ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করে এসেছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে ৩-৩ গোলের ড্রয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকার কথা পেপ গার্দিওলার। কিন্তু ফিরতি লেগ নিয়ে এখন থেকে উদ্বিগ্ন সিটি কোচ। তাঁর এই চিন্তার কারণ, শিষ্যদের চোট।
আজ রাতে প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে লুটন টাউনের মুখোমুখি হবে সিটিজেনরা। লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পেতে হবে টানা তিনবারের চ্যাম্পিয়নদের। কিন্তু এই ম্যাচ তো বটে, রিয়ালের বিপক্ষে ম্যাচেও বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিতে হতে পারে গার্দিওলার।
সিটির মাঝমাঠের অন্যতম অস্ত্র রদ্রি দিন দু-এক আগে জানিয়েছিলেন, আগামী সপ্তাহে (১৭ এপ্রিল) রিয়ালের বিপক্ষে ম্যাচে তিনি বিশ্রাম চান। গার্দিওলা রাজি হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডারকে বিশ্রাম দিতে। শেষ চারে যেতে হলে রিয়ালকে ইতিহাদে হারাতেই হবে সিটির। এমন এক ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিশ্রাম চাওয়া উদ্বিগ্নতা বাড়িয়েছে গার্দিওলার। লুটনের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, ‘রদ্রিকে লুটনের বিপক্ষে বিশ্রাম? আমাদের ম্যাচগুলোর দিকে তাকান, আপনি বুঝতে পারবেন। সে খুবই গুরুত্বপূর্ণ কারণ, সেরকম মানটা সে আমাদের দিয়েছে। যদি কোনো খেলোয়াড় খেলতে না চায়, সে খেলবে না।’
লুটনের বিপক্ষে আরও বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘সেন্টার-ব্যাককেও আমাকে বিশ্রাম দিতে হবে। কিন্তু ইংল্যান্ডের প্রীতি ম্যাচে জন স্টোনস ও কাইল ওয়াকার চোট পেয়েছিলেন এবং তারাও বিশ্রাম নিতে পারেননি। আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমার মনে হচ্ছে, গত কয়েক ম্যাচে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। কী করতে হবে সেটি আমরা আগামীকাল (আজ) সিদ্ধান্ত নেব।’
রিয়ালের বিপক্ষে প্রথম লেগে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি কেভিন ডি ব্রুইনা। তবে গার্দিওলার আশা, বেলজিয়ান মিডফিল্ডারসহ কাইল ওয়াকার, নাথান আকে, এডেরসন দলে ফিরছেন, যা স্প্যানিশ কোচকে একটু হলেও স্বস্তি দিচ্ছে। ঠাসা সূচির মধ্যে ৯ দিনের ব্যবধানে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে গার্দিওলা চাইবেন তাঁর মূল খেলোয়াড়দের দলে পেতে।
চ্যাম্পিয়নস লিগের শেষ আটের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ড্র করে এসেছে ম্যানচেস্টার সিটি। অ্যাওয়ে ম্যাচে ৩-৩ গোলের ড্রয়ে কিছুটা হলেও স্বস্তিতে থাকার কথা পেপ গার্দিওলার। কিন্তু ফিরতি লেগ নিয়ে এখন থেকে উদ্বিগ্ন সিটি কোচ। তাঁর এই চিন্তার কারণ, শিষ্যদের চোট।
আজ রাতে প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে লুটন টাউনের মুখোমুখি হবে সিটিজেনরা। লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পেতে হবে টানা তিনবারের চ্যাম্পিয়নদের। কিন্তু এই ম্যাচ তো বটে, রিয়ালের বিপক্ষে ম্যাচেও বেশ কয়েকজন তারকাকে বিশ্রাম দিতে হতে পারে গার্দিওলার।
সিটির মাঝমাঠের অন্যতম অস্ত্র রদ্রি দিন দু-এক আগে জানিয়েছিলেন, আগামী সপ্তাহে (১৭ এপ্রিল) রিয়ালের বিপক্ষে ম্যাচে তিনি বিশ্রাম চান। গার্দিওলা রাজি হয়েছেন স্প্যানিশ মিডফিল্ডারকে বিশ্রাম দিতে। শেষ চারে যেতে হলে রিয়ালকে ইতিহাদে হারাতেই হবে সিটির। এমন এক ম্যাচের আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিশ্রাম চাওয়া উদ্বিগ্নতা বাড়িয়েছে গার্দিওলার। লুটনের বিপক্ষে ম্যাচের আগে তিনি বলেছেন, ‘রদ্রিকে লুটনের বিপক্ষে বিশ্রাম? আমাদের ম্যাচগুলোর দিকে তাকান, আপনি বুঝতে পারবেন। সে খুবই গুরুত্বপূর্ণ কারণ, সেরকম মানটা সে আমাদের দিয়েছে। যদি কোনো খেলোয়াড় খেলতে না চায়, সে খেলবে না।’
লুটনের বিপক্ষে আরও বেশ কয়েকজনকে বিশ্রাম দেওয়ার প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘সেন্টার-ব্যাককেও আমাকে বিশ্রাম দিতে হবে। কিন্তু ইংল্যান্ডের প্রীতি ম্যাচে জন স্টোনস ও কাইল ওয়াকার চোট পেয়েছিলেন এবং তারাও বিশ্রাম নিতে পারেননি। আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমার মনে হচ্ছে, গত কয়েক ম্যাচে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। কী করতে হবে সেটি আমরা আগামীকাল (আজ) সিদ্ধান্ত নেব।’
রিয়ালের বিপক্ষে প্রথম লেগে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি কেভিন ডি ব্রুইনা। তবে গার্দিওলার আশা, বেলজিয়ান মিডফিল্ডারসহ কাইল ওয়াকার, নাথান আকে, এডেরসন দলে ফিরছেন, যা স্প্যানিশ কোচকে একটু হলেও স্বস্তি দিচ্ছে। ঠাসা সূচির মধ্যে ৯ দিনের ব্যবধানে রিয়ালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে গার্দিওলা চাইবেন তাঁর মূল খেলোয়াড়দের দলে পেতে।
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১৯ মিনিট আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
২২ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৩ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
৩ ঘণ্টা আগে