Ajker Patrika

ড্রোন কাণ্ডের পর বরখাস্ত কানাডা কোচ

ক্রীড়া ডেস্ক
ড্রোন কাণ্ডের পর বরখাস্ত কানাডা কোচ

নিউজিল্যান্ডের ফুটবল দলের অনুশীলন ড্রোন দিয়ে নজরদারি করায় তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন কানাডা নারী জাতীয় দলের প্রধান কোচ। ড্রোন কেলেঙ্কারির কারণে কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি) গতকাল রাতে দলের এই কোচ বেভ প্রিস্টম্যানকে ছাঁটাই করেছে।

ঘটনা গত সোমবারের। নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনের সময় মাঠের ওপর একটি ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটিকে প্রায় মাটির কাছাকাছিও নেমে আসে। এরপরই নিউজিল্যান্ড দলের পক্ষে প্যারিস অলিম্পিক আয়োজক কমিটি ও পুলিশের কাছে অভিযোগ জানানো হয়।

অলিম্পিক কর্তৃপক্ষ তদন্তে নিশ্চিত করে কানাডার নারী ফুটবল দলের সঙ্গে যুক্ত এই কাজে জড়িত। পরে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার পাশাপাশি ফিফার কাছেও অভিযোগ জানায় নিউজিল্যান্ড। পরে এই ঘটনায় নিউজিল্যান্ড ফুটবল দলের কাছে ক্ষমা চেয়েছেন কানাডার কোচ।

কানাডার প্রধান কোচের অনুপস্থিতিতে ডাগ আউট সামলাবেন দলটির সহকারী কোচ। সিওসি জানিয়েছে, ‘প্যারিস গেমসের বাকি অংশের জন্য সহকারী কোচ অ্যান্ডি স্পেন্সের নেতৃত্বে খেলবে কানাডিয়ান নারী দল।’

ড্রোন কেলেঙ্কারির পর গতকাল প্যারিস অলিম্পিকের উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে নিউজিল্যান্ডকে হারায় কানাডা। গুপ্তচরবৃত্তির মতো নিয়ম বহির্ভূত কাণ্ডের পর এই ম্যাচ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছিলেন প্রিস্টম্যান। এবার তাকে বরখাস্তই হতে হলো। সিওসি প্রধান নির্বাহী কেভিন ব্লু বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের কাছে অতিরিক্ত তথ্য অনুযায়ী প্যারিস অলিম্পিকের আগেও ড্রোন চালিয়ে প্রতিপক্ষের বিপক্ষে গুপ্তচরবৃত্তি করা হয়েছে। নতুন এ তথ্যের ভিত্তিতে কানাডা সকার নারী জাতীয় ফুটবল দলের প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে প্যারিস অলিম্পিকের বাকি সময় সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

নারী অলিম্পিক ফুটবলে বর্তমান চ্যাম্পিয়ন কানাডা। কানাডার পুরুষ দলও এর আগে ড্রোন-বিতর্কে জড়িয়েছিল। হন্ডুরাসের বিপক্ষে ২০২১ সালে বিশ্বকাপ বাছাইপর্ব ম্যাচের আগে ড্রোন উড়িয়ে গুপ্তচরবৃত্তির কাজ করে কানাডা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত