এখনো লিগ শিরোপার আশা শেষ হয়নি, বললেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

মাদ্রিদ ডার্বির সর্বশেষ দেখায় ৩-১ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। গতকাল সুযোগ ছিল টানা দ্বিতীয় জয় পাওয়ার। উল্টো নিজেদের মাঠে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করতে পারে লস ব্ল্যাঙ্কোসরা। 

এতে করে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল। তবে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখতে পারেন বলেই তাই এখনোই আশা ছাড়ছেন কার্লো আনচেলত্তি। গতকাল ম্যাচ শেষে রিয়াল কোচ জানিয়েছেন, এখনো শিরোপাকে বিদায় বলার সময় হয়নি।

আনচেলত্তি বলেছেন, ‘শিরোপার প্রতিযোগিতার লড়াইয়ে টিকে থাকা অনেক জটিল হয়েছে। তবে এখনো শিরোপাকে বিদায় বলার সময় হয়নি। শেষ পর্যন্ত আমাদের যুদ্ধ করতে হবে। এরপর দেখতে হবে কি ঘটছে।’ 

গতকাল বার্নাব্যুয়ে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করলেও গোল পাচ্ছিল না রিয়াল। তবে ৬৪ মিনিটে আতলেতিকোর আনহেল কোরেয়া সরাসরি লাল কার্ড দেখলে স্বাগতিকদের সামনে সুযোগ আসে ম্যাচে এগিয়ে যাওয়ার। কারণ শেষ ৩৬ মিনিট একজন কম নিয়ে খেলতে হবে প্রতিপক্ষদের। 

তবে রিয়াল নয় উল্টো ম্যাচে এগিয়ে যায় দশজনের আতলেতিকো। ৭৮ মিনিটে আঁতোয়ান গ্রিজম্যানের কর্নার থেকে হেডে দলকে লিড দেন জোসে মারিয়া গিমিনেজ। প্রতিপক্ষের মাঠে যখন ম্যাচ জয়ের সুবাস পাচ্ছিল নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে আতলেতিকোর হৃদয় ভাঙেন রিয়ালের এক টিনএজার। 

ম্যাচে বদলি নামার ৮ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান আলভারো রদ্রিগেজ। আতলেতিকোর মতোই ঠিক কর্ণার থেকে। সমতাসূচক গোলের কারিগর ছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার আরেক বদলি লুকা মদ্রিচ। 

এ ড্রয়ে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। আজ রাতে পয়েন্টকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে কাতালান ক্লাবটি। বর্তমানে ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত