Ajker Patrika

পিছিয়ে পড়েও লিভারপুলের দাপুটে জয়

ক্রীড়া ডেস্ক
পিছিয়ে পড়েও লিভারপুলের দাপুটে জয়

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লেখা—এ আর এমন কী লিভারপুলের জন্য! আজও তেমন এক দাপুটে জয় পেল অলরেডরা। উলভসের বিপক্ষে তাদের মাঠে ম্যাচের শুরুতে গোল হজম করেও ৩-১ গোলে জিতেছে ইউর্গেন ক্লপের দল। 

আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয়ে চলতি প্রিমিয়ার লিগের তালিকার শীর্ষে উঠেছে লিভারপুল। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১৩। লিগে এখনো অপরাজিত তারা। প্রথম ম্যাচে ড্রয়ের পরের চার ম্যাচেই জিতেছে অলরেডরা। 

শেষ মুহূর্তে ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় নিশ্চিত করে ক্লপের দল। ৭ মিনিটে পেদ্রো নেটোর পাস থেকে উলভসে এগিয়ে দেন হাং-হি চান। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা। ৫৫ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো। ৮৫ মিনিট অলরেডদের ব্যবধান বাড়ান অ্যান্ডি রবার্টসন। প্রিমিয়ার লিগে ২০০ তম ম্যাচ খেলতে নেমে দলের জয়ে বড় অবদান রাখলেন স্কটিশ ডিফেন্ডার। দুটি গোলেই অ্যাসিস্ট করেন মোহামেদ সালাহ। 

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে নিজেদের ভুলে তৃতীয় গোল হজম করে বসে উলভস। হুগো বুয়েনোর আত্মঘাতী গোলে ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায় তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত