ক্রীড়া ডেস্ক
সব জল্পনা-কল্পনার অবসান হলো। মালিকানা বদল হতে যাচ্ছে ইংলিশ ক্লাব চেলসির। পশ্চিম লন্ডনের ক্লাবটির মালিকানা কিনে নিয়েছে মার্কিন ব্যবসায়ী টোড বোহলি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা।
৫.২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হস্তান্তর হচ্ছে চেলসির মালিকানা। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৪৫ হাজার কোটি টাকা। নতুন মৌসুম থেকে এটি চলে যাচ্ছে মার্কিন ফুটবল ক্লাব লস অ্যাঞ্জেলেস ডোজার্সের অংশীদার টোড বোহলির হাতে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে এখন প্রয়োজন ইংল্যান্ড সরকার ও ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অনুমোদন।
আরও কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব মিলিয়ে ক্লাবের মালিকানার হাতবদল হতে সময়টা চলে যাবে এই মাসের শেষ দিকে। আজ এক বিবৃতিতে চেলসি বলেছে, ‘প্রয়োজনীয় সব অনুমোদন সাপেক্ষে আশা করছি মে মাসের শেষ দিকে ক্লাবটি বিক্রির প্রক্রিয়া শেষ হবে।’
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করে রাশিয়া। পরে চেলসির ওপর নিষেধাজ্ঞা দেয় ইউক্রেনপন্থী ইংল্যান্ড সরকার। কারণ ক্লাবটি রাশান ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানাধীন। ক্লাব বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর শুরু হয় বিক্রির প্রক্রিয়া। ক্লাবটিকে কেনার আগ্রহ দেখিয়েছেন অনেকে।
ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন ও টেনিস তারকা সেরেনা উইলিয়ামসও ক্লাবটিতে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছেন। ক্লাবের নতুন মালিক তাঁদের সুযোগটা দেবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা। উল্লেখ্য, ২০০৩ সালে চেলসি কিনে নিয়েছিলেন রাশান ধনকুবের আব্রামোভিচ। ১৯ বছর পর ব্লুজরা এখন নতুন মালিকানার অপেক্ষায়।
সব জল্পনা-কল্পনার অবসান হলো। মালিকানা বদল হতে যাচ্ছে ইংলিশ ক্লাব চেলসির। পশ্চিম লন্ডনের ক্লাবটির মালিকানা কিনে নিয়েছে মার্কিন ব্যবসায়ী টোড বোহলি। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা।
৫.২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হস্তান্তর হচ্ছে চেলসির মালিকানা। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ৪৫ হাজার কোটি টাকা। নতুন মৌসুম থেকে এটি চলে যাচ্ছে মার্কিন ফুটবল ক্লাব লস অ্যাঞ্জেলেস ডোজার্সের অংশীদার টোড বোহলির হাতে। এই প্রক্রিয়া সম্পন্ন করতে এখন প্রয়োজন ইংল্যান্ড সরকার ও ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অনুমোদন।
আরও কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব মিলিয়ে ক্লাবের মালিকানার হাতবদল হতে সময়টা চলে যাবে এই মাসের শেষ দিকে। আজ এক বিবৃতিতে চেলসি বলেছে, ‘প্রয়োজনীয় সব অনুমোদন সাপেক্ষে আশা করছি মে মাসের শেষ দিকে ক্লাবটি বিক্রির প্রক্রিয়া শেষ হবে।’
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করে রাশিয়া। পরে চেলসির ওপর নিষেধাজ্ঞা দেয় ইউক্রেনপন্থী ইংল্যান্ড সরকার। কারণ ক্লাবটি রাশান ধনকুবের রোমান আব্রামোভিচের মালিকানাধীন। ক্লাব বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর শুরু হয় বিক্রির প্রক্রিয়া। ক্লাবটিকে কেনার আগ্রহ দেখিয়েছেন অনেকে।
ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টন ও টেনিস তারকা সেরেনা উইলিয়ামসও ক্লাবটিতে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছেন। ক্লাবের নতুন মালিক তাঁদের সুযোগটা দেবেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা। উল্লেখ্য, ২০০৩ সালে চেলসি কিনে নিয়েছিলেন রাশান ধনকুবের আব্রামোভিচ। ১৯ বছর পর ব্লুজরা এখন নতুন মালিকানার অপেক্ষায়।
আগের রাতে আচমকা ওয়ানডে থেকে অবসরের পর সকালে মোহামেডানের হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। বিকেলে ম্যাচ শেষে জাতীয় দলে নিজের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে নিয়ে কেক কেটেছেন মুশফিক। ২০০৫ সালের সেই কিশোর মুশফিক শেষ করলেন ৫০ ওভারের ক্রিকেটে দীর্ঘ এক যাত্রা।
১০ মিনিট আগেবছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
১২ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
১৩ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
১৩ ঘণ্টা আগে