ক্রীড়া ডেস্ক
দীর্ঘ সময় ‘বেকার’ থাকা যেন মরিসিও পচেত্তিনোর কাছে খুব পরিচিত দৃশ্য। কোচের চাকরি একবার চলে গেলে সহজে পান না তিনি। এবার তার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চেলসির দায়িত্ব নিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ।
আনুষ্ঠানিক চুক্তি না হলেও পচেত্তিনোর চেলসিতে যাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। বিবিসি জানিয়েছে, টটেনহামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে নতুন কোচ করতে রাজি হয়েছে চেলসি। এই গ্রীষ্মেই তিনি (পচেত্তিনো) ক্লাবটিতে যোগ দিচ্ছেন। পচেত্তিনো সর্বশেষ কোচের দায়িত্ব পালন করেছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। ২০২১ এর ২ জানুয়ারি থেকে ২০২২ এর ৫ জুলাই পর্যন্ত দেড় বছর ছিলেন পিএসজির দায়িত্বে। তাঁর সময়ে প্যারিসিয়ানরা লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছে। পিএসজির আগে টটেনহামের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত স্পার্সের কোচ ছিলেন এই আর্জেন্টাইন।
২০২২ এর মে মাসে চেলসির মালিক হয়েছেন টড বোহেলি। বোহেলি মালিক হওয়ার পর বরখাস্ত হয়েছেন একের পর এক কোচ। গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব হারান টমাস টুখেল। দেড় বছরেরও বেশি সময় ব্লুজদের কোচের দায়িত্ব পালন করেন টুখেল। টুখেলের পর আসেন গ্রাহাম পটার। তবে ক্লাবটির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় সাত মাসও টেকেনি পটারের চাকরি। পটারের পর ব্রুনো সাল্টোর এসে টিকেছেন মাত্র চার দিন। এখন ফ্র্যাংক ল্যাম্পার্ড আছেন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে।
দীর্ঘ সময় ‘বেকার’ থাকা যেন মরিসিও পচেত্তিনোর কাছে খুব পরিচিত দৃশ্য। কোচের চাকরি একবার চলে গেলে সহজে পান না তিনি। এবার তার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চেলসির দায়িত্ব নিতে যাচ্ছেন এই আর্জেন্টাইন কোচ।
আনুষ্ঠানিক চুক্তি না হলেও পচেত্তিনোর চেলসিতে যাওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। বিবিসি জানিয়েছে, টটেনহামের সাবেক কোচ মরিসিও পচেত্তিনোকে নতুন কোচ করতে রাজি হয়েছে চেলসি। এই গ্রীষ্মেই তিনি (পচেত্তিনো) ক্লাবটিতে যোগ দিচ্ছেন। পচেত্তিনো সর্বশেষ কোচের দায়িত্ব পালন করেছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। ২০২১ এর ২ জানুয়ারি থেকে ২০২২ এর ৫ জুলাই পর্যন্ত দেড় বছর ছিলেন পিএসজির দায়িত্বে। তাঁর সময়ে প্যারিসিয়ানরা লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছে। পিএসজির আগে টটেনহামের দায়িত্বে ছিলেন পচেত্তিনো। ২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত স্পার্সের কোচ ছিলেন এই আর্জেন্টাইন।
২০২২ এর মে মাসে চেলসির মালিক হয়েছেন টড বোহেলি। বোহেলি মালিক হওয়ার পর বরখাস্ত হয়েছেন একের পর এক কোচ। গত বছরের সেপ্টেম্বরে দায়িত্ব হারান টমাস টুখেল। দেড় বছরেরও বেশি সময় ব্লুজদের কোচের দায়িত্ব পালন করেন টুখেল। টুখেলের পর আসেন গ্রাহাম পটার। তবে ক্লাবটির পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় সাত মাসও টেকেনি পটারের চাকরি। পটারের পর ব্রুনো সাল্টোর এসে টিকেছেন মাত্র চার দিন। এখন ফ্র্যাংক ল্যাম্পার্ড আছেন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৯ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে