Ajker Patrika

বার্সাকে লা লিগা জয়ের দাবিদার মনে করছেন জাভি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৩: ৪৪
বার্সাকে লা লিগা জয়ের দাবিদার মনে করছেন জাভি

চলতি মৌসুমটা দুর্দান্ত খেলছে বার্সেলোনা। লা লিগায় শীর্ষস্থানে যাওয়ার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই চলছে সমানে সমান। বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ তাই নিজেদের লা লিগা জয়ের দাবিদার মনে করছেন।

গতকাল ওয়ান্দা মেট্রোপলিটানোতে লা লিগায় মুখোমুখি হয় আতলেতিকো মাদ্রিদ-বার্সেলোনা। ২২ মিনিটে গাভির অ্যাসিস্টে গোল করেন উসমান দেম্বেলে। আতলেতিকোকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষস্থান পুনরুদ্ধার করে বার্সেলোনা। এই জয়ে বার্সার মনোবল আরও বেড়ে গেছে বলে মনে করেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘আমরা ৩ পয়েন্ট পেয়েছি। ম্যাচটা অনেক কঠিন ছিল, তবে এটা বড় জয়। এটা শুধুই ৩ পয়েন্ট না, দলের মনোবলও বেড়ে গেল। আমি আমার দল নিয়ে গর্বিত। আমরা একটা বার্তা দিয়েছি যে আমরা লিগ শিরোপা জয়ের দাবিদার।’

জাভি আরও বলেন, ‘প্রথমার্ধের খেলা আমার ভালো লেগেছে। ম্যাচ নিয়ন্ত্রণে ছিল। এই ৩ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ছিল। ক্লিন শিট রাখাটা খুব গুরুত্বপূর্ণ ছিল।’

চলতি মৌসুমে লা-লিগায় ১৬ ম্যাচ খেলে ১৩ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। কাতালানদের সমান ১৬টি ম্যাচ খেলেছে লস ব্লাংকোসরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত