ক্রীড়া ডেস্ক
করোনায় বদলে যাওয়া পৃথিবীতে পরিবর্তন এসেছে অনেক কিছুতেই। বাদ যাচ্ছে না ফুটবলও। কাতার বিশ্বকাপে আসছে নতুন নিয়ম। করোনার কারণে ব্যস্ত সূচিতে ফুটবলারদের ওপর ধকল কমাতে স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হচ্ছে। ২৩ জনের পরিবর্তে সর্বোচ্চ ২৬ ফুটবলার নিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবে দলগুলো।
প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো টুর্নামেন্টে ২৩ জনের স্কোয়াড নিয়ে যেতে পারত দেশগুলো। ২০২১ ইউরোতে সেই নিয়মে পরিবর্তন আনে উয়েফা। কাতার বিশ্বকাপে ফিফাও হাঁটছে সেই পথে। ২০২২ কাতার বিশ্বকাপে চাইলে ২৬ জনের স্কোয়াড নিয়ে যেতে পারবে অংশগ্রহণকারী দলগুলো।
কাতার বিশ্বকাপে খেলোয়াড়দের কথা মাথায় রেখে কিছু প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সারা বছর ধরেই অত্যধিক গরম থাকে। তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে তাই স্টেডিয়ামগুলোতে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। আর এবারই প্রথম বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। টুর্নামেন্টের জন্য কিছু নতুন নিয়ম প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফিফা কাউন্সিল ব্যুরো।
একনজরে ফিফা ব্যুরোর নেওয়া সেই সিদ্ধান্তগুলো—
১) প্রাথমিক তালিকায় ৩৫ জনের পরিবর্তে ৫৫ জন ফুটবলার রাখা যাবে।
২) চূড়ান্ত তালিকায় কমপক্ষে ২৩ ফুটবলার আর সর্বোচ্চ ২৬ ফুটবলার থাকতে পারবেন।
৩) চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন ফুটবলার ক্লাব ফুটবলে তাঁদের ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন ১৩ নভেম্বর পর্যন্ত।
৪) ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি (১৫ বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তা—তাঁদের একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে ) সদস্য বসতে পারবেন না।
করোনায় বদলে যাওয়া পৃথিবীতে পরিবর্তন এসেছে অনেক কিছুতেই। বাদ যাচ্ছে না ফুটবলও। কাতার বিশ্বকাপে আসছে নতুন নিয়ম। করোনার কারণে ব্যস্ত সূচিতে ফুটবলারদের ওপর ধকল কমাতে স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হচ্ছে। ২৩ জনের পরিবর্তে সর্বোচ্চ ২৬ ফুটবলার নিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবে দলগুলো।
প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো টুর্নামেন্টে ২৩ জনের স্কোয়াড নিয়ে যেতে পারত দেশগুলো। ২০২১ ইউরোতে সেই নিয়মে পরিবর্তন আনে উয়েফা। কাতার বিশ্বকাপে ফিফাও হাঁটছে সেই পথে। ২০২২ কাতার বিশ্বকাপে চাইলে ২৬ জনের স্কোয়াড নিয়ে যেতে পারবে অংশগ্রহণকারী দলগুলো।
কাতার বিশ্বকাপে খেলোয়াড়দের কথা মাথায় রেখে কিছু প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সারা বছর ধরেই অত্যধিক গরম থাকে। তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে তাই স্টেডিয়ামগুলোতে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। আর এবারই প্রথম বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। টুর্নামেন্টের জন্য কিছু নতুন নিয়ম প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফিফা কাউন্সিল ব্যুরো।
একনজরে ফিফা ব্যুরোর নেওয়া সেই সিদ্ধান্তগুলো—
১) প্রাথমিক তালিকায় ৩৫ জনের পরিবর্তে ৫৫ জন ফুটবলার রাখা যাবে।
২) চূড়ান্ত তালিকায় কমপক্ষে ২৩ ফুটবলার আর সর্বোচ্চ ২৬ ফুটবলার থাকতে পারবেন।
৩) চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন ফুটবলার ক্লাব ফুটবলে তাঁদের ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন ১৩ নভেম্বর পর্যন্ত।
৪) ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি (১৫ বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তা—তাঁদের একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে ) সদস্য বসতে পারবেন না।
সৌদি আরবে অনুশীলনের পাশাপাশি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানিয়েছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। এর মধ্যে একটি আফ্রিকার অন্যতম শক্তিশালী দেশ সুদানের বিপক্ষে। বাংলাদেশের মতো সৌদি আরবে ক্যাম্প করছে তারাও। ম্যাচটি খেলার কথা ছিল আজই। কিন্তু অজানা কারণে খেলতে অস্বীকৃতি জানায় সুদান। তাই ম্যাচটি ঘিরে
১২ ঘণ্টা আগেআইপিএলে পাকিস্তানি ক্রিকেটাররা কেবল একবারই সুযোগ পেয়েছে। সেটাও প্রথম আসরে। এরপর ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানিদের জন্য বন্ধ হয়ে যায় আইপিএলের দরজা। এনিয়ে আফসোস করেছেন কয়েকজন। সেই বন্ধ দরজা কবে খুলবে তা নিয়ে নিশ্চিত করে বলতে পারবেন না কেউই। তবে আগামী বছর আইপিএল খেলার ভালো সুযোগ...
১৭ ঘণ্টা আগেনতুন করে টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নাজমুল হোসেন শান্ত আগেই জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর কুড়ি ওভারের দায়িত্ব ছাড়তে চান তিনি। নতুন অধিনায়ক নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ডও। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, একদম নতুন কাউকে নয়, অন্তর্বর্তীকালীন বাংলাদে
১৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাস পার করেছেন ফারুক আহমেদ। সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ক্রিকেট সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে। তবে দেশের ক্রিকেট উন্নয়নে মাঠের পারফরম্যান্সই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শান্তদের ব্যর্থতায় চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায়
১৮ ঘণ্টা আগে