ক্রীড়া ডেস্ক
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আরেকটু এগিয়ে গেল আর্সেনাল। আজ নিজেদের মাঠ এমিরেটসে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল।
৩৬ রাউন্ড শেষে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৩। দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান দাঁড়িয়েছে ৪। তবে সিটিজেনরা কম খেলেছে দুই ম্যাচ। আজ রাতেই পেপ গার্দিওলার শিষ্যরা ব্যবধান আবারও ১-এ নামিয়ে আনার সুযোগ পাচ্ছে। তার জন্য নিজেদের মাঠ ইতিহাদে জিততে হবে উলভসের বিপক্ষে।
সিটি যদি বাকি চার ম্যাচ জিতে তবে রেকর্ড টানা চতুর্থবারের মতন লিগ ধরে রাখবে। আর্সেনাল তখন পরের দুই ম্যাচ জিতলেও আবারও সন্তুষ্ট থাকতে হবে দুইয়ে থেকে। মৌসুমের শেষ দিকে এসে যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল সেখান থেকে কার্যত ছিটকে গেছে লিভারপুল। লড়াইটা চলছে আর্সেনাল ও সিটির মধ্যে।
গত মৌসুমে শুরু থেকে শীর্ষে থেকেও শেষদিকে পয়েন্ট হারানোয় শিরোপা ছোঁয়া হয়নি গানারদের। এবার অবশ্য সেই ভুল তারা করছে না। লিগ জিতে ২০ বছরের অপেক্ষা অবসানের স্বপ্ন দেখছে তারা। ২০০৪ সালে সবশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেনাল।
এবারও লিগ জয়ের স্বপ্ন দেখা গানাররা আজ প্রথম জালের দেখা পায় ৪৫ মিনিটে। বুকায়ো সাকার পেনাল্টি থেকে। ৪০ মিনিটে বাজে ফাউলের শিকার হন তিনি। কেটে যায় পা-ও। ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে জাল খুঁজে নেওয়া সাকার এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গোলসংখ্যা দাঁড়াল ২০। ৭০ মিনিটে ডেকলাইন রাইসের অ্যাসিস্টে আর্সেনালের ব্যবধান বাড়ান লিয়ান্দ্রো ট্রোসার্ড।
বোর্নমাউথ আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো অতিরিক্ত সপ্তম মিনিটে হজম করে বসে তৃতীয় গোল। গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে জালের দেখা পান রাইসও।
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আরেকটু এগিয়ে গেল আর্সেনাল। আজ নিজেদের মাঠ এমিরেটসে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার দল।
৩৬ রাউন্ড শেষে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট দাঁড়িয়েছে ৮৩। দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান দাঁড়িয়েছে ৪। তবে সিটিজেনরা কম খেলেছে দুই ম্যাচ। আজ রাতেই পেপ গার্দিওলার শিষ্যরা ব্যবধান আবারও ১-এ নামিয়ে আনার সুযোগ পাচ্ছে। তার জন্য নিজেদের মাঠ ইতিহাদে জিততে হবে উলভসের বিপক্ষে।
সিটি যদি বাকি চার ম্যাচ জিতে তবে রেকর্ড টানা চতুর্থবারের মতন লিগ ধরে রাখবে। আর্সেনাল তখন পরের দুই ম্যাচ জিতলেও আবারও সন্তুষ্ট থাকতে হবে দুইয়ে থেকে। মৌসুমের শেষ দিকে এসে যে ত্রিমুখী লড়াই জমে উঠেছিল সেখান থেকে কার্যত ছিটকে গেছে লিভারপুল। লড়াইটা চলছে আর্সেনাল ও সিটির মধ্যে।
গত মৌসুমে শুরু থেকে শীর্ষে থেকেও শেষদিকে পয়েন্ট হারানোয় শিরোপা ছোঁয়া হয়নি গানারদের। এবার অবশ্য সেই ভুল তারা করছে না। লিগ জিতে ২০ বছরের অপেক্ষা অবসানের স্বপ্ন দেখছে তারা। ২০০৪ সালে সবশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেনাল।
এবারও লিগ জয়ের স্বপ্ন দেখা গানাররা আজ প্রথম জালের দেখা পায় ৪৫ মিনিটে। বুকায়ো সাকার পেনাল্টি থেকে। ৪০ মিনিটে বাজে ফাউলের শিকার হন তিনি। কেটে যায় পা-ও। ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে জাল খুঁজে নেওয়া সাকার এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে গোলসংখ্যা দাঁড়াল ২০। ৭০ মিনিটে ডেকলাইন রাইসের অ্যাসিস্টে আর্সেনালের ব্যবধান বাড়ান লিয়ান্দ্রো ট্রোসার্ড।
বোর্নমাউথ আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো অতিরিক্ত সপ্তম মিনিটে হজম করে বসে তৃতীয় গোল। গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে জালের দেখা পান রাইসও।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে