ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে গুলি ছোড়ার ভঙ্গিতে গনসালো রামোসের উদযাপনের কথা অনেকেরই হয়তো মনে রয়েছে। দুর্দান্ত হ্যাটট্রিক করে আলোড়ন তুলেছিলেন রামোস। পর্তুগালের তরুণ ফরোয়ার্ড এবার খেলবেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।
রামোসের সঙ্গে চুক্তির কথা গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিএসজি। বেনফিকা থেকে এক মৌসুমের জন্য ধারে তাকে নিয়েছে প্যারিসিয়ানরা। পিএসজিতে যোগ দিতে পেরে রামোস বেশ উচ্ছ্বসিত। এক বিবৃতিতে পর্তুগিজ তরুণ ফুটবলার বলেন, ‘পিএসজিতে যোগ দেওয়া অনেক গর্ব ও খুশির বিষয়। বিশ্বের অন্যতম বড় ক্লাব পিএসজি। পিএসজির দল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি।’
নতুন মৌসুমে পিএসজির অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এ বছরের জুলাইয়ে কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ক্রিস্তফ গালতিয়ের। এরপর গালতিয়েরের স্থলাভিষিক্ত হয়েছেন লুইস এনরিকে। এমনকি লিওনেল মেসিও ছেড়েছেন পিএসজি। মার্কো আসেনসিও, মিলান স্ক্রিনিয়ার, লুকাস হার্নান্দেজ, হুগো একিতিকে, রামোসের মতো ফুটবলাররা এবার যোগ দিয়েছেন ফরাসি ক্লাবটিতে। উসমান দেম্বেলের সঙ্গেও চুক্তির কাছাকাছি রয়েছে পিএসজি। দেম্বেলে ২০১৭ থেকে খেলছেন বার্সেলোনায়।
১২ বছর বয়সে বেনফিকার অ্যাকাডেমি ক্লাবে যোগ দেন রামোস। ২০২০ সালে বেনফিকার মূল দলে তাঁর অভিষেক হয়। পর্তুগিজ ক্লাবটিতে তিন মৌসুমে ১০৬ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আর কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে নেমেছিলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল পর্তুগাল। হ্যাটট্রিকের পাশাপাশি ১ গোলে অ্যাসিস্টও করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
কাতার বিশ্বকাপে গুলি ছোড়ার ভঙ্গিতে গনসালো রামোসের উদযাপনের কথা অনেকেরই হয়তো মনে রয়েছে। দুর্দান্ত হ্যাটট্রিক করে আলোড়ন তুলেছিলেন রামোস। পর্তুগালের তরুণ ফরোয়ার্ড এবার খেলবেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।
রামোসের সঙ্গে চুক্তির কথা গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিএসজি। বেনফিকা থেকে এক মৌসুমের জন্য ধারে তাকে নিয়েছে প্যারিসিয়ানরা। পিএসজিতে যোগ দিতে পেরে রামোস বেশ উচ্ছ্বসিত। এক বিবৃতিতে পর্তুগিজ তরুণ ফুটবলার বলেন, ‘পিএসজিতে যোগ দেওয়া অনেক গর্ব ও খুশির বিষয়। বিশ্বের অন্যতম বড় ক্লাব পিএসজি। পিএসজির দল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি।’
নতুন মৌসুমে পিএসজির অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এ বছরের জুলাইয়ে কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ক্রিস্তফ গালতিয়ের। এরপর গালতিয়েরের স্থলাভিষিক্ত হয়েছেন লুইস এনরিকে। এমনকি লিওনেল মেসিও ছেড়েছেন পিএসজি। মার্কো আসেনসিও, মিলান স্ক্রিনিয়ার, লুকাস হার্নান্দেজ, হুগো একিতিকে, রামোসের মতো ফুটবলাররা এবার যোগ দিয়েছেন ফরাসি ক্লাবটিতে। উসমান দেম্বেলের সঙ্গেও চুক্তির কাছাকাছি রয়েছে পিএসজি। দেম্বেলে ২০১৭ থেকে খেলছেন বার্সেলোনায়।
১২ বছর বয়সে বেনফিকার অ্যাকাডেমি ক্লাবে যোগ দেন রামোস। ২০২০ সালে বেনফিকার মূল দলে তাঁর অভিষেক হয়। পর্তুগিজ ক্লাবটিতে তিন মৌসুমে ১০৬ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আর কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে নেমেছিলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল পর্তুগাল। হ্যাটট্রিকের পাশাপাশি ১ গোলে অ্যাসিস্টও করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১২ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১৪ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
৩ ঘণ্টা আগে