চেলসিতে যাচ্ছেন পচেত্তিনো

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

দীর্ঘ সময় ‘বেকার’ থাকা যেন মরিসিও পচেত্তিনোর কাছে খুব পরিচিত দৃশ্য। কোচের চাকরি একবার চলে গেলে সহজে পান না তিনি। এবার তার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চেলসির দায়িত্ব নিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ।

আনুষ্ঠানিক চুক্তি না হলেও পচেত্তিনোর চেলসিতে যাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। বিবিসি জানিয়েছে, টটেনহামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে নতুন কোচ করতে রাজি হয়েছে চেলসি। এই গ্রীষ্মেই তিনি (পচেত্তিনো) ক্লাবটিতে যোগ দিচ্ছেন। পচেত্তিনো সর্বশেষ কোচের দায়িত্ব পালন করেছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। ২০২১ এর ২ জানুয়ারি থেকে ২০২২ এর ৫ জুলাই পর্যন্ত দেড় বছর ছিলেন পিএসজির দায়িত্বে। তাঁর সময়ে প্যারিসিয়ানরা লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছে। পিএসজির আগে টটেনহামের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত স্পার্সের কোচ ছিলেন এই আর্জেন্টাইন।

২০২২ এর মে মাসে চেলসির মালিক হয়েছেন টড বোহেলি। বোহেলি মালিক হওয়ার পর বরখাস্ত হয়েছেন একের পর এক কোচ। গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব হারান টমাস টুখেল। দেড় বছরেরও বেশি সময় ব্লুজদের কোচের দায়িত্ব পালন করেন টুখেল। টুখেলের পর আসেন গ্রাহাম পটার। তবে ক্লাবটির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় সাত মাসও টেকেনি পটারের চাকরি। পটারের পর ব্রুনো সাল্টোর এসে টিকেছেন মাত্র চার দিন। এখন ফ্র্যাংক ল্যাম্পার্ড আছেন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত