ক্রীড়া ডেস্ক
প্রিমিয়ার লিগে হতাশাজনক এক মৌসুম কাটাচ্ছে। লিভারপুলের পর এবার ফুলহামের বিপক্ষেও জয়হীন থাকল চেলসি। তার পরও এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেন চেলসি কোচ গ্রাহাম পটার।
গতকাল স্টামফোর্ড ব্রিজে ফুলহামের বিপক্ষে এনজো ফার্নান্দেজকে শুরুর একাদশে রেখেছিল চেলসি। ফার্নান্দেজকে এবার রেকর্ড ১ হাজার ৪০০ কোটিতে কিনেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে ব্লুজরা বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। ফুলহামের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৩টি। ৭২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ফার্নান্দেজ। তবে গোলপোস্টের অনেক দূরে শট করে সহজ সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় চেলসি-ফুলহাম ম্যাচ।
ড্রয়ের এই ম্যাচেও খেলোয়াড়দের মানসিকতায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পটার। চেলসি কোচ বলেন, ‘শুরু থেকেই খেলোয়াড়েরা ইতিবাচক শুরু করেছে। খেলোয়াড়দের মানসিকতা বেশ দারুণ ছিল। এমন সাজানো গোছানো দলের বিপক্ষে তারা চেষ্টার ত্রুটি রাখেনি।’
এই ড্রয়ে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে চেলসি। ৪ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ৯ পয়েন্ট এগিয়ে চেলসির চেয়ে। চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলাটাই ব্লুজদের কাছে বিশাল এক চ্যালেঞ্জ।
প্রিমিয়ার লিগে হতাশাজনক এক মৌসুম কাটাচ্ছে। লিভারপুলের পর এবার ফুলহামের বিপক্ষেও জয়হীন থাকল চেলসি। তার পরও এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে পেলেন চেলসি কোচ গ্রাহাম পটার।
গতকাল স্টামফোর্ড ব্রিজে ফুলহামের বিপক্ষে এনজো ফার্নান্দেজকে শুরুর একাদশে রেখেছিল চেলসি। ফার্নান্দেজকে এবার রেকর্ড ১ হাজার ৪০০ কোটিতে কিনেছে চেলসি। স্টামফোর্ড ব্রিজে ব্লুজরা বল দখলে রেখেছিল ৬৭ শতাংশ। ফুলহামের লক্ষ্য বরাবর শট নিয়েছিল ৩টি। ৭২ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন ফার্নান্দেজ। তবে গোলপোস্টের অনেক দূরে শট করে সহজ সুযোগ হাতছাড়া করেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয় চেলসি-ফুলহাম ম্যাচ।
ড্রয়ের এই ম্যাচেও খেলোয়াড়দের মানসিকতায় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন পটার। চেলসি কোচ বলেন, ‘শুরু থেকেই খেলোয়াড়েরা ইতিবাচক শুরু করেছে। খেলোয়াড়দের মানসিকতা বেশ দারুণ ছিল। এমন সাজানো গোছানো দলের বিপক্ষে তারা চেষ্টার ত্রুটি রাখেনি।’
এই ড্রয়ে ২১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ৯ নম্বরে চেলসি। ৪ নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ৯ পয়েন্ট এগিয়ে চেলসির চেয়ে। চ্যাম্পিয়ন্স লিগের পরের মৌসুমে খেলাটাই ব্লুজদের কাছে বিশাল এক চ্যালেঞ্জ।
৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশন তো দূর কি বাত, সফরকারীরা টিকতে পেরেছে ১৩.৫ বল। মাত্র ৪২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছে লঙ্কানরা। টেস্টে এক ইনিংসে এটিই সর্বনিম্ন স্কোর তাদের।
৭ ঘণ্টা আগেবৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।
৯ ঘণ্টা আগে৩, ২, ০, ১, ১৩, ৭, ০, ০, ০, ১০, ০—এই হলো ডারবান টেস্টে শ্রীলঙ্কার ব্যাটারদের প্রথম ইনিংসের রান। দক্ষিণ আফ্রিকার বোলারদের সামনে এক সেশনও টিকতে পারেনি সফরকারীরা। আজ দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের পর ব্যাটিংয়ে নেমে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ৪২ রানে! যার মধ্যে আবার ৬ রানই এসেছে অতিরিক্ত থেকে।
১১ ঘণ্টা আগে