ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গুঞ্জন ওঠে—চোট পড়েছেন দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল। যার ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁর মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে।
ডি পলের চোটের গুঞ্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎকণ্ঠা দেখা দেয় আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর দিয়েছেন ডি পল। নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন––সবকিছু ভালো। মাঠে নামার জন্য প্রস্তুত তিনি।
গতকাল কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ডি পল অনুশীলনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবকিছু ঠিক আছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং নতুন একটি ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। চলো আর্জেন্টিনা, সবাই একসঙ্গে এগিয়ে যাই।'
কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করলেও ফুটবল খেলেননি ডি পল। তখনই আলবিসেলেস্তেদের এই মিডফিল্ডারকে নিয়ে ইনজুরির শঙ্কা জাগে। আন্তর্জাতিক গণমাধ্যমও চোট নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন ডি পল।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে গুঞ্জন ওঠে—চোট পড়েছেন দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল। যার ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁর মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে।
ডি পলের চোটের গুঞ্জনে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎকণ্ঠা দেখা দেয় আর্জেন্টাইন সমর্থকদের মাঝে। তবে সমর্থকদের জন্য স্বস্তির খবর দিয়েছেন ডি পল। নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন––সবকিছু ভালো। মাঠে নামার জন্য প্রস্তুত তিনি।
গতকাল কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করেছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা। ডি পল অনুশীলনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সবকিছু ঠিক আছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং নতুন একটি ফাইনালের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি। চলো আর্জেন্টিনা, সবাই একসঙ্গে এগিয়ে যাই।'
কাতার বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলনে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করলেও ফুটবল খেলেননি ডি পল। তখনই আলবিসেলেস্তেদের এই মিডফিল্ডারকে নিয়ে ইনজুরির শঙ্কা জাগে। আন্তর্জাতিক গণমাধ্যমও চোট নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করছিলেন ডি পল।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
১৬ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১২ ঘণ্টা আগে