির
এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ভিনিসিয়ুস। তার প্রমাণ মিলেছে গতকালও। লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। কালকের ম্যাচে গোল করে একটি রেকর্ডও গড়েছেন ব্রাজিলিয়ান তারকা। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। এর আগে সেল্টিক ও আরবি লাইপজিগের বিপক্ষে গোল করেছেন তিনি। ১৯৯৯ সালে ২২ বছর ১৬৩ দিনে সর্বকনিষ্ঠ গোলের রেকর্ডটি গড়েছেন লস ব্ল্যাঙ্কোসদের কিংবদন্তি রাউল গঞ্জালেজ।
রেকর্ডের রাতে রিয়ালের হয়ে দুটি করে গোল করেছেন ভিনি ও বেনজেমা এবং বাকি গোলটি এসেছে এদার মিলিতোর হেডে। আর লিভারপুলের হয়ে গোল দুইটি করেছেন ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ।
চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে নাপোলি। সিরি আর দলের হয়ে গোল দুটি করেছেন ভিক্টর ওসিমেন ও দি লরেঞ্জো। ব্যবধানটা আরও বাড়তে পারত নাপোলির ‘নতুন ম্যারাডোনা’ খিচা কাভারাস্কেইয়া পেনাল্টি মিস না করলে।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব দুর্দান্তভাবে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতকাল শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে ৫-২ গোলে হারিয়েছে তারা। বিশাল জয়ে শেষ আটে যাওয়ার কাজটা অনেকটাই মসৃণ করে রাখল লস ব্ল্যাঙ্কোসরা। প্রতিপক্ষের মাঠে সব মিলিয়ে ৬টি রেকর্ডও গড়েছে দল ও করিম বেনজেমা-ভিনিসিয়ুসরা।
অ্যানফিল্ডে প্রথম ইউরোপিয়ান দল হিসেবে পাঁচ গোল
ইউরোপের প্রথম দল হিসেবে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে পাঁচ গোল করেছে রিয়াল। আর এবারের টুর্নামেন্টে স্বাগতিকেরা দ্বিতীয়বারের মতো চার বা তার বেশি গোল হজম করল। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে নাপোলির কাছে ৪-১ গোলে হেরেছিল তারা।
রিয়াল-লিভারপুলের প্রতিদ্বন্দ্বিতায় যৌথভাবে সর্বোচ্চ গোলের রেকর্ড বেনজেমার
গতকাল লিভারপুলকে হারানোর ম্যাচে জোড়া গোল করেছেন করিম বেনজেমা। আর এই জোড়া গোলেই রেকর্ড গড়েছেন ফরাসি তারকা। ৬ গোল নিয়ে এখন যৌথভাবে দিদিয়ের দ্রগবার সঙ্গে ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দুই দলের সাক্ষাতে শীর্ষে বেনজেমা। ৫ গোল নিয়ে রিয়ালের হয়ে তাঁর পরেই আছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ক্রুইফের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অ্যানফিল্ডে জোড়া গোলের রেকর্ড ভিনির
সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ভিনির গোলেই হেরেছিল লিভারপুল। এবার প্রতিপক্ষের একটি নয় দুটি গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা। বার্সেলোনা ও ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের পর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে জোড়া গোলের রেকর্ড গড়েছেন তিনি। ইউরোপের কোনো দলের হয়ে লিভারপুলের মাঠে খেলতে এসে ২২ বছর বয়সে এ রেকর্ড গড়লেন ভিনি।
মেসির পাশে বেনজেমা
এত দিন টানা ১৮ চ্যাম্পিয়নস লিগে গোল করার রেকর্ড ছিল শুধু লিওনেল মেসির। গতকাল আর্জেন্টাইন কিংবদন্তির সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বেনজেমা। গতকাল দুই গোলের প্রথমটি করেই টানা ১৮ টুর্নামেন্টে গোল করার মাইলফলক অর্জন করেছেন রিয়াল তারকা।
দুই গোলে পিছিয়ে থেকে শেষে ৩ গোলের ব্যবধানে জয় পাওয়া প্রথম দল রিয়াল
লিভারপুলের কাছে গতকাল শুরুতেই ২ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। পরে নাটকীয়ভাবে ম্যাচে ক্যাম ব্যাক করে তারা। গোল শোধ দিয়ে পরে প্রতিপক্ষকে আরও ৩ গোল দেয় তারা। ম্যাচ শেষে তিন গোলের ব্যবধান রেখে জয় পাওয়া প্রথম দলের রেকর্ড গড়েছে তারা। টুর্নামেন্টের ইতিহাসে হোম কিংবা অ্যাওয়ে মিলিয়ে প্রথম দল হিসেবে ৩ গোলের ব্যবধানে জিতল তারা।
রিয়ালের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা তিন ম্যাচে গোলের রেকর্ড ভিনির
এ মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ভিনিসিয়ুস। তার প্রমাণ মিলেছে গতকালও। লিভারপুলের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। কালকের ম্যাচে গোল করে একটি রেকর্ডও গড়েছেন ব্রাজিলিয়ান তারকা। রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে টানা তিন ম্যাচে গোল করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। এর আগে সেল্টিক ও আরবি লাইপজিগের বিপক্ষে গোল করেছেন তিনি। ১৯৯৯ সালে ২২ বছর ১৬৩ দিনে সর্বকনিষ্ঠ গোলের রেকর্ডটি গড়েছেন লস ব্ল্যাঙ্কোসদের কিংবদন্তি রাউল গঞ্জালেজ।
রেকর্ডের রাতে রিয়ালের হয়ে দুটি করে গোল করেছেন ভিনি ও বেনজেমা এবং বাকি গোলটি এসেছে এদার মিলিতোর হেডে। আর লিভারপুলের হয়ে গোল দুইটি করেছেন ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ।
চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে ফ্রাঙ্কফুর্টকে ২-০ গোলে হারিয়েছে নাপোলি। সিরি আর দলের হয়ে গোল দুটি করেছেন ভিক্টর ওসিমেন ও দি লরেঞ্জো। ব্যবধানটা আরও বাড়তে পারত নাপোলির ‘নতুন ম্যারাডোনা’ খিচা কাভারাস্কেইয়া পেনাল্টি মিস না করলে।
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৩ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
৪ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৫ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৯ ঘণ্টা আগে