ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় ফুটবলে ২০ বছর রাজত্ব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ এই ক্যারিয়ারে ভূরি ভূরি রেকর্ড গড়েছেন তিনি। এবার ফুটবল পায়ে সুবাস ছড়াবেন আরব্য রজনীতে। নতুন ক্লাব সৌদি আরবের আল নাসরের হয়ে সুবাস ছড়ার আগেই অবশ্য বিশ্ব রেকর্ড গড়েছেন সিআর সেভেন।
বছরে রেকর্ড পারিশ্রমিকে ফুটবলারদের ছাড়িয়ে গেছেন রোনালদো। শুধু ফুটবলারদের নন, ছাড়িয়ে গেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়কে। বছরে ২ হাজার ১৫৯ কোটি টাকায় এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট তিনি। সৌদি আরবের ক্লাবটির হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
রোনালদোর পরেই আছেন বিশ্বকাপের সময়ে লিওনেল মেসিকে জার্সিকাণ্ডে দেখে নেওয়ার হুমকি দেওয়া বক্সার ক্যানেলো আলভারেজ। ৮৭৪ কোটি টাকায় তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর এই বক্সার। ৭৭৪ কোট টাকা নিয়ে তিনে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আর ৭২৪ কোটি টাকা নিয়ে যৌথভাবে চারে আছেন নেইমার ও ম্যাথিউ স্ট্যাফোর্ড।
ভারতের ক্রীড়া ওয়েবসাইট ইনসাইডস্পোর্ট প্রকাশ করেছে বিশ্ব অ্যাথলেটদের এই তালিকা। চলুন, দেখে নেওয়া যাক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ অ্যাথলেটের নাম।
বছরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট-
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার) ২১৫৯ কোটি টাকা
ক্যানেলো আলভারেজ (বক্সার) ৮৭৪ কোটি টাকা
লিওনেল মেসি (ফুটবলার) ৭৭৪ কোটি টাকা
নেইমার (ফুটবলার) ৭২৪ কোটি টাকা
ম্যাথিউ স্ট্যাফোর্ড (রাগবি) ৭২৪ কোটি টাকা
জশ অ্যালেন (রাগবি) ৬৪৯ কোটি টাকা
টাইসন ফুরি (বক্সার) ৬২৪ কোটি টাকা
অ্যারন রজার্স (রাগবি) ৫৮৭ কোটি টাকা
লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান) ৫৮৭ কোটি টাকা
দেশাউন ওয়াটসন (রাগবি) ৫৭৪ কোটি টাকা
ইউরোপীয় ফুটবলে ২০ বছর রাজত্ব করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দীর্ঘ এই ক্যারিয়ারে ভূরি ভূরি রেকর্ড গড়েছেন তিনি। এবার ফুটবল পায়ে সুবাস ছড়াবেন আরব্য রজনীতে। নতুন ক্লাব সৌদি আরবের আল নাসরের হয়ে সুবাস ছড়ার আগেই অবশ্য বিশ্ব রেকর্ড গড়েছেন সিআর সেভেন।
বছরে রেকর্ড পারিশ্রমিকে ফুটবলারদের ছাড়িয়ে গেছেন রোনালদো। শুধু ফুটবলারদের নন, ছাড়িয়ে গেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়কে। বছরে ২ হাজার ১৫৯ কোটি টাকায় এখন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট তিনি। সৌদি আরবের ক্লাবটির হয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
রোনালদোর পরেই আছেন বিশ্বকাপের সময়ে লিওনেল মেসিকে জার্সিকাণ্ডে দেখে নেওয়ার হুমকি দেওয়া বক্সার ক্যানেলো আলভারেজ। ৮৭৪ কোটি টাকায় তালিকার দুইয়ে আছেন মেক্সিকোর এই বক্সার। ৭৭৪ কোট টাকা নিয়ে তিনে আছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আর ৭২৪ কোটি টাকা নিয়ে যৌথভাবে চারে আছেন নেইমার ও ম্যাথিউ স্ট্যাফোর্ড।
ভারতের ক্রীড়া ওয়েবসাইট ইনসাইডস্পোর্ট প্রকাশ করেছে বিশ্ব অ্যাথলেটদের এই তালিকা। চলুন, দেখে নেওয়া যাক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ১০ অ্যাথলেটের নাম।
বছরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অ্যাথলেট-
ক্রিস্টিয়ানো রোনালদো (ফুটবলার) ২১৫৯ কোটি টাকা
ক্যানেলো আলভারেজ (বক্সার) ৮৭৪ কোটি টাকা
লিওনেল মেসি (ফুটবলার) ৭৭৪ কোটি টাকা
নেইমার (ফুটবলার) ৭২৪ কোটি টাকা
ম্যাথিউ স্ট্যাফোর্ড (রাগবি) ৭২৪ কোটি টাকা
জশ অ্যালেন (রাগবি) ৬৪৯ কোটি টাকা
টাইসন ফুরি (বক্সার) ৬২৪ কোটি টাকা
অ্যারন রজার্স (রাগবি) ৫৮৭ কোটি টাকা
লুইস হ্যামিল্টন (ফর্মুলা ওয়ান) ৫৮৭ কোটি টাকা
দেশাউন ওয়াটসন (রাগবি) ৫৭৪ কোটি টাকা
স্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
৩ ঘণ্টা আগে